Homeআজ বিশ্ব 'পিতৃদিবস'

আজ বিশ্ব ‘পিতৃদিবস’

পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহী পরমং তপঃ

পিতরী প্রিতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা

পিতৃদিবস অথবা ফাদার্স ডে প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্বের ৫২টি দেশে পালিত হয়। পিতার প্রতি সন্তানের ভালবাসা প্রকাশের জন্য দিনটি বিশেষভাবে উৎসর্গ করা হয়ে। যদিও পিতার প্রতি সন্তানের ভালবাসা প্রকাশের আলাদা দিন অপ্রয়োজনীয়, তবু উদযাপন প্রয়োজন। একটা দিন শুধু বাবা-র জন্য…

ইতিহাস….

বিংশ শতাব্দীর প্রথমদিকে এই দিবস উদযাপন করার সূচনা হয়েছিল। প্রাচীন কাল থেকেই মায়ের পাশাপাশি পিতাও তার সন্তানের প্রতি দায়িত্বশীল এটির প্রতি দৃষ্টিপাত করতেই এই দিবসটি পালন করা হয়। পৃথিবীর সব পিতাদের প্রতি শ্রদ্ধা আর ভালবাসা প্রকাশের ইচ্ছা থেকে এর শুরু। ধারণা যে, ১৯০৮ সালের ৫ জুলাই, আমেরিকার পশ্চিম ভার্জেনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় এই দিনটি প্রথম পালিত হয়। আবার, সনোরা স্মার্ট ডড নামের ওয়াশিংটনের এক ভদ্রমহিলার মাথাতেও বাবা দিবসের চিন্তাটি এসেছিল। যদিও তিনি ১৯০৯ সালে, ভার্জিনিয়ার পিতৃদিবসের কথা একেবারেই জানতেন না। ডড এই ধারণাটি পান গির্জার এক পুরোহিতের বক্তব্য থেকে এসেছিল, সেই পুরোহিত অবশ্য মা’কে নিয়ে অনেক ভাল ভাল কথা বলেছিলেন। তার মনে হয়, তাহলে পিতাদের নিয়েও তো কিছু করা দরকার। ডড তার পিতাকে খুব ভালবাসতেন। তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগেই পরের বছর, অর্থাৎ ১৯ জুন, ১৯১০ সালের থেকে পিতৃদিবস পালন করা শুরু করেন।

পিতৃদিবস নানা টানাপোড়েনের মধ্য দিয়েই পালিত হত। আসলে মা দিবস নিয়ে মানুষ যতটা উৎসাহ দেখাতো, পিতৃদিবসে মোটেও তেমনটা দেখাতো না, বরং পিতৃ দিবসের বিষয়টি তাদের কাছে বেশ হাস্যকরই ছিল। ধীরে ধীরে অবস্থা পাল্টায়, ১৯১৩ সালে আমেরিকান সংসদে পিতৃদিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটি বিল উত্থাপন করা হয়। ১৯২৪ সালে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ বিলটিতে পূর্ণ সমর্থন দেন। অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন পিতৃদিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রবিবার পিতৃদিবস হিসেবে পালিত হয়।

