Homeভুঁড়িভোজবর্ষার ভুড়িভোজে আজ...

বর্ষার ভুড়িভোজে আজ রইল বিভিন্ন ধরনের খিচুড়ি – রেসিপি

বর্ষার রসনা তৃপ্তিতে বরাবরই খিচুড়ির অবদান রয়েছে। খিচুড়ি,  নামটা  শুনলেই আমরা বাঙালীরা জিভের জল আটকাতে পারিনা ।  কত পদের খিচুড়ি যে আমাদের দেশে রান্না হয় তার সীমা নেই। চাইলে খিচুড়ি নিয়ে একটা থিসিস লিখে  পি এইচ ডি পেপার সাবমিট করা যায় । তাছাড়া বর্ষা কালে বাইরে যখন ঝমঝম বৃষ্টি, মনে তখন ঘুরপাক খায় গরম খিচুড়ি। ঝটপট বাড়িতেই বানাতে পারেন নানা স্বাদের খিচুড়ি। আজ রইল পাঁচ  রকমের  খিচুড়ির রেসিপি আপনাদের জন্য।

মেক্সিক্যান স্টাইলে চিকেন ওটস খিচুড়ি

 

উপকরণ

  • ওটস ১ কাপ
  • বোন লেস চিকেন ২৫০ গ্রাম
  • মুগ অথবা মসুর ডাল ১ কাপ
  • টমেটো পেস্ট
  • টাকো মশলা ৩ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি
  • রসুন কুচি
  • সাদা তেল

টাকো  মশলা তৈরির প্রণালী

উপকরণ

  • শুকনো লঙ্কা  গুঁড়ো ১ টেবিল চামচ
  • জিরে গুঁড়ো ১ টেবিল চামচ
  • ধনেগুঁড়ো ১ টেবিল চামচ
  • পেঁয়াজগুঁড়ো দেড় টেবিল চামচ
  • রসুনগুঁড়ো ১ টেবিল চামচ
  • পাপরিকা গুঁড়ো ৪ টেবিল চামচ
  • অরিগানো ১ টেবিল চামচ
  • চিকেন স্টক ১ চা-চামচ
  • নুন ১ চা-চামচ
  • কর্ন ফ্লাওয়ার ১ চা চামচ

প্রণালী

একটা বাটিতে সব উপকরণ মিশিয়ে নিন।

এয়ার টাইট কনটেইনারে ভরে রেখে দিন।

প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন ।

এই মশলা দিয়ে অসাধারন  চিকেন রান্না হয় ।

এই মশলা দিয়ে চিকেন রান্না করার সময় হলুদ , জিরে ও ধনে গুঁড়ো ব্যবহার  করবেন না ।

খিচুড়ি তৈরির প্রণালী

একটি পাত্রে   চিকেন  টাকো মশলা ১ টেবিল চামচ,  পেঁয়াজকুচি ১ কাপ , রসুনকুচি ১ চা চামচ ,  তেল ১ টেবিল চামচ ও  নুন  দিয়ে মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন ।

ডাল ধুয়ে   কিছুক্ষণ জলে  ভিজিয়ে রাখুন।

ওটস  শুকনো কড়াইতে হাল্কা ভেজে উঠিয়ে নিন।

 

একটি কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিন ।

ম্যারিনেট  করা মাংস দিয়ে নাড়াচাড়া করে ঢেকে  দিন ।

 

প্যানে তেল দিন।

পেঁয়াজকুচি, রসুনকুচি হাল্কা বাদামি করে ভেজে ডাল দিয়ে  দিন।

টাকো মশলা, টমেটো পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে দুই কাপ জল  দিয়ে ঢেকে  দিন ।

গ্যাসের আঁচ মিডিয়াম রাখবেন ।

ডাল যখন অর্ধেক সেদ্ধ হবে তখন ভাজা  ওটস দিয়ে মিশিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন।

