HomeখেলাধুলোIIPL 2023: দলে রয়েছেন...

IIPL 2023: দলে রয়েছেন দুই গেমচেঞ্জিং অলরাউন্ডার, চলতি মরসুমে নজর কাড়তে পারেন পাঁচ মুম্বই তারকা

মুম্বই: টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডাররা যে কোনও দলেরই সম্পদ। আইপিএলের (IPL 2023) সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্সেরও পাঁচ খেতাব জয়ের অন্যতম প্রধান কারণ হল দলের অলরাউন্ডাররা। হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, কায়রন পোলার্ড দীর্ঘদিন নিজেদের অলরাউন্ড দক্ষতায় মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) একের পর এক ম্যাচ জিতিয়েছেন। পাণ্ড্য ভাইরা মুম্বই ছেড়েছেন, গত মরসুমে পোলার্ডের ব্যাট চলেনি, মুম্বইয়ের পারফরম্যান্সেও তাঁর সরাসরি প্রভাব ফেলে। লিগ তালিকায় সবার নীচে শেষ করেন পল্টনরা।

  

অজিদের প্রতি আস্থা

নতুন মরসুমে আবারও নতুন উদ্যমে মাঠে নামতে চলেছে মুম্বই। পোলার্ড, পাণ্ড্যদের অধ্যায় পেরিয়ে মুম্বই আবার নিজেদের দলকে ঢেলে সাজিয়েছে। ফের একবার সাফল্যের লক্ষ্যে দুই তরুণ অলরাউন্ডারই কিন্তু মুম্বইয়ের বড় ভরসা হতে চলেছেন। কারা তাঁরা? তাঁরা হলেন দুই অজি তারকা টিম ডেভিড (Tim David)

ও ক্যামেরন গ্রিন (Cameron Green)।

গ্রিনকে ১৭.৫ কোটি টাকার বিরাট মূল্যে দলে নিয়েছে মুম্বই। এত বিরাট দরে অজি তারকাকে দলে নেওয়ার মধ্যে দিয়েই মুম্বই ম্যানেজমেন্ট বুঝিয়ে দিয়েছে তাঁরা গ্রিনের দক্ষতার প্রতি তাঁদের ঠিক কতটা আস্থা রয়েছে। ব্যাট হাতে তো লম্বা লম্বা ছক্কা হাঁকাতে পারেনই, পাশাপাশি ১৪০ কিমির অধিক গতিতে বল করতেও দক্ষ গ্রিন। তিনি গত ভারত সফরে বেশ প্রভাবিতও করেছিলেন। এবারই প্রথম আইপিএল খেলতে নামা গ্রিন নিজের তরুণ আন্তর্জাতিক কেরিয়ারে কিন্তু বেশ প্রভাবিতই করেছেন।

জাতীয় দলের হয়ে আট ম্যাটে ১৭৩.৭৫ স্ট্রাইক রেটে গ্রিন ১৩৯ রান করেছেন, উইকেট নিয়েছেন নয়টি। অপরদিকে, টিম ডেভিড গত মরসুমে আইপিএল খেলতে নেমে ৩৭-র অধিক গড় ও ২১৬.২৮-র স্ট্রাইক রেটে ১৮৬ রান করেছিলেন। তাঁর দক্ষতার পরিচয় দেওয়ার জন্য এই পরিসংখ্যান কিন্তু যথেষ্ট। অপরদিকে, গত মরসুমে সীমিত সুযোগ পেলেও কুমার কার্তিকেয়া কিন্তু বেশ নজর কেড়েছিলেন। ঘরোয়া ক্রিকেটে কার্তিকেয়ার পারফরম্যান্স বেশ ভাল। এই স্পিনার কিন্তু বড় বড় ব্যাটারদের বেগ দিতে পারেন।

গতবার মুম্বইয়ের হতাশাজনক মরসুমে আশার আলো বলতে ছিল তরুণ তুর্কি তিলক ভার্মার (Tilak Verma) ব্যাটিং। মুম্বইয়ের হয়ে গত মরসুমে তিনিই সর্বাধিক রান করেছিলেন। ১৪ ম্যাচে ১৩১.০২ স্ট্রাইক রেটে তিনি মোট ৩৯৭ রান করেছিলেন। মুম্বইয়ের টপ অর্ডারের বড় ভরসা হতে পারেন তিনি। সবার শেষে যার নাম না বললেই নয়, তিনি হলেন জোফ্রা আর্চার (Jofra Archer)। গত মরসুমে তাঁকে আট কোটি টাকায় দলে নিলেও চোটের কারণে খেলতে পারেননি ইংল্যান্ড তারকা। তবে এ মরসুমে তিনি মাঠে নামার জন্য প্রস্তুত।