পিতৃ দিবসের প্রয়োজনীয়তা……

আপাত দৃষ্টিতে অনেকের কাছেই মা দিবস বা পিতৃদিবস পালনের বিষয়টি গুরুত্ব নেই। আজকালকার ব্যস্ত দিনে সত্যি তো এ সমস্ত সময় পাওয়া কঠিন। তবুও এই ধরনের দিবসগুলো একেবারেই যে অপ্রয়োজনীয়, তেমনটা কিন্তু মোটেও বলা যাবে না। সন্তানের জন্য পিতার ভালবাসা অসীম। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর সন্তানের প্রতি পিতার ভালবাসার এক অনন্য উদাহরণ হয়ে আছেন। তিনি সন্তান হুমায়ুনের জীবনের বিনিময়ে নিজের জীবন ত্যাগ করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। এমন স্বার্থহীন যার ভালবাসা, সেই পিতাকে সন্তানের খুশির জন্য জীবনের অনেক কিছুই ত্যাগ করতে হয়। বাবা দিবসে সন্তানদের সামনে সুযোগ আসে পিতাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানানোর। তাছাড়া পিতৃদিবস পালনের ফলে সমাজে এবং পরিবারে পিতাদের যে অবদান তা যে সমাজ এবং নিজের সন্তানরা মূল্যায়ন করছে, এ বিষয়টিও পিতাদের বেশ আনন্দ দেয়। তাছাড়া অনেক সন্তানই রয়েছে, যারা পিতা-মাতার দেখাশোনার প্রতি খুব একটা মনোযোগী নয়। মা দিবস বা পিতৃদিবস তাদের চোখের সামনে পর্দাটি খুলে ফেলে পিতা-মাতার প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এক্ষেত্রে তাই বলা যায়, পারিবারিক বন্ধন দৃঢ় করতে মা দিবস বা পিতৃ দিবসের আলাদা গুরুত্ব রয়েছে। মোটকথা আমাদের পরিবার তথা সমাজে পিতার যে গুরুত্ব তা আলাদাভাবে তুলে ধরাই পিতৃদিবস পালনের মূল উদ্দেশ্য।

পিতৃ দিবসের বৈচিত্র্যতা…..

ফাদারস ডে সেলিব্রেশন’-এর ক্ষেত্রে দেশ ভেদে দেখা যায় বৈচিত্র্য। এ দিবসটি বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালিত হয়। তার মূল বিষয় হচ্ছে উপহার। অর্থাৎ এদিনে ছেলেমেয়েরা তাদের পিতাদের কোনও না কোনও উপহার দিতে খুব পছন্দ করেন। আর পিতারাও সন্তানদের কাছে উপহার পেয়ে অভিভূত। এই গিফট দেওয়ার ক্ষেত্রেও দেশ ভেদে দেখা যায় ভিন্নতা। কোনও কোনও দেশে ছেলেমেয়েরা পিতাকে কার্ড বা ফুলের তোড়া উপহার দিয়ে পিতৃ দিবসের শুভেচ্ছা জানায়। আবার কোথাও কোথাও পিতাকে ছেলেমেয়েরা নেক টাইও উপহার দেয়। অনেকে আবার পিতৃদিবস উপলক্ষে কেক কাটার আয়োজনও করেন।

বিভিন্ন ভাষায় পিতা……

জার্মান ভাষায় পিতা শব্দটি ‘ফ্যাট্যা’ আর ড্যানিশ ভাষায় ‘ফার’। আফ্রিকান ভাষার ‘ভাদের’ হচ্ছেন পিতা। চিনে ভাষায় চিনারা আবার ‘বাবা’ কমিয়ে ‘বা’ বানিয়ে নিয়েছে। ক্রী (কানাডিয়ান) ভাষার পিতা হচ্ছেন ‘পাপা’ তেমনি ক্রোয়েশিয়ান ও ‘ওটেক’ ভাগ্যিস। ব্রাজিলিয়ান পর্তুগিজ ভাষায় পিতা ডাক হচ্ছে ‘পাই’। ডাচ ভাষায় পাপা, ভাডের আর পাপাই এই তিনটি হচ্ছে পিতা ডাক। ইংরেজিতে পিতাকে – ফাদার, ড্যাড, পপ, পপা বা পাপা। ফিলিপিনো ভাষাতে তাতেই, ইতেই, তেয় আর আমা বলে। আবার হিব্রু ভাষাতে পিতা হচ্ছেন ‘আব্বাহ’। হিন্দিতে পিতাজী, ইন্দোনেশিয়াতে বাপা কিংবা আইয়্যাহ। জাপানিরা ভাহেন ওতোসান, পাপা। পূর্ব আফ্রিকায় অবশ্য পিতাকে ‘বাবা’ ডাকা হয়। হাঙ্গেরিয়ান ভাষায় পাপা ছাড়াও – আপা, আপু, এদেসাপা। বাংলায় বলি বাবা অথবা আব্বা।

