Homeআপডেটযানজট পেরিয়ে শহরে এলেন...

যানজট পেরিয়ে শহরে এলেন ধূপগুড়ির বিধায়ক, ‘‌খোকাবাবুর জেদ’‌ কটাক্ষ কুণালের


দীর্ঘ টানাপোড়েন কাটিয়ে অবশেষে শপথ নিতে কলকাতায় এলেন ধূপগুড়ির বিধায়ক। আজ, শুক্রবার দুপুরে নির্মলচন্দ্র রায় সপরিবারে দমদম বিমানবন্দরে নামেন। আজ বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন নির্মলচন্দ্র রায়। তবে কলকাতায় আজ একাধিক মিছিলের জেরে অফসিলি বিধায়ক বিমানবন্দরেই আটকে পড়েন। তাঁর কাছে গাড়ি সময় মতো পৌঁছতে পারেনি। তাই অ্যাপ ক্যাব বুক করে শিক্ষক নির্মলচন্দ্র রায় পৌঁছন এমএলএ হস্টেলে। আগামীকাল শনিবার রাজভবনে শপথ নেবেন ধূপগুড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক। সূত্রের খবর, রাজভবনের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

এদিকে রাজভবনের পক্ষ থেকে ইতিমধ্যেই স্পিকার এবং পরিষদীয় মন্ত্রীকে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর। তবে বিধানসভা শপথ হবে না। রাজভবনেই শপথ অনুষ্ঠান করতে অনড় রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে রাজ্যপালের কথা মেনে নিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। ধূপগুড়ির বিধায়কের শপথ রাজভবনে করতে রাজি তাঁরা। তাই দলের নির্দেশ মেনে শুক্রবার কলকাতায় এসেছেন নির্মলচন্দ্র রায়। এই বিষয়টি রাজ্যপালকে নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, ‘‌খোকাবাবুর জেদ, আমিই শপথবাক্য পাঠ করাব। যেটা বিধানসভায় মহামান্য স্পিকারের করার কথা।’‌

অন্যদিকে ৮ সেপ্টেম্বর ধূপগুড়ির উপনির্বাচনের ফলপ্রকাশ হয়। জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায়। তারপরই শপথবাক্য পাঠ করার জন্য রাজ্যের পক্ষ থেকে বারবার রাজভবনে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু তাতে বিশেষ গুরুত্ব না দিয়ে নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তিনি। তবে এই বিষয়টি নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‌আগে কখনও একজন বিধায়কের শপথ নিয়ে এমন জটিলতা হয়নি। রাজ্যপাল এমন পরিস্থিতি তৈরি করলেন। যাতে আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি। আসলে ধূপগুড়ির লোকজন পরিষেবা পাচ্ছেন না। সেটা বড় সমস্যা। তাই রাজ্যপালের কথা আমরা মেনে নিলাম।’‌

আরও পড়ুন:‌ খড়গপুরের সোনার দোকানে শুটআউট, ডাকাতি করতে এসে মালিকের বুকে গুলি

ঠিক কী বলছেন ধূপগুড়ির বিধায়ক?‌ আজ কলকাতায় আসতেই তাঁকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়। বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্মলচন্দ্র রায় বলেন, ‘‌অবশেষে যে শপথ নিতে পারছি, এটাই আনন্দের। সেটা হচ্ছিল না বলে কাজ করতে পারছিলাম না। আজ, শুক্রবার পরিষদীয় দলের বৈঠক আছে। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হবে আমার। উনি পরামর্শ দেবেন। বিধায়ক হয়ে কেমন করে কাজ করব সেটা উনি বলে দেবেন। এলাকার মানুষের উন্নয়ন করতে হবে।’‌ রাজ্যপাল চিরাচরিত প্রথা ভেঙে বিধানসভার পরিবর্তে রাজভবনে শপথ পাঠ করার সিদ্ধান্ত নেওয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে।



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

মঙ্গলবার তৃতীয় দফার ভোটে কাদের ভাগ্য নির্ধারিত হবে, দেখে নিন   

ডেস্ক: মঙ্গলবার লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটে যে সব...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

মঙ্গলবার তৃতীয় দফার ভোটে কাদের ভাগ্য নির্ধারিত হবে, দেখে নিন   

ডেস্ক: মঙ্গলবার লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটে যে সব কেন্দ্রের দিকে নজর থাকবে তার মধ্যে রয়েছে গুজরাতের গান্ধীনগর, মধ্যপ্রদেশের গুনা ও বিদিশা, কর্নাটকের ধারওয়াড়, হাবেরি ও শিমোগা, উত্তরপ্রদেশের মৈনপুরী, মহারাষ্ট্রের বরামতী এবং অসমের ধুবড়ি। গান্ধীনগরে অমিত শাহ                    প্রথমেই নাম করতে হয় গান্ধীনগরের। এই কেন্দ্র থেকে লড়ছেন...

Hiran Chatterjee: BJP কর্মীর মুক্তির দাবিতে থানার সামনেই বিক্ষোভ, পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন হিরণ

এক বিজেপি কর্মীকে মিথ্যাভাবে ফাঁসানোর অভিযোগ তুলে থানার সামনে ধরনায় বসলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আরও অভিযোগ, তিনি একটি এফআইআর দায়ের করতে গিয়েছিলেন কিন্তু, পুলিশ এফআইআর গ্রহণ করেনি। এই ঘটনাকে কেন্দ্র করে থানার ভিতরেই এক পুলিশ আধিকারিকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী।...