স্বাদ মতো নুন  দিন।

টাকো মশলায় নুন  দেওয়া আছে।

তাই নুন দেওয়ার সময় লক্ষ্য রাখবেন।

ওটস সেদ্ধ হয়ে জল  কমে আসলে রান্না করা চিকেন  দিয়ে মিশিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিন।

তৈরি আপনার ভিন্ন স্বাদে  মেক্সিক্যান স্টাইলে চিকেন ওটস খিচুড়ি ।

ধনেপাতা কুচি  ছড়িয়ে গরম গরম  পরিবেশন করুন মেক্সিক্যান স্টাইলে চিকেন ওটস খিচুড়ি  ।

 ইলিশ খিচুড়ি

 

 

উপকরণ

  • রিং করে কাটা ইলিশ মাছের  টুকরো ৮ টি
  • পোস্ত বাটা ১ টেবিল চামচ
  • শুকনো লঙ্কা গুঁড়ো আধা চা চামচ
  • জিরে বাটা আধা চা চামচ
  • হলুদ গুঁড়ো ১ চা চামচ
  • চেরা কাঁচা লঙ্কা
  • নুন
  • সর্ষের তেল
  • তেজপাতা
  • দারচিনি
  • ছোট এলাচ
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • বেরেস্তা

প্রণালী  

রিং করে কাটা ইল্লিশ মাছ গুলি ভালো করে ধুয়ে নিন ।

 

চাল, ডাল ধুয়ে  রেখে দিন ।

এবার হাঁড়িতে তেল গরম করে  তাতে তেজপাতা, দারচিনি, এলাচ  ফোড়ন দিন ।

পেঁয়াজ  ভেজে আদা বাটা, জিরে বাটা  , রসুন কোয়া, চাল, ডাল দিয়ে ৫ থেকে ৬ মিনিট ভেজে নিন।

 

এবার হলুদ , শুকনো লঙ্কা  গুঁড়ো  ও নুন  দিয়ে  জল  দিয়ে ঢেকে দিন।

মিডিয়াম  আঁচে  রান্না করুন।

রান্নার সময় মাঝে মাঝে নেড়ে দিন।

ইলিশ মাছ গুলি পোস্ত বাটা , জিরে বাটা , নুন , ২ চামচ তেল , হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দিন ।

খিচুড়ির চাল ও ডাল সেদ্ধ হয়ে  এলে কাঁচা লঙ্কা , লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে কিছুটা খিচুড়ি  অন্য একটি পাত্রে উঠিয়ে  রেখে দিন ।

খিচুড়ির ওপরে সব মসলা দিয়ে মাখানো মাছ বিছিয়ে মাছের ওপরে বাকি  খিচুড়ি দিয়ে  ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচ  কমিয়ে ২০ / ২৫ মিনিট দমে রান্না করুন।

খিচুড়ি হয়ে গেলে গ্যাস থেকে  নামিয়ে নিন।

তৈরি  হয়ে গেল মজাদার ইলিশ খিচুড়ি ।

বেরেস্তা ছড়িয়ে  গরম  গরম পরিবেশন করুন ইলিশ খিচুড়ি

মাটন খিচুড়ি

 

উপকরণ

  • মাটন ৫০০ গ্রাম
  • ভাজা মুগডাল ২০০ গ্রাম
  • বাসমতী চাল / গোবিন্দ ভোগ চাল ৫০০ গ্রাম
  • মসুর ডাল ২০০ গ্রাম
  • সর্ষের তেল
  • শুকনো লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচ
  • আদা বাটা ২ টেবিল চামচ
  • ছোট এলাচ ৮টি
  • জিরেবাটা ১ চা চামচ
  • কাঁচা লঙ্কা
  • পেঁয়াজ কুচি এক কাপ
  • হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
  • রসুন বাটা ১ চা চামচ
  • দারচিনি ৮
  • গরম মশলার গুঁড়ো
  • ঘি ৪ টেবিল চামচ
  • আদা কুচি ১ টেবিল চামচ
  • তেজপাতা
  • বেরেস্তা আধা কাপ
  • লবঙ্গ
  • টকদই আধা কাপ