গেমচেঞ্জার আর্চার

ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার আর্চার বল হাতে নিজের গতির আগুনে প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপকে ছারখার করে দিতে পারেন। এ মরসুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে যশপ্রীত বুমরা নেই, তাই আর্চারের কাঁধে বাড়তি দায়িত্ব থাকবে। আর্চার আইপিএলে ৩৫ ম্যাচ খেলে ইতিমধ্যেই ৪৬ উইকেট নিয়ে ফেলেছেন। তাঁর বোলিং গড় মাত্র ২১.৩৩, ইকোনমি ৭.১৩। বল হাতে তো বটেই আর্চার লোয়ার অর্ডারে ব্য়াট হাতেও কিন্তু আর্চার বেশ কার্যকরী হয়ে উঠতে পারেন। ব্যাট হাতে আইপিএলে আর্চারের ১৫৭.১৬ স্ট্রাইক রেট তাঁর ব্যাটিং দক্ষতারই পরিচয়বাহক। এই তারকারা যদি নিজেদের দক্ষতা অনুযায়ী পারফর্ম করতে পারেন, তাহলে কিন্তু মুম্বই সমর্থকরা আসন্ন মরসুম নিয়ে আশায় বুক বাঁধতেই পারেন।

আরও পড়ুন: ৪১-এও রেকর্ড গড়ার হাতছানি মহেন্দ্র সিংহ ধোনির সামনে

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

HS 10th rank: মাধ্যমিকের পর HS-এও দশম হলেন তমলুকের তন্নিষ্ঠা, স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া

মাধ্যমিকে দশম হয়েছিলেন। উচ্চমাধ্যমিকেও সেই স্থান ধরে রাখলেন...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

BSF Firing: গরুপাচারের জন্য কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা, BSFএর গুলিতে নিহত ২ বাংলাদেশি

দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ার ভারত - বাংলাদেশ সীমান্ত থেকে ২ বাংলাদেশির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে অনুমান। বুধবার সকালে ফাঁসিদেওয়ার ভারত -বাংলাদেশ সীমান্তের ফকিরপাড়া এলাকায় সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে দুই বাংলাদেশির মৃত্যুর...

Sandeshkhali latest Update: মাঝরাতে রেপ? কিছুই হয়নি, মিথ্যে বুঝিয়ে সই করিয়েছিল, সন্দেশখালিকাণ্ডে বিস্ফোরক মহিলা

সন্দেশখালিকাণ্ড কি বুমেরাং হয়ে ফিরছে বিজেপির দিকে? যেভাবে একের পর এক অভিযোগ সামনে আসছে তাতে ক্রমেই অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের। সন্দেশখালির এক মহিলা সংবাদমাধ্য়মের ক্যামেরার সামনে দাবি করেছেন, ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগে সই করিয়ে নেওয়া হয়েছে। ধর্ষণের সাজানো কথা বলানো হয়েছিল। সবটাই ভুল বুঝিয়ে করানো হয়েছিল।...

Kolkata Municipal Corporation: ১০০ মিমি বৃষ্টি হলেও দ্রুত নামবে জল, কত সময় লাগবে? জানিয়ে দিল কলকাতা পুরসভা

বর্ষা এলেই জলমগ্ন হয়ে ওঠে কলকাতার বিভিন্ন প্রান্ত। কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর অবধি জল জমে। অনেক ক্ষেত্রেই আবার কয়েকদিন ধরে জল জমে থাকতে দেখা যায়। তবে এবার আর তা হবে না। এবার ১০০ মিলিমিটার অবধি বৃষ্টি হলেও ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে...

HS 10th rank: মাধ্যমিকের পর HS-এও দশম হলেন তমলুকের তন্নিষ্ঠা, স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া

মাধ্যমিকে দশম হয়েছিলেন। উচ্চমাধ্যমিকেও সেই স্থান ধরে রাখলেন তমলুকের বাসিন্দা তন্নিষ্ঠা দাস। উচ্চমাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৭। তমলুকের বাসিন্দা হলেও মাধ্যমিকের পরে কলকাতার স্কুলে ভরতি হয়েছিলেন তন্নিষ্ঠা। কলকাতা থেকে পড়াশোনা করেই উচ্চমাধ্যমিকে দশম হয়েছে। তাঁর সাফল্যে বেজায় খুশি তাঁর পরিবারের সদস্যরা। একইসঙ্গে ভবিষ্যতে তিনি...