Kolkata Rain: ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, হল যানজট, তার ছিঁড়ে ট্রেন বন্ধ কর্ড লাইনে, ফুটপাতে মর্মান্তিক মৃত্যু

একেবারে ঝমঝম করে বৃষ্টি। গরমে ক্লান্ত শহরবাসীর কাছে স্বস্তি নিয়ে এল এই বৃষ্টি। মোটামুটি ৭টা থেকে বৃষ্টি শুরু হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি চলছে। সেই সঙ্গে হাওয়ার দাপট। সঙ্গে বজ্র বিদ্যুতের ঝলকানি। তবে প্রচন্ড গরমের মধ্য়ে এই বৃষ্টি যেমন স্বস্তি এনে দিয়েছে, তেমনি  দুঃখের...

Meme on Mamata Banerjee: মমতাকে নিয়ে মিম বানানোর জের, কড়া কলকাতা পুলিশ, ‘কে এটা বানিয়েছেন নাম-ঠিকানা বলুন’

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিম বানানোর জের। কলকাতা পুলিশ এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে। কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে যারা এই কাজ করেছেন তাদের পরিচিতি ও ঠিকানা জানাতে হবে। কলকাতা পুলিশ একটি টুইটের জবাবে বলেছে, আপনাদের নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি অবিলম্বে আপনার নাম আর বাড়ির...

BJP candidate injured: প্রচারের সময় টোটো উলটে আহত বিজেপি প্রার্থী, ভর্তি করা হল হাসপাতালে

নিয়ম ভেঙে ছাদ খোলা টোটোয় করে প্রচার করতে গিয়ে আহত হলেন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণোদয় পালচৌধুরী। সোমবার বিকেলে এই ঘটনায় প্রার্থীর কাঁধে ও বুকে চোট লেগেছে বলে জানা গিয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। ওদিকে এই ঘটনাতেও তৃণমূলের দিকে দায় ঠেলেছে বিজেপি।আরও পড়ুন:...

শিশুদের উন্নয়নে এগিয়ে এলেন করিনা কপূর, ইউনিসেফের জাতীয় দূত হলেন অভিনেত্রী

কলকাতা: রুপোলি পর্দার জনপ্রিয় বলিউড অভিনেত্রী করিনা কপূর খান ভারতবর্ষের শিশুদের বিকাশের জন্য এগিয়ে এলেন। সম্প্রতি, এই তারকার সাফল্যের মুকুটে যুক্ত হল নয়া পালক। সারা দেশের শিশুদের উন্নয়নের জন্য ভারতের জাতীয় দূত (National Ambassador) হিসাবে তিনি ইউনিসেফের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন। এই দেশে ইউনিসেফের কাজকর্মের...

Rain in Kolkata: অবশেষে স্বস্তির বৃষ্টি, ভিজল কলকাতা, প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি

একেই বলে স্বস্তির বৃষ্টি। প্রতিটি ফোঁটা যেন এনে দিল অপার শান্তি। ভিজল কলকাতা। খবরটি "খবর ২৪ ঘন্টা" অ্যাপে পড়ুন

CV Ananda Bose: মমতা একজন নোংরা রাজনীতিবিদ, ঈশ্বরের পক্ষেও ওকে বাঁচানো কঠিন: সিভি আনন্দ বোস

শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর কেরল থেকে কলকাতা ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সন্ধ্যায় দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন নোংরা রাজনীতিবিদ। আমার দফতরে দিদিগিরি বরদাস্ত করব না।আরও পড়ুন: আমাদের আন্দোলন...

Electricity Terrif: চুপিসাড়ে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির অভিযোগ তুলে সরব শুভেন্দু, উড়িয়ে দিল WBSEDCL

রাজ্যে চুপিসাড়ে বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে এক পোস্টে তিনি লিখেছেন, বিভিন্ন জায়গায় গ্রাহকদের বিভিন্ন তালিকা অনুসারে মাশুল দিতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তথ্য গোপন করে জনতাকে লুটছে বলেও দাবি করেন তিনি।আরও পড়ুন:...

Suvendu on Sandeshkhali video: অভিষেকের বিরুদ্ধে CBIএর কাছে অভিযোগ করেছেন গঙ্গাধর, যাবেন CBI দফতরেও: শুভেন্দু

সন্দেশখালির স্টিং অপারেশন নিয়ে সিবিআইয়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ জানাতে কলকাতা পৌঁছে গিয়েছেন বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। শনিবার সন্ধ্যায় নবদ্বীপে নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের একথা জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই ভিডিয়ো বানিয়েছে কয়লা ভাইপো, আইপ্যাকের প্রতীক জৈন ও তমাল...

KC Das Sweets: কেসি দাশে নষ্ট হয়ে যাওয়া মিষ্টি বিক্রির অভিযোগ! নমুনা সংগ্রহ করল কলকাতা পুরসভা

কলকাতা শহরের অন্যতম প্রসিদ্ধ মিষ্টির দোকান হল কেসি দাশ। আট থেকে আশি কার না পছন্দ কেসি দাশের মিষ্টি। দেড়শো বছরের বেশি সময় ধরে রয়েছে কেসি দাশ। কিন্তু, সম্প্রতি কেসি দাশের মিষ্টির গুণগত মান নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রতি, এখানকার মিষ্টি খারাপ পেয়েছেন খোদ কলকাতা পুরসভার...

Pandua Blast: পাণ্ডুয়া বিস্ফোরণকে অরাজনৈতিক প্রমাণে মরিয়া পুলিশ, আহত কিশোরের মা-কেই গ্রেফতার

হুগলির পাণ্ডুয়ায় পুকুর পাড়ে বোমা বিস্ফোরণে ১ কিশোরের মৃত্যু আহত এক কিশোরের মাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, পরকীয়ার জেরে নিজের ছেলেকে খুন করতে বোমা রেখে এসেছিলেন ওই মহিলা। এই ঘটনাকে আগেই অরাজনৈতিক বলে দাবি করেছিল জেলা পুলিশ। এই মর্মে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছে...