HomeআপডেটCM Mamata Banerjee: পঞ্চায়েত...

CM Mamata Banerjee: পঞ্চায়েত দফতর নিয়ে অভিযোগের পাহাড়! কোন পথে সমাধান ছকে দিলেন মুখ্যমন্ত্রী

দিদির দূতেরা যেখানেই গিয়েছেন সেখানেই সবচেয়ে বেশি অভিযোগ এসেছে পঞ্চায়েত দফতর নিয়ে। পঞ্চায়েত ভোটের আগে এই অভিযোগের পাহাড় দেখে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ১৫টি দফতরের সচিবদের নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। সেই বৈঠকে ‘দিদির দূত’ কর্মসূচির মাধ্যমে উঠে আসা বিভিন্ন অভিযোগ নিয়ে দফতরের সচিবদের সঙ্গে কথা বলেন। সেই বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা, অভিযোগ নিষ্পত্তিতে কোনও রকম ঢিলেমি দেওয়া যাবে না।

নবান্ন সূত্রে খবর, পঞ্চায়েত দফতরের অধিনে থাকা আবাস যোজনা, রাস্তা তৈরি-সহ নানা ক্ষেত্রে প্রচুর অভিযোগ জমা পড়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও প্রচুর অভিযোগ এসেছে ‘দিদির দূত’দের কাছে। অভিযোগ এসেছে নারী ও শিশু কল্যাণ দফতরের বিভিন্ন প্রকল্প নিয়েও।

আরও পডুন: মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে, নবান্নের বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী এই সব অভিযোগের দ্রুত নিষ্পত্তি চেয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে তিনি অধিকাংশ অভিযোগের নিষ্পতি চান। নবান্ন সূত্রে খবর, কী ভাবে দ্রুত নিষ্পত্তি সম্ভব তার রাস্তাও বাতলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ জন্য বিভিন্ন দফতরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে।

অভিযোগ নিষ্পত্তির জন্য সিএএমও-র তরফে একটি পোর্টাল করা হবে। সেই পোর্টালে মাধ্যমে অভিযোগের নিষ্পত্তি করা হবে। এর সঙ্গে যে দফতরগুলির প্রকল্পকে কেন্দ্র করে অভিযোগ এসেছে, সেই অভিযোগগুলি নিষ্পত্তি ও নজরদারির জন্য পৃথক পৃথক টাস্ক ফোর্স করবে দফতরগুলি। তারাই নজরদারি রাখবে অভিযোগের কতটা নিষ্পত্তি হচ্ছে। সেই সংক্রান্ত সমস্ত তথ্য পোর্টালে আপডেট করা হবে। শুধু ‘দিদির দূত’ অন্য গ্রিভ্যান্স সেলে যে অভিযোগ এসেছে তাও নিষ্পত্তিতে উদ্যোগ নেবে দফতরগুলি।

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

SSC Scam: সুবীরেশদের বিচার শুরুর অনুমতি দেওয়ার ক্ষমতা কার? মুখ্যসচিবকে জানাতে বলল আদালত

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি...

পোষ্য নিয়ে রবীন্দ্র সরোবরে ঢোকা নিষিদ্ধ, কড়া নিষেধাজ্ঞা জারি করল কেএমডিএ

রবীন্দ্র সরোবরে পোষ্য নিয়ে ঢোকায় এবার নিষেধাজ্ঞা জারি...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

HS 2024 Topper List: প্রথম আলিপুরদুয়ারের অভীক, দ্বিতীয় রামকৃষ্ণ মিশনের- উচ্চমাধ্যমিকে সেরা তিনে কারা?

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এখনও ফলপ্রকাশ প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হয়নি। আপাতত সাংবাদিক বৈঠক করে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা ঘোষণা করছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদের তরফে জানানো হয়েছে, এবার ৬৯ তম দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হল। এবার পাশের হার...

SSC Scam: সুবীরেশদের বিচার শুরুর অনুমতি দেওয়ার ক্ষমতা কার? মুখ্যসচিবকে জানাতে বলল আদালত

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি কে দেবেন তা নিয়ে আদালতে ধোঁয়াশা জারি রইল বুধবারও। এদিন বিচারপতি জয়মাল্য বাগচী এব্যাপারে মুখ্যসচিব বিপি গোপালিকার মত জানতে চেয়েছেন। এব্যাপারে আইন কী বলছে তা রাজ্যকে আদালতে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।আরও পড়ুন: মাঝ আকাশে...

WB Uchha Madhyamik Full Merit List: ৪৯৬ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম অভীক, প্রথম দশে আরও ৫৭ জন, একনজরে মেধাতালিকা

এবারের উচ্চমাধ্যমিকে প্রায় ৮ লাখ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পরীক্ষায় পাশের হার ছিল ৮৯.৯৯ শতাংশ। তার মধ্যে ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২২.৩৮ শতাংশ, ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮.৪৭ শতাংশ। আর প্রথম দশে স্থান পেয়েছেন ১৫ জেলার...

পোষ্য নিয়ে রবীন্দ্র সরোবরে ঢোকা নিষিদ্ধ, কড়া নিষেধাজ্ঞা জারি করল কেএমডিএ

রবীন্দ্র সরোবরে পোষ্য নিয়ে ঢোকায় এবার নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। এই বিষয়টি সামনে আসে যখন দেখা যায় লেকের গেটে লাগানো হয়েছে পোস্টার। রবীন্দ্র সরোবরের একাধিক গেটে পোস্টার দেওয়া হয়েছে কেএমডিএ’র পক্ষ থেকে। প্রাতঃভ্রমণকারীরা এবং যাঁরা এখানে ঘুরতে আসবেন তাঁদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা...

