Homeবিনোদনবিনোদনে শুক্রবার ~ একনজরে...

বিনোদনে শুক্রবার ~ একনজরে টলি-বলি-হলি

শুক্রবার মানেই স্ক্রিনে চোখ, আর অপেক্ষার বেড়া ভেঙে সিনেমায় ডুব। নতুনের স্বাদটাই তো আলাদা। পছন্দের অভিনেতা আর অভিনেত্রীর চোখে চোখ রাখতে প্রথম দিন প্রথম বড়ো পর্দায় দেখা, এ তো বন্ধুদের কাছে গর্ব করার মতো। বাড়ির টি, ভি তো মুখ “ঢেকে যায় বিজ্ঞাপনে”, তাই তো বড়ো পর্দার খোঁজ। প্রেমিকার হাত ধরে, কিংবা আইনক্সের কোণা বেছে নিয়ে প্রেমের সাথে প্রথম দিনের প্রথম শো “ভোলা যায় নাকি?র

আসুন চোখ রাখা যাক ২৩ শে মার্চ  “স্ক্রিনে দুপুরে ” খবর ২৪ এর পাতায় –

 

 প্রথমেই বলব “Daas Dev”( দ্যস দেব) নিয়ে। সুবীর মিশ্রের পরিচালনায় এক রোমান্টিক রাজনৈতিক থ্রিলার। এই গল্পের উৎস যদি বলতে হয় তবে দেখা যায় যে পরিচালক কোথাও দেবদেস ও হেমলেটের মধ্যে মিল খুঁজেছেন। একসময় পরিচালককে বলা হয়েছিল যে তিনি যেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসকে প্রতিষ্ঠা দেন। আর সেখানে অভিযোজন করতে গিয়েই বিরক্তি তাঁর।Related image

দেবদাস একসময় রাজনৈতিক অভিজাত্যের প্রতিভূ হয়েছে । আবার তা গতি সুরাপানের সাধারণীতে। এবার সামন্ততান্ত্রিক পরিসর দেখতে গিয়ে কিছু নারীবাদী সত্ত্বা দেখাতেই হতো। আবার চন্দ্রমুখী সে রাজনীতি বোঝে কিন্তু চারপাশের ঘেরাটোপ তাকে আঘাত দেয়। কিন্তু সামন্ততান্ত্রিক বাড়ির আশ্রয়স্থলে রাজনৈতিক দ্বন্দ্ব যেন প্রকট হয়েছে। আসলে রাজনীতি, প্রেমের প্রতারণা, অবিশ্বাসের চক্র থেকে মুক্তিটাই প্রয়োজন। এখানে পারো , চন্দ্রমুখী আর দেবিদাস প্রত্যেকেই মুক্তির পিয়াসী।এককথায় বাঁধন বা আসক্তি থেকে সম্যক মুক্তি । কিন্তু মূল অংশে দেবদাসের মৃত্যু আর দুই নারী জীবিনের সাথে আত্তীকরণ করে বুঝে গেছেন যে জীবনের আসক্তি থেকে মুক্তিটাই পাওয়াটাই আসল। আর সেই প্রাপ্তি থেকেই পরিচালকের আত্তীকরণ। আর কালের প্রভাব তো সামগ্রিক, এটা অস্বীকার করা যায় না।

https://youtu.be/ihwimHKNTnI?t=8

অভিনয়ে আছেন, হায়দ্রাবাদের অদিতি রাও হিডারি, ( চন্দ্রমুখী চরিত্র), রিচা চাড্ডা ( পারো) ,শ্রীনগর জম্মুর রাহুল ভাট, (দেবদাস)
।এছাড়াও আছেন সৌরভ শুক্লা, দালিপ তাহিল, বিনীত কুমার সিংঘ।!