শৈশবে বাবার কাঁধে চড়েনি এমন সন্তান খুঁজে পাওয়া ভার। বাবা নামের সাথে যুক্ত আছে পরম নির্ভরতার আশ্বাস। মায়ের মধুরতা লেগে থাকলেও বাবা শব্দটির মাঝে খুঁজে পাই পরম নির্ভরতা। বাবা যেন প্রত্যেকটি সন্তানের ওপর প্রশান্তির একটা ছায়া ফেলে রাখেন সর্বদা। খ্যাতিমান বাবার কোনও পুত্র যদি যোগ্য উত্তরসূরী হন তবে সবাই যেমন বলে বাপের বেটা, তেমনি কোনও বাবার কন্যা যখন তার মুখ উজ্জ্বল করে তখন বাবা মায়ের সঙ্গে গর্ব করে বলেন, দেখতে হবে না মেয়েটি কার। আমাদের সমাজে একটি সংসারের কর্তৃত্ব সাধারণত বাবার হাতেই থাকে। সংসারের দেখ ভাল সহ সবকিছুতে বাবার অবদান বেশি হওয়াতে তার ওপর নির্ভরশীল হয়ে পড়ে সন্তানরা। সচ্ছল সংসারের আয় রোজগারের বিষয়ে বাবা জীবিত থাকতে কন্যা কিংবা পুত্র কোনও মাথা ঘামায় না। একজন বাবা একটি সংসার নামের ঘরের প্রধান স্তম্ভ।

আমাদের সমাজে যাপিত জীবনে বাবার ভূমিকাটা হয়তো কখনই সেভাবে বড় করে দেখা হয় না। আর তাই বাবার ক্লান্তি, শ্রম আর ভালবাসাটাকে যেন কখনও কখনও ‘বাবার দায়িত্ব’ বলেই উপেক্ষা করতে চাই আমরা। কিন্তু জীবনসংগ্রামে ক্লান্ত হয়ে পড়া আমাদের বাবা যে সময়টায় সামান্য একটু নির্ভরতা খোঁজেন আমাদের মাঝে তখন তাকে উপেক্ষা করা কি সন্তানের সাজে? যে বাবা সন্তানের মঙ্গল কামনা ছাড়া অন্য কিছু কখনও প্রত্যাশা করেন না সেই বাবাকে নিজেদের ব্যক্তিজীবনে ‘বাড়তি কৈফিয়তের’ স্থান হিসেবে ভাবাটাও কি যৌক্তিক? হয়তো ঠিক নয়। তবু একা একা ছুটে চলা এই সময়ের মাঝে এই অমার্জনীয় ভুলকেই যেন আমরা অনায়াসে স্থান করে দিচ্ছি আজকালকার দিনে। ভুলে যাই বাবার অপত্য স্নেহের মাঝে বেড়ে ওঠা আমাদের শৈশব আর কৈশোরের দিনযাপন। ব্যস্ত শহরে আর ঠাঁস বুনোটের ভিড়ে আমাদের সব আবেগ অনুভূতিই ইদানিং বড় বেশি যান্ত্রিক। পিতার জন্য সবচেয়ে বড় উপহার একান্তে তার জন্য কিছুটা সময় কাটানো, কিছুটা কথোপকথন।

কাজের চাপ কিংবা ব্যস্ততা যতই থাকুক না কেন প্রতিদিন কিছুটা হলেও সময় বরাদ্দ রাখুন মা এবং বাবার জন্য। বাবাকে বুঝতে শিখুন, তার শাসনকে ভুল না বুঝে জীবন চলার নির্দেশনা হিসেবে বিবেচনা করুন। একটি বারের জন্য হলেও বাবাকে ফোন করুন। তার খোঁজ খবর নিন। বাবাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন। সংসারের প্রিয় মুহূর্ত আর প্রিয় স্থানগুলোতে চেষ্টা করুন বাবাকে সঙ্গে রাখবার। কেবল পিতৃদিবসকে ঘিরেই যেন আজ বাবার প্রতি কর্তব্য বোধ জাগ্রত না হয়; এ প্রত্যাশা সকল সন্তানের প্রতি, আজীবন মা-বাবা-কে মানতেই হবে প্রথম ভগবান।

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Sudan crisis: সুদানে দুর্ভিক্ষ, এক টুকরো খাবারের জন্য চলছে হাহাকার

  Sudan crisis: বলা হয়েছিল বিশ্বের সবচেয়ে ব্যাপক অনাহার সংকট দেখবে...