প্রণালী

মাটন ভালো করে ধুয়ে  পেঁয়াজ কুচি, আধা কাপ তেল, শুকনো লঙ্কা গুঁড়ো  ১ চা চামচ, হলুদ গুঁড়ো , নুন , আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও টক দই দিয়ে মাংস মেখে  ১ ঘণ্টা রেখে দিন।

 

এবার কড়াইতে গোটা গরম মশলা ও তেজপাতা  ফোড়ন দিয়ে  ম্যারিনেট করা মাংস  কষতে দিন ।

১০ / ১৫ মিনিট পর গরম জল  দিয়ে ঢেকে দিন ।

 

মাংস সেদ্ধ হলে  গরম মশলা গুঁড়ো  দিয়ে দিন ।

ঝোল শুকিয়ে এলে  মাংস  নামিয়ে নিন ।

এবার  কড়াই / হাঁড়িতে  তেল গরম করে আদা কুচি ও পেঁয়াজ কুচি ভেজে তেজপাতা, গোটা  গরম মশলা  ফোড়ন দিন ।

চাল-ডাল ভেজে এর মধ্যে জল  দিয়ে ঢেকে দিন।

 

খিচুড়ির  জল ফুটে উঠলে গ্যাসের আঁচ মিডিয়াম  করে দিন।

ডাল সেদ্ধ হয়ে এলে  রান্না করা মাংস দিয়ে  দিন।

খিচুড়ির ওপরে কাঁচা লঙ্কা ,  ঘি ও বেরেস্তা ছড়িয়ে ঢাকা দিয়ে  দমে দিন।

খিচুড়ি হয়ে গেলে  নামিয়ে নিন।

তৈরি হয়ে গেল খুবই টেস্টি  মাটন  খিচুড়ি ।

গরম গরম   পরিবেশন করুন মাটন খিচুড়ি

 ভুনা খিচুড়ি

 

 

 

উপকরণ

  • গোবিন্দ ভোগ চাল ৪ কাপ
  • ভাজা মুগ ডাল ২ কাপ
  • আদা  কুচি ১ টেবিল চামচ
  • বেরেস্তা ৪ টেবিল চামচ
  • কাঁচা লঙ্কা
  • তেজপাতা ২টি
  • দারচিনি
  • ছোট এলাচ
  • ছোট এলাচ ৪টি
  • লবঙ্গ ৪টি
  • নুন
  • চিনি আধা চা চামচ
  • হলুদ আধা চা চামচ
  • সর্ষের তেল
  • ঘি
  • কাজু
  • কিসমিস

 

প্রণালী

চাল, ডাল ধুয়ে কিছুক্ষণ জলে  ভিজিয়ে রেখে দিন।

এবার তেল, ঘি, একসঙ্গে গরম করে গোটা গরম মশলা , তেজপাতা  ও গোটা শুকনোলঙ্কা   ফোড়ন দিন ।

পেঁয়াজ কুচি দিয়ে ভেজে  চাল-ডাল দিয়ে  ৮ থেকে ১০ মিনিট ভেজে  নিন ।

 

নুন ,  হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম জল  দিয়ে ঢেকে দিন।

ফুটে উঠলে গ্যাসের আঁচ কমিয়ে দিন ।

খিচুড়ির জল  কমে গেলে চিনি, ঘি , কাজু , কিসমিস ,   কাঁচা লঙ্কা , কিছু বেরেস্তা দিয়ে ২০ / ২৫ মিনিট দমে  রান্না করুন ।

তৈরি সুস্বাদু ভুনা খিচুড়ি ।

গরম গরম বেগুন ভাজার সাথে পরিবেশন করুন ভুনা খিচুড়ি

 পাঁচ মিশালি ডালের খিচুড়ি

 