‘‌আমি নৃত্য শিল্পী হতে চাই’, চেনা ছকের বাইরে গিয়ে জানালেন পঞ্চম স্থানের সুস্বাতী

ভাল ফল বা র‌্যাঙ্ক করলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে তার কোনও মানে নেই। আজ এই বিষয়টি বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠল উচ্চমাধ্যমিক ফলপ্রকাশের পর। কারণ বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হতেই দেখা যায়, পঞ্চম স্থান অধিকার করেছে বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী সুস্বাতী কুণ্ডু। মেধাতালিকায়...

HS 2024 Topper List: প্রথম আলিপুরদুয়ারের অভীক, দ্বিতীয় রামকৃষ্ণ মিশনের- উচ্চমাধ্যমিকে সেরা তিনে কারা?

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এখনও ফলপ্রকাশ প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হয়নি। আপাতত সাংবাদিক বৈঠক করে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা ঘোষণা করছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদের তরফে জানানো হয়েছে, এবার ৬৯ তম দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হল। এবার পাশের হার...

SSC Scam: সুবীরেশদের বিচার শুরুর অনুমতি দেওয়ার ক্ষমতা কার? মুখ্যসচিবকে জানাতে বলল আদালত

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি কে দেবেন তা নিয়ে আদালতে ধোঁয়াশা জারি রইল বুধবারও। এদিন বিচারপতি জয়মাল্য বাগচী এব্যাপারে মুখ্যসচিব বিপি গোপালিকার মত জানতে চেয়েছেন। এব্যাপারে আইন কী বলছে তা রাজ্যকে আদালতে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।আরও পড়ুন: মাঝ আকাশে...

WB Uchha Madhyamik Full Merit List: ৪৯৬ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম অভীক, প্রথম দশে আরও ৫৭ জন, একনজরে মেধাতালিকা

এবারের উচ্চমাধ্যমিকে প্রায় ৮ লাখ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পরীক্ষায় পাশের হার ছিল ৮৯.৯৯ শতাংশ। তার মধ্যে ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২২.৩৮ শতাংশ, ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮.৪৭ শতাংশ। আর প্রথম দশে স্থান পেয়েছেন ১৫ জেলার...

পোষ্য নিয়ে রবীন্দ্র সরোবরে ঢোকা নিষিদ্ধ, কড়া নিষেধাজ্ঞা জারি করল কেএমডিএ

রবীন্দ্র সরোবরে পোষ্য নিয়ে ঢোকায় এবার নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। এই বিষয়টি সামনে আসে যখন দেখা যায় লেকের গেটে লাগানো হয়েছে পোস্টার। রবীন্দ্র সরোবরের একাধিক গেটে পোস্টার দেওয়া হয়েছে কেএমডিএ’র পক্ষ থেকে। প্রাতঃভ্রমণকারীরা এবং যাঁরা এখানে ঘুরতে আসবেন তাঁদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা...

HS Result 2024: রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ উচ্চমাধ্যমিকে দ্বিতীয়, কী হতে চান? কতক্ষণ পড়াশোনা?

মাধ্যমিকে প্রথম দশে ছিলেন না সৌম্যদীপ সাহা। তবে উচ্চমাধ্য়মিকে সেই সৌম্যদীপই এবার একেবারে দ্বিতীয়। প্রাপ্ত নম্বর ৪৯৫। ৯৯ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে সে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের( আবাসিক) ছাত্র সে। বারাসত কে এস রোড বরিশাল কলোনির বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরেই সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে...

‘‌আগামীদিনে তোমরা আরও সফল হবে’‌, উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই শুভেচ্ছা মমতার

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। এই আবহে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বছর উচ্চমাধ্যমিক পাশের হারে এগিয়ে ছেলেরা। ছেলেদের পাশের হার ৯২.৩২ শতাংশ। মেয়েদের...

HS 1st Avik Das: ‘মুখস্থ করে কিছু হবে না!’ উচ্চমাধ্যমিকে কীভাবে সফল? রহস্য জানালেন ফার্স্ট বয় অভীক

অভীক দাস। এবার রাজ্য়ের মধ্য়ে উচ্চমাধ্যমিকে সবার সেরা সে। একেবারে ফার্স্ট হয়েছে অভীক। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। মানে শতাংশের হিসাবে সে ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। কিন্তু অনেকেরই আগ্রহ রয়েছে এই যে মেধাতালিকায় যে সমস্ত ছাত্রছাত্রীরা স্থান পায় তারা কীভাবে পড়াশোনা করেন?সেই রহস্যটাই জানিয়েছে উচ্চমাধ্য়মিকের ফার্স্ট...