Afghanistan flash floods: মরু দেশ আফগানিস্তান বৃষ্টি হরপা বান, ভেসে যাচ্ছে সব

  Afghanistan flash floods: পাহাড় মরুভুমির দেশ আফগানিস্তান। সেখানে হঠাৎ করেই...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Sudan crisis: সুদানে দুর্ভিক্ষ, এক টুকরো খাবারের জন্য চলছে হাহাকার

  Sudan crisis: বলা হয়েছিল বিশ্বের সবচেয়ে ব্যাপক অনাহার সংকট দেখবে সুদান। হলোও তাই, সেখানকার মানুষ খাবারের জন্য ছটফট করছে। এক টুকরো খাবার কোথায় পাওয়া যায় সেই চিন্তায় শেষ হয়ে যাচ্ছে তারা। পেটে তীব্র জ্বালা, কিন্তু কোথাও কোনো খাবার নেই তাই ঘাস খেয়ে চিনে বাদামের খোসা খেয়ে...

Afghanistan flash floods: মরু দেশ আফগানিস্তান বৃষ্টি হরপা বান, ভেসে যাচ্ছে সব

  Afghanistan flash floods: পাহাড় মরুভুমির দেশ আফগানিস্তান। সেখানে হঠাৎ করেই প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে চতুর্দিক। আফগানিস্তানে হঠাৎ করেই হড়পা বান। এক দিনের অতিবৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ জন। জলের তোড়ে ভেসে গেছে হাজার হাজার বাড়ি। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজার হাজার আফগান।এককথায় আফগানিস্তানে চলছে মৃত্যু...

জলঙ্গির জলে ভেসে উঠল বিশালাকার কুমির! আতঙ্কে নদীতে নামা বন্ধ করলেন স্থানীয়রা

নদীতে স্নান করার সময় হঠাৎই জলে ভেসে উঠল একটি বৃহদাকারী প্রাণী। পরে জানা যায়, আসলে প্রাণীটি অন্য কিছু নয়, সেটি হল আস্ত একটি কুমির। আর তারপরেই আতঙ্কে কার্যত নদীতে নামা বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। নদিয়ার মায়াপুরের তারিণীপুর ঘাটে এই কুমির দেখতে পাওয়া যায়। তা...

চা–বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগাল বন দফতর, চিতা বাঘের খোঁজে চলছে জোর তল্লাশি

আজ, রবিবার চিতা বাঘের খোঁজে এবার চা–বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দফতর। এই ঘটনা নিয়ে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। সেই আতঙ্ক কাটাতে ড্রোন ক্যামেরায় চলল জোরদার তল্লাশি। কারণ চিতা বাঘের আতঙ্কে ঘুম উড়ে গিয়েছে বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা–বাগানের শ্রমিকদের। এখানে চিতা বাঘের পায়ের ছাপ...

BSF: লোকসভা নির্বাচনের চতুর্থ দফার এক দিন আগে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করল বিএসএফ

    BSF: আগামী ১৩ মে দেশে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্ব। আর তার আগে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। এদিন ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ বাংলাদেশীদের একটি বিশাল অনুপ্রবেশ বানচাল করল বিএসএফ। উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত এলাকায় মোতায়েন করা ৬৮তম কোরের বিএসএফ জওয়ানরা ১১ ও ১২ মে...

Suryakant Mishra: বিধানসভা ভোটের আগেই সরকার পড়ে যাবে, শুভেন্দুর সুরেই তোপ সূর্যকান্তের, পালটা দিল TMC

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বরাবরই দাবি করে আসছেন বিধানসভা ভোটের আগেই সরকার পড়ে যাবে। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। আর এবার সেই পথেই হেঁটে তৃণমূল সরকার পড়ে যাওয়ার সময় বেঁধে দিলেন সিপিএমের...