 

উপকরণ

 

  • গোবিন্দ ভোগ চাল ২ কাপ
  • মসুর ডাল
  • ভাজা মুগ ডাল
  • ভাজা মাষকলাই ডাল
  • বিউলির ডাল
  • ছোলার ডাল
  • কাঁচা লঙ্কা
  • রসুনের কোয়া ৮-১০টি
  • আদাবাটা ২ চা চামচ
  • হলুদ গুঁড়ো ১ চা চামচ
  • শুকনা লঙ্কা  গুঁড়া আধ চা চামচ
  • তেজপাতা ৪টি
  • দারচিনি
  • ছোট এলাচ
  • নুন
  • সর্ষের তেল
  • ঘি ২ টেবিল চামচ
  • বেরেস্তা ৩ টেবিল চামচ

 প্রণালী

চাল-ডাল ধুয়ে   পরিষ্কার জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।

 

একটি কড়াই  /  হাঁড়িতে  তেল  দিয়ে  গোটা গরম মশলা  , তেজপাতা ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিন ।

ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে ভাজুন ।

আদা বাটা , গোটা রসুনের কয়া , জিরে গুঁড়ো , হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে উষ্ণ গরম জল দিয়ে  ঢেকে  দিন ।

 

গ্যাসের আঁচ কমিয়ে রাখুন ।

মাঝে মাঝে নেড়ে দিন, যাতে হাঁড়ির তলায় না লাগে।

চাল ও ডাল সেদ্ধ হয়ে  এলে ঘি, কাঁচা লঙ্কা ও  বেরেস্তা  ছড়িয়ে  আবার ঢাকনা   দিয়ে   দিন  ১০ মিনিটের  জন্য ।

তৈরি  হয়ে গেল পাঁচ মিশালি ডালের খিচুড়ি ।

ইলিশ মাছ  ভাজা  দিয়ে গরম গরম পরিবেশন করুন পাঁচ মিশালি ডালের খিচুড়ি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

জুলাইয়ের মধ্যে প্রথম এলসিএ মার্ক-১এ যুদ্ধবিমান পাবে ভারতীয় বায়ুসেনা, আরও অর্ডার পাচ্ছে হ্যাল

নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনা এই বছরের জুলাইয়ের মধ্যে দেশের প্রথম এলসিএ...

মুম্বই হোর্ডিং বিপর্যয়: অবৈধ বিলবোর্ডের মালিক উদয়পুরে গ্রেফতার

ডেস্ক: মুম্বইয়ের অবৈধ বিলবোর্ডের মালিক ভবেশ ভিড়ে ধরা পড়লেন।...

Adhir Chowdhury meets Mukul Roy: দাদা কেমন আছেন? মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী

মুকুল রায়কে দেখতে কাঁচরাপাড়ার বাড়িতে হাজির কংগ্রেস নেতা অধীর...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

জুলাইয়ের মধ্যে প্রথম এলসিএ মার্ক-১এ যুদ্ধবিমান পাবে ভারতীয় বায়ুসেনা, আরও অর্ডার পাচ্ছে হ্যাল

নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনা এই বছরের জুলাইয়ের মধ্যে দেশের প্রথম এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমান পাবে বলে আশা করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতীয় বায়ুসেনার কাছে এই বিমানটি হস্তান্তরের আশা করা হয়েছিল, কিন্তু প্রযুক্তিগত কারণে এটি কিছুটা বিলম্বিত হয়ে যায়। জুলাইয়ের মধ্যে হস্তান্তরের আশা ভারতীয় বায়ুসেনা এবং পাবলিক সেক্টর...