আর গান বলতে ” Sehmi Hai Dhadkan ” আতিফ আসলাম “, মানেই কন্ঠের সৌকর্য বিধান।

****************

Image result for Baa Baa Black sheep film
এরপর বলব! ” Baa Baa Black sheep “ এর কথা । গোয়াকে ভিত্তি করে লেখা। এখানে মানবিক অনুভূতি, উত্থান – পতনের সাথে, সূক্ষ্ম টাইমিং সঙ্কেত। আর হাস্য রসের আদল থাকলেও আছে থ্রিলার মিশ্রণের চারিত্রিক সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতির আদল। তবে প্রয়োজনীয়তা যে, মানবিক সূক্ষ্ম অনুভূতির সাথে চিন্তনের স্তরে কিভাবে পরিবর্তনের ধারাবাহিকতা আনে সেটা না দেখলে বোঝা সম্ভব নয়। এক অনুভূতিতে বাড়ির আপন মানুষকে চেনার পর অন্যভাবে যখন নিজের কাউকে চেনা যায় আর অতীতের প্রেক্ষাপট সামনে আসে তখনই মোড় ঘোরে গল্প। তবে জীবনের কথা, বাস্তবের মোড়কে আঁকড়ে নেওয়া কথার বিস্তৃতিতে পথে অগ্রসর হওয়স।

অভিনয়ের সাথে যে ব্যক্তিত্ব নিয়ে বলব, আসুন সেই নামগুলিতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
অনুপম খের, অনু কাপুর, মনীষ পাল, কৃষ্ণ কুমার মেনন, মঞ্জরী পাদনিস, শাহিল ভেদ প্রমূখ।

এর চলচ্চিত্রে কন্ঠ হিসাবে যাদের জন্য দর্শক উৎসুক সেই ব্যক্তিত্ব বর্গ হলেন *শান, মনীষা চক্রবর্তী, মিল্কা সিং,সনু নিগম,মহালক্ষ্মী, কণিকা কাপুর, কুমার স্বপন প্রমুখ।

এবার বাকিটা দর্শকের সুখে সুখী অভিনয়। আর সেখানেই সার্থকতা।

****************

এবার বলব “Sherlock Gnomes”, পরিচালক: জন স্টিভেনসন।
উৎস : Sherlock Holmes আর Romeo and juliet

Image result for Sherlock Gnomes film

অভিনয়ে – জন দ্বীপ ২, এমিলি ব্লান্ট, জেমন্স অ্যাভয়, ইজিওফর প্রমূখ।
কন্ঠে : এলটন জন, চরিস বাকন।

যখন জুলিয়েট এবং তার সাথী প্রথমে তাদের বন্ধু ও পরিবারের সাথে শহরে আসেন,তখন তাদের সবচেয়ে বড় উদ্বেগ বিষয় হলো বসন্তের জন্য তাদের নতুন বাগানের প্রস্তুতিকরণ । যাইহোক, তারা শীঘ্রই আবিষ্কার করে যে কেউই লন্ডন জুড়ে বাগানের সর্বত্র অপহরণ করছে। মামলার তদন্তের জন্য লন্ডনের বাগানের গোমেসের বিখ্যাত গোয়েন্দা এবং শপথী অভিভাবক তার পার্শ্বচরিত ওয়াটসনকে নিয়ে আসে। এইভাবে বিবিধ চরিত্রের সাথে এক করে গল্পের উত্তরণ। বাকিটা দর্শকের উপর দেওয়া যাক, কি বলে রেটিং সেটাই দেখার।

https://youtu.be/TR-sefx8ncI?t=4

==================================

এবার বলব “Mary Magdalene “,
মেরি মাগদালেন “
Image result for Mary Magdalene film
লিখেছেন:
হেলেন এডমন্ডসন
ফিলিপ গসলেট

অভিনয়

রুনি মারা
জ্যাকুইন ফিনিক্স
চিবতেল ইজিওফর
তেহর রহিম

এর মেরি মাগদালেন হলেন সেই বিবলিকান নারী, যিনি যিশুর ক্রুশ বিদ্ধ এবং প্রত্যাবর্তনের স্বাক্ষী।আর তাকে ভিত্তি করেই “সি স ফিল্মস “আর
ইউনিভার্সাল ” এর যৌথ পরিচালনায় এই চলচ্চিত্র তৈরি হয়েছে। যিশুর ভূমিকা অভিনয় করেছেন জোয়াকিন ফিনিক্স। মেরি মাগদালেন কে আমরা অতীতে যে সিনেমায় দেখি ‘দ্য প্যাশন “,‘দ্য লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট’। তবে উৎসুক দর্শক কেবল প্রকাশের জন্য অপেক্ষায়রত।