Israel-Hamas War: হামাসের হয়ে কথা বলছে যুক্তরাষ্ট্র? বেঁকে দাঁড়াল ইসরায়েলের বিরুদ্ধে

  Israel-Hamas War: নেতানিয়াহুর হুমকি, ইসরায়েল প্রয়োজনে একা দাঁড়াবে। লড়াই করবে সামর্থ্যের শেষটুকু দিয়ে । দরকার নেই যুক্তরাষ্ট্রকে। আর এভাবেই একা হয়ে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সুর কিন্তু খারাপ। গাজায় হামাসের কাছে হেরে যেতে পারে ইসরায়েল। ওয়াশিংটন হঠাৎ হামাসের হয়ে কথা বলছে কেন ? যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে...

পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

ডেস্ক: পর্যটকদের জন্য এক নতুন গন্তব্যের দরজা খুলে দিল সিকিম। উত্তর সিকিমের ‘সাংলাফু চো’ বা সাংলাফু লেক। লাচুং থেকে জিরো পয়েন্ট তথা ইউমেসামডং হয়ে যেতে হয় এই গন্তব্যে। সমুদ্রতল থেকে ৫০৮০ মিটার অর্থাৎ প্রায় ১৬৬৭০ ফুট উঁচুতে অবস্থিত এই লেক জিরো পয়েন্ট থেকে ৫ কিমি...

প্রধানমন্ত্রী-রাহুল গান্ধী মুখোমুখি বিতর্ক নিয়ে চর্চা তুঙ্গে! মোদী রাজি কি না জানা না গেলেও কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছে বিজেপি

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন নিয়ে দেশ জুড়ে উত্তেজনা। এরই মধ্যে দুই অবসরপ্রাপ্ত বিচারপতি এবং একজন প্রাক্তন সংবাদপত্র সম্পাদক রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি প্রকাশ্য বিতর্কের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছেন। শনিবার কংগ্রেস নেতা সেই আমন্ত্রণ গ্রহণ করে চ্যালেঞ্জও জানান মোদীকে। তবে এ ব্যাপারে রাহুলকে কটাক্ষ...

Sandeshkhali new sting video: সন্দেশখালির জন্য কত মদ, টাকা, অস্ত্র লাগবে? হিসাব ‘গঙ্গাধরের’, সামনে নয়া ভিডিয়ো

প্রথম পর্বের আটদিনের মাথায় সন্দেশখালির স্টিং অপারেশনের দ্বিতীয় ভিডিয়ো প্রকাশ্যে এল। 'উইলিয়ামস' নামে একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে ওই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) আপলোড করা হয়েছে। প্রথম পর্বের মতোই ওই ভিডিয়োয় স্যান্ডো গেঞ্জি পরা এক ব্যক্তিকে দেখা গিয়েছে। যিনি সন্দেশখালি-২ ব্লকের বিজেপির...

Anubrata Mondal: অনুব্রতের বাড়ির ছাদে উড়ছে ‘জয় শ্রীরাম’ লেখা গেরুয়া পতাকা, লাগাল কে? কেউ জানে না

তিহাড় জেলে বন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা। এরই মধ্যে তাঁর বোলপুরের বাড়িতে ছাদের মাথায় 'জয় শ্রীরাম' লেখা গেরুয়া ধ্বজা উড়তে দেখা গেল। যা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হল বিতর্ক। বিরোধীদের দাবি, তলায় তলায় বিজেপির সঙ্গে আঁতাত হয়েছে তৃণমূলের। এই পতাকা...

Khejuri BJP joining: ভোটের আগে সভাপতির দলবদল, খেজুরি ২ পঞ্চায়েত সমিতি TMCর হাতছাড়া বলে দাবি BJPর

লোকসভা নির্বাচনের চলাকালীন পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। পঞ্চায়েত সমিতির দলবদলু সভাপতি আচমকা তৃণমূল ছেড়ে বিজেপিতে ফেরায় শাসকদলের হাতছাড়া হল খেজুরি ২ নম্বর সমিতি। এর আগে সমিতির বোর্ড গঠনের মুহূর্তে তৃণমূলে যোগ দিয়ে সভাপতি পদে বসেছিলেন বিজেপির টিকিটে জয়ী উদয়শংকর মাইতি। তার...