মুম্বই হোর্ডিং বিপর্যয়: অবৈধ বিলবোর্ডের মালিক উদয়পুরে গ্রেফতার

ডেস্ক: মুম্বইয়ের অবৈধ বিলবোর্ডের মালিক ভবেশ ভিড়ে ধরা পড়লেন। তাঁরই কোম্পানি ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেডের বিশাল অবৈধ বিলবোর্ড ভেঙে পড়ে মুম্বইয়ের প্রাণ হারান ১৬ জন। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা বৃহস্পতিবার উদয়পুরে ভবেশ ভিড়েকে গ্রেফতার করে। তাঁকে মুম্বই নিয়ে আসা হচ্ছে। গত সোমবার প্রবল ঝড়ে ঘাটকোপারে...

Adhir Chowdhury meets Mukul Roy: দাদা কেমন আছেন? মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী

মুকুল রায়কে দেখতে কাঁচরাপাড়ার বাড়িতে হাজির কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বৃহস্পতিবার অধীর চৌধুরী গিয়েছিলেন ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের প্রচারে। আর সেখানে এসে একবার কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে ঘুরে গেলেন অধীর। তবে সূত্রের খবর এদিন এটা ছিল নেহাতই বর্ষীয়ান নেতার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার জন্য...

Israel vs Palestine conflict: ফিলিস্তিন পাবে বড় মর্যাদা, স্বাধীন রাষ্ট্র গঠনে তৎপর আরব বিশ্ব! ইসরায়েলের সর্বনাশ

  Israel vs Palestine conflict: ফিলিস্তিনের ভাগ্য ফিরতে হয়ত আর বেশি দেরি নেই। আরব দেশগুলো জোট বাঁধছে ফিলিস্তিনের হয়ে। গাজা ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েল হারাতে চলেছে বড় সাপোর্ট। একদিকে গাজায় যেমন ফিলিস্তিনিরা তাদের সর্বস্ব হারাচ্ছে, আবার ঘুরপথে এই গাজাই ফিলিস্তিনকে এনে দিতে পারে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা। কথাটা...

Malda News: খুব সাবধান! বাজ পড়ে ১১জনের মৃত্যু, ভয়াবহ কাণ্ড মালদায়, ঘরে ঘরে কান্নার রোল!

একজন দুজন নয়, একেবারে ১১জনের মৃত্যু বজ্রপাতে। মালদায় একেবারে মর্মান্তিক ঘটনা। একের পর এক ব্যক্তির মৃত্যু বজ্রাঘাতে।  বৃহস্পতিবার দুপুরে আচমকাই ঝড় বৃষ্টি শুরু হয় মালদায়। এদিকে মালদা মানেই আমের জেলা। আর ঝড় বৃষ্টি মানেই আম পড়ে টপাটপ।সেই ঝড় বৃষ্টির মধ্য়েই আম কুড়োতে গিয়েছিল কয়েকজন। কিন্তু...

Narendrapur Ramakrishna Mission in HS: স্ক্রুটিনির পরে উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় নরেন্দ্রপুরের আরও ৪ জন, সবমিলিয়ে ১০!

এমনিতেই দুর্দান্ত রেজাল্ট হয়েছিল। স্ক্রুটিনির রেজাল্টের পরে উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় জায়গা করে নিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আরও চারজন পড়ুয়া। প্রাথমিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় ছয়জন ছিলেন। স্ক্রুনিটির পরে মেধাতালিকায় মোট ১০ জন জায়গা করে নিলেন। একজন দ্বিতীয় হয়েছেন। ষষ্ঠ স্থান অধিকার করেছেন একজন। অষ্টম স্থানে...

Matua infighting: শান্তনুর বিরুদ্ধে অনশনে অসুস্থ মমতাবালার মেয়ে, শুনছেন না ডাক্তারদের কথা

বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পৈতৃক ভিটেবাড়ি থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করার অভিযোগ তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। এরপরেই ভিটে বাড়ি ফেরত পেতে সোমবার সকাল থেকে শান্তনুর বিরুদ্ধে প্রয়াত বীণাপাণি দেবীর ঘরের বাইরে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন শুরু করেছেন মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা...