HS Result 2024: রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ উচ্চমাধ্যমিকে দ্বিতীয়, কী হতে চান? কতক্ষণ পড়াশোনা?

মাধ্যমিকে প্রথম দশে ছিলেন না সৌম্যদীপ সাহা। তবে উচ্চমাধ্য়মিকে সেই সৌম্যদীপই এবার একেবারে দ্বিতীয়। প্রাপ্ত নম্বর ৪৯৫। ৯৯ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে সে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের( আবাসিক) ছাত্র সে। বারাসত কে এস রোড বরিশাল কলোনির বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরেই সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে...

‘‌আগামীদিনে তোমরা আরও সফল হবে’‌, উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই শুভেচ্ছা মমতার

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। এই আবহে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বছর উচ্চমাধ্যমিক পাশের হারে এগিয়ে ছেলেরা। ছেলেদের পাশের হার ৯২.৩২ শতাংশ। মেয়েদের...

HS 1st Avik Das: ‘মুখস্থ করে কিছু হবে না!’ উচ্চমাধ্যমিকে কীভাবে সফল? রহস্য জানালেন ফার্স্ট বয় অভীক

অভীক দাস। এবার রাজ্য়ের মধ্য়ে উচ্চমাধ্যমিকে সবার সেরা সে। একেবারে ফার্স্ট হয়েছে অভীক। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। মানে শতাংশের হিসাবে সে ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। কিন্তু অনেকেরই আগ্রহ রয়েছে এই যে মেধাতালিকায় যে সমস্ত ছাত্রছাত্রীরা স্থান পায় তারা কীভাবে পড়াশোনা করেন?সেই রহস্যটাই জানিয়েছে উচ্চমাধ্য়মিকের ফার্স্ট...

Check HS Result 2024 Online: অনলাইনে বেরোল উচ্চমাধ্যমিকের রেজাল্ট! এখান থেকেই এক ক্লিকে দেখে নিন নিজের নম্বর

কাঁটায়-কাঁটায় দুপুর ৩ টে বেজেছে- ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এতদিন ধরে যে মুহূর্তের অপেক্ষায় ছিলেন পড়ুয়ারা, সেটা এসে গিয়েছে। এখন থেকে অনলাইনে 'হিন্দুস্তান টাইমস বাংলা'-য় এসে সরাসরি উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। যাঁরা উচ্চমাধ্যমিকের রেজাল্টের জন্য 'হিন্দুস্তান টাইমস বাংলা'-য় আগেভাগেই নাম নথিভুক্ত...

HS Result 2024: উচ্চমাধ্যমিকে রাজ্য় প্রথম আলিপুরদুয়ারের অভীক, বই-প্রেমেই বাজিমাত, ভবিষ্যতে কী হবে?

উচ্চমাধ্যমিকে প্রথম অভীক দাস। মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও উত্তরবঙ্গের জয়জয়কার। অভীক আলিপুর ম্যাক উইলিয়াম হাই স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।অভীকের বাবা বলেন, ছেলেকে সেভাবে সময় দিতে পারিনি। কয়েকজন গৃহশিক্ষক ছিলেন। নিট, জয়েন্টের জন্য় প্রস্তুতি নিয়েছে। অনেক রেফারেন্স বই পড়ত। গবেষণা করতে চায়। বিজ্ঞানী হতে...

বুধবার থেকে বাংলাদেশ সফরে ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা

ডেস্ক: ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা আজ বুধবার বাংলাদেশ সফরে যাচ্ছেন। দুটি দেশের পারস্পরিক সম্পর্ক ঝালিয়ে নেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। এ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফর নিয়ে তিনি কথাবার্তা বলবেন। বিদেশসচিবের ঘনিষ্ঠদের সূত্রে এই খবর জানা গিয়েছে।   দু’ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন...

বিশ্ববিদ্যালয়গুলির স্বশাসন বনাম সরকারের নির্দেশিকা নিয়ে জট, গুঞ্জন শুরু সর্বত্র

একের পর এক মামলা চলছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নানা বিষয় নিয়ে আইনি লড়াই চলছে আদালতে। এই মামলার খরচ কীভাবে করা হবে সেটা নিয়ে এবার কার্যত নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা দফতর। ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের যে কোনও মামলা লড়ার ক্ষেত্রে সরকারি আইনজীবী প্যানেল...

HS Exam 2025 Full Routine: ২০২৫ সালেই ‘শেষ’ উচ্চমাধ্যমিক! আগামী বছর কবে কোন পরীক্ষা? দেখে নিন পুরো রুটিন

আগামী বছর উচ্চমাধ্যমিকের মাধ্যমে একটা যুগের অবসান হতে চলেছে। কারণ এখন যেভাবে উচ্চমাধ্যমিক হয়, সেরকমভাবে পশ্চিমবঙ্গের শেষ দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে ২০২৫ সালে। ২০২৬ সাল থেকে সেমেস্টার প্রক্রিয়ার মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। এবার যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে, তারা নয়া সেমেস্টার ব্যবস্থার আওতায় একাদশ...