====================<===========

Image result for রাজা রানি রাজি film

এবার আসি বাংলা সিনেমায়, “রাজা রাণী রাজী “। অভিনয়ে বনি ও ঋত্বিকা সেন। দুজনের মধ্য ব্যক্তিগত কেমিস্ট্রিটা সফল করেই এই সিনেমার রোনান্টিকতা। রোমান্টিক গানে “যা হবে দেখা যাবে ” গানটি দর্শকের মন কাড়বে বলে মনে হয়। তবে এটা বলতে বাধা নেই যে, ইয়াশ দাশগুপ্তের দর্শকদের কাছে এটা যথেষ্ট সুখবর। বনির ইশারা আর ঋতিকার মিষ্টি লুক যেন পরিণতি ইঙ্গিত করে।

https://youtu.be/O5qyG6cexEM?t=3

==============================

Image result for রঙ বেরঙের কড়ি

সোহম চক্রর্বতী, ঋত্বিক চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত কে নিয়ে আসছে রঙ বেরঙের কড়ি
পরিচালনায় রঞ্জন ঘোষ,ও প্রযোজক রূপা দত্ত।এক সময় কড়ির খুব চল ছিল। সেখানে নামকরণে দেখেছি ” কড়ি দিয়ে কিনলাম ” অর্থাৎ এটা ছিল একটা মাধ্যম। কিন্তু সেই জায়গাটা দখল করে নিল রুপো আর পরে টাকা, নোট আকারে সামগ্রিক ভাবে স্থান দখল করে নিয়েছিল। এই যে পরিবর্তনের ধারা তা সামগ্রিক রূপ পেয়েছে ছবিতে। তবে একদম গ্রাম্য নিপাট সাধারণের জীবন, খোলামেলা সাবিলীল মাটির মানুষের মতো করে সোহমের নিজেকে প্রতিষ্ঠা দর্শক চরিত্র ছুঁয়ে যাবে বলে আশা করা যায়, তবে ঘরের কথার সার্থকতা।বাকিটা দর্শক বলবে।

তবে আর দেরী কিসের, হলি, বলি, টলি উৎস থেকে গল্প সবটাই জানা হয়ে গেলো। এবার দর্শকের আসনে একবার চোখ মুগ্ধ করা আলাপ নিয়েই সার্থকতা পাক চলচ্চিত্র, এটাই সার্থকতা।

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’, দিল্লিতে আইপিএলের ম্যাচে উঠল স্লোগান

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে...

HS 2024 Result Today: রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট

শুধুমাত্র এই রাতটার ফুরোনোর অপেক্ষা, তারপরই উচ্চমাধ্যমিকের রেজাল্ট...

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

ডেস্ক: মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

WBCHSE HS 2024 Result: একটু পরেই উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ হবে, কীভাবে নিজের রেজাল্ট দেখবেন? জানুন এখানে

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের সকালটা চলে এল। আর কয়েক ঘণ্টার অপেক্ষা পরেই ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হবে। রীতি মেনে প্রথমে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ১ টায় সেই সাংবাদিক বৈঠক হবে। তারপর দুপুর ৩ টে থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা...

‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’, দিল্লিতে আইপিএলের ম্যাচে উঠল স্লোগান

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএল ম্যাচ চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে বেশ কয়েকজন দর্শক স্লোগান দিলেন। হুলুদ জার্সি পরে স্লোগন দিতে দেখা গেল আম আদমি পার্টির সর্মথকদের। ‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’ এই ছিল তাদের মূল স্লোগান। জার্সির সামনে দিল্লির মুখ্যমন্ত্রীর...

HS 2024 Result Today: রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট

শুধুমাত্র এই রাতটার ফুরোনোর অপেক্ষা, তারপরই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। তবে রাত পেরিয়ে সকাল হলেই যে রেজাল্ট ঘোষণা করা হবে, তা নয়। উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ (বুধবার) দুপুর ১ টায় আনুষ্ঠানিকভাবে...

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

ডেস্ক: মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব। মঙ্গলবার ভোট পড়ার হার ৬২.৮৭ শতাংশ। এ দিনের ভোটের পর দেশের ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে  ভোটগ্রহণ সম্পূর্ণ হল। লোকসভার ২৮২টি আসনে ভোট নেওয়া হল। এ দিন সবচেয়ে বেশি ভোট পড়েছে অসমে। সে...