BJP leader beaten: চলন্ত বাইক থেকে ফেলে শুভেন্দুকে মারধর, কাঠগড়ায় ঘাসফুল, ‘এসব নাটক’ দাবি TMC-র

লোকসভা নির্বাচনের মধ্যেই কেশপুরে আবারও আক্রান্ত বিজেপি। এবার বিজেপির মণ্ডল সভাপতিকে চলন্ত বাইক থেকে ফেলে ব্যাপক মারধর করার অভিযোগ উঠল। ঘটনায় গুরুতর আহত হয়েছেন মণ্ডল সভাপতি শুভেন্দু সামন্ত। অভিযোগ, মাথায় পিস্তল ঠেকিয়ে ভয় দেখানোর পাশাপাশি বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। গুরুতর আহত...

Prostate operation in five minutes: জলীয় বাষ্পের সাহায্যে ৫ মিনিটে প্রস্টেটের অপারেশন, নজির গড়ল NRS

কোনওরকমের কাটাছেঁড়া ছাড়াই একেবারে অভিনব পদ্ধতিতে প্রস্টেটের অস্ত্রোপচার করে নজির গড়ল কলকাতার এনআরএস হাসপাতাল। আর এই অস্ত্রোপচার হয়েছে মাত্র ৫ মিনিটে। এই সম্পূর্ণ অস্ত্রোপচার করা হয়েছে জলীয় বাষ্প বা স্টিমের সাহায্যে। চিকিৎসকদের পরিভাষায় এই পদ্ধতির নাম হল ‘ওয়াটার ভেপার থেরাপি’। হাসপাতালের দাবি, দেশের সরকারি...

Attack on police: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বিবাদ, মেটাতে গিয়ে আক্রান্ত ৭ পুলিশকর্মী, ঝরল রক্ত

বিবাহ বহির্ভূত সম্পর্ক। তাই নিয়ে দুই পরিবারের মধ্যে চলছিল বিবাদ। আর সেই বিবাদ মেটাতে গিয়ে অগ্নিগর্ভ হয়ে উঠল এলাকা। ক্ষুব্ধ গ্রামবাসীদের রোষের মুখে পড়ল পুলিশ। উত্তেজিত জনতা পুলিশকে বাঁশ, লাঠি, ইট-পাথর দিয়ে হামলা চালাল। তাতে ঝরল রক্ত। ঘটনায় ৭ জন পুলিশ কর্মী আহত হয়েছেন।...

Israel-Hamas War: হামাসকে সুস্থ করছে তুরস্ক! লণ্ডভণ্ড গাজা, ভয় পাচ্ছে জাতিসংঘ

  Israel-Hamas War: ফিলিস্তিনিদের পাশে শক্ত হাতে দাঁড়াল তুরস্ক। তুরস্কের মাটিতে চিকিৎসা চলছে ফিলিস্তিনি যোদ্ধাদের। যাকে কেন্দ্র করে, গোটা বিশ্বজুড়ে হৈচৈ। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যা বললেন শুনে অবাক হয়ে যাবেন। তাহলে কি, তুরস্কেই গা ঢাকা দিয়ে রয়েছে আহত হামাস সেনারা? তলে তলে হামাসের শক্তি জোগাচ্ছে তুরস্ক? তুরস্ক...

দেবাশিস সেনের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ, মামলার পর্যবেক্ষণে যা বলল হাইকোর্ট

সরকারি জায়গা দেওয়া নিয়ে স্বজন পোষনের অভিযোগ উঠল নিউটাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটির (এনকেডিএ) প্রাক্তন চেয়ারম্যান দেবাশিস সেনের বিরুদ্ধে। এই মামলার অভিযোগ শুনে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মন্তব্য করেন, 'অভিযোগ ২০ শতাংশ সত্যি হলে তা যথেষ্ট গুরুতর।'মামলাকারীর অভিযোগ, মেলা ও দুর্গাপুজো করার জন্য বিধিভঙ্গ করে...