ICSE-ISC Result 2024: আইসিএসই, আইএসসিতে নজর কাড়ল শিলিগুড়ি-জলপাইগুড়ি, বিহার থেকে বাংলায় পড়তে এসে ফাটাফাটি রেজাল্ট

ISCE -তে ভালো রেজাল্ট হল শিলিগুড়িতে। শিলিগুড়ির সেন্ট মাইকেলস স্কুলের দুই ছাত্র মানব মোতানি ও বিবেক আগরওয়াল নজরকাড়া রেজাল্ট করেছে। দুজনেই ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। তারাই দার্জিলিং জেলার সম্ভাব্য প্রথম হিসাবে মনে করা হচ্ছে। তবে তারা দুজনেই আদপে বাংলার বাসিন্দা নন। তাঁরা শিলিগুড়ির স্কুলের বোর্ডিংয়ে থাকত।...

Abhijit Ganguly: আমার নামে সুপ্রিম কোর্টে বলতে গেছিল, দুই গালে থাবড়া খেয়ে এসেছে: অভিজিৎ গাঙ্গুলি

সুপ্রিম কোর্টে SSC মামলার শুনানিতে তাঁর নাম ওঠায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের কথা বলে হাইকোর্টের রায়কে পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করার চেষ্টা করেছিলেন কয়েকজন আইনজীবী। সেজন্য প্রধান বিচারপতি ডিওয়াই...

Sheikh Shahjahan: ‘কিচ্ছু হবে না, ছাড়ো!’ পুলিশ ভ্য়ানে আগের মেজাজে শাহজাহান, উঠল জয় বাংলা স্লোগান

শেখ শাহাজাহান। মঙ্গলবার প্রিজন ভ্য়ানের জানালায় আবার সেই শাহজাহানকেই দেখা গেল আগের মেজাজে। এদিন আদালত চত্বরেই তিনি আত্মীয় পরিজনদের সঙ্গে কথাবার্তা বলেন। কার্যত কিছুটা হলেও ফের সেই আগের মেজাজে দেখা যায় শেখ শাহজাহানকে। প্রিজন ভ্য়ানের জানালা দিয়ে আত্মীয়দের দিকে হাত বাড়়িয়ে দেন শেখ শাহজাহান। আত্মীয় স্বজনরা...

HS 2024 Result Declaration: আগামিকাল উচ্চমাধ্যমিকের রেজাল্ট! অনলাইনে কখন ও কোথায় দেখবেন? কীভাবে দেখতে হবে?

আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তারপর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ (বুধবার) দুপুর ১ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। তারপর দুপুর ৩ টে থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। পড়ুয়ারা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে...

Modi on sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে ‘চোখে জল এসেছিল’ মোদীর, রেখার প্রশংসা, চুপ থাকলেন ভিডিয়ো নিয়ে

সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভুয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে সন্দেশখালির ঘটনা নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, বাংলায় পরিবর্তনের ক্ষেত্রে প্রস্তুত। শুধু সময়ের অপেক্ষা। আর এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নারীরা। বাংলায় নারীদের উৎপীড়নের জবাব নারীরাই...

WB HS Vocational Result 2024: কীভাবে দেখবেন ভোকেশনাল রেজাল্ট, ডাউনলোড করার পদ্ধতিটা জানুন

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিকাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল এইচএস ভোকেশনাল রেজাল্ট প্রকাশিত করা হয়েছে।  কীভাবে WB HS Vocational Result 2024 অনলাইন কীভাবে দেখবেন সেটা জেনে নিন। sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে হবে। মোবাইল অ্যাপের মাধ্য়মেও রেজাল্ট দেখা যাবে।...

Newborn baby death: ইসলামপুরে একসঙ্গে জন্মেছিল ৫ শিশু, মৃত্যু ৪ জনের, আশঙ্কাজনক পঞ্চম

২ বা ৩ নয়, একসঙ্গে ৫ কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন প্রসূতি। তাতে বেজায় খুশি হয়েছিলেন পরিবারের সদস্যরা। একসঙ্গে এতগুলি শিশুর জন্ম দেওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। তা দেখতে হাসপাতালে ভিড় জমিয়ে ছিলেন কৌতূহলী মানুষ। তবে সেই খুশি দীর্ঘস্থায়ী হল না। ২৪ ঘণ্টার মধ্যে...

Abhishek Banerjee on SSC Scam: BJP-র ‘বিস্ফোরক নিষ্ক্রিয়’, SSC মামলায় আপাতত ২৫৭৫৩ চাকরি বাঁচতেই হুংকার অভিষেকের

এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় আপাতত ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হচ্ছে না। ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় পুরো প্যানেল বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে ভারতের প্রধান বিচারপতি...