HomeআপডেটISRO-কে পথ দেখালো যাদবপুরের...

ISRO-কে পথ দেখালো যাদবপুরের এই ৩ জন! বিতর্কের অন্ধকারে চাঁদের আলো


চন্দ্র মিশনে সাফল্যের পথ দেখালেন বিতর্কিত যাদবপুরের ৩ জন। চন্দ্রজয়ের সাফল্যেই এবার জুড়ে গেল সেই যাদবপুরের নাম। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা কারা এই তিন জন? হাজার বিতর্কের মাঝে অন্ধকারে চাঁদের আলো এই তিন প্রাক্তনী শেষে মুখরক্ষা করলেন বলছেন নেটিজেনরাও। গত কয়েকদিন ধরেই যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্ক চরমে।তার মধ্যেই যে খানিকটা শান্তির বাতাস বইয়ে দিলেন এই তিন জন।

স্বপ্নকে বাস্তব করার জন্য সবথেকে বেশি যাঁদের ওপর ভরসা করেছে ইসরো তাঁদের মধ্যে একজন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা অনুজ নন্দী। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক। চন্দ্রযানের ক্যামেরার ডিজাইনিংয়ের কাজ করেছেন। অনুজ নন্দী এই চন্দ্রযান-৩-র ছবি পাঠানোর কারিগরির দায়িত্বে ছিলেন। যাদবপুরে মাস্টার্সে ফাস্ট ক্লাস পেয়েছিলেন এরপর এম টেক এবং পিএইচডি। মাসখানেক আগেই বাড়িতে এসেছিলেন। চন্দ্রযান ৩ উড়ে যাওয়ার পরে বেঙ্গালুরু থেকে ফোনে কথাও হয়েছে পরিবারের সাথে। ৪৯ বছর বয়সী অনুজ এখন গোটা ইসলামপুরের গর্ব। যখন ছেলের কাজের দিকে তাকিয়ে দেশবাসী তখন গর্বে-আনন্দে চোখে জল অনুজের পরিবারের।

চাঁদের মাটিতে যখন ল্যান্ডার নামল। সেইসময় যাতে হার্ড ল্যান্ডিং না হয় বা ল্যান্ডার ভেঙে না পড়ে সেই কাজের দায়িত্ব ছিল যাদবপুরের এক শিক্ষকের হাতে। পালকের মতো চাঁদের মাটিতে নেমে এসেছে চন্দ্রযান ৩ -র ল্যান্ডার ল্যান্ডার আগে দেখেছে যেখানে সেটি নামবে সেখানে কোনও পাথর বা বোল্ডার আছে কিনা। ওই প্রযুক্তির ইমেজিং সংক্রান্ত গবেষণায় অন্যতম দায়িত্বে ছিলেন যাদবপুরের সায়ন চট্টোপাধ্যায়। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক। শেষ পর্যন্ত কোনও প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়নি বিক্রমকে। তাঁর কৃতিত্বও অনান্য সহকর্মীর সাথে সায়নেরও প্রাপ্য।

চন্দ্রযান ৩ মিশনে অন্যতম ভূমিকায় ছিলেন যাদবপুরের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অমিতাভ গুপ্তও। ২০১৯ সাল থেকে কাজ শুরু করেছিলেন যাদবপুরের অমিতাভ গুপ্তরা। ২০২২-এর জুলাই মাসে কাজ শেষ হয় টিমে ছিলেন এক জন পিএইচডির গবেষক তিন জন স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র এবং কয়েক জন বিই ইন্টার্ন চাঁদে পাড়ি দেওয়া বিক্রমের খুঁটিনাটি বুঝে তাঁকে সফলভাবে অবতরণের পিছনে বিরাট ভূমিকা এঁদের। চাঁদের দেশে পাড়ি দিয়েছে ভারত। ভারতীয়রা জানেন কঠিন লড়াইটা জিতে দেখিয়ে দিয়েছেন ইসোররো বিজ্ঞানীরা। আগের মিশন ব্যর্থ হওয়ার পর সহজেই চাঁদের মাটিতে পা রাখতে পারল চন্দ্রযান-৩। সেই নকশা এঁকে দিয়েছেন যাঁরা তাঁদের মধ্যে জ্বলজ্বল করছে এই তিনটে নামও। যতই বিতর্ক হোক। এই তিন সোনার টুকরো ছেলের দৃতিত্ব কোনওদিন ভুলতে পারবে না ভারত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

SSC Scam: সুবীরেশদের বিচার শুরুর অনুমতি দেওয়ার ক্ষমতা কার? মুখ্যসচিবকে জানাতে বলল আদালত

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি...

পোষ্য নিয়ে রবীন্দ্র সরোবরে ঢোকা নিষিদ্ধ, কড়া নিষেধাজ্ঞা জারি করল কেএমডিএ

রবীন্দ্র সরোবরে পোষ্য নিয়ে ঢোকায় এবার নিষেধাজ্ঞা জারি...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

SSC Scam: সুবীরেশদের বিচার শুরুর অনুমতি দেওয়ার ক্ষমতা কার? মুখ্যসচিবকে জানাতে বলল আদালত

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিচারপ্রক্রিয়া শুরুর অনুমতি কে দেবেন তা নিয়ে আদালতে ধোঁয়াশা জারি রইল বুধবারও। এদিন বিচারপতি জয়মাল্য বাগচী এব্যাপারে মুখ্যসচিব বিপি গোপালিকার মত জানতে চেয়েছেন। এব্যাপারে আইন কী বলছে তা রাজ্যকে আদালতে জানাতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।আরও পড়ুন: মাঝ আকাশে...

WB Uchha Madhyamik Full Merit List: ৪৯৬ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম অভীক, প্রথম দশে আরও ৫৭ জন, একনজরে মেধাতালিকা

এবারের উচ্চমাধ্যমিকে প্রায় ৮ লাখ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পরীক্ষায় পাশের হার ছিল ৮৯.৯৯ শতাংশ। তার মধ্যে ৭০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২২.৩৮ শতাংশ, ৮০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৮.৪৭ শতাংশ। আর প্রথম দশে স্থান পেয়েছেন ১৫ জেলার...

পোষ্য নিয়ে রবীন্দ্র সরোবরে ঢোকা নিষিদ্ধ, কড়া নিষেধাজ্ঞা জারি করল কেএমডিএ

রবীন্দ্র সরোবরে পোষ্য নিয়ে ঢোকায় এবার নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। এই বিষয়টি সামনে আসে যখন দেখা যায় লেকের গেটে লাগানো হয়েছে পোস্টার। রবীন্দ্র সরোবরের একাধিক গেটে পোস্টার দেওয়া হয়েছে কেএমডিএ’র পক্ষ থেকে। প্রাতঃভ্রমণকারীরা এবং যাঁরা এখানে ঘুরতে আসবেন তাঁদের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা...

HS Result 2024: রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ উচ্চমাধ্যমিকে দ্বিতীয়, কী হতে চান? কতক্ষণ পড়াশোনা?

মাধ্যমিকে প্রথম দশে ছিলেন না সৌম্যদীপ সাহা। তবে উচ্চমাধ্য়মিকে সেই সৌম্যদীপই এবার একেবারে দ্বিতীয়। প্রাপ্ত নম্বর ৪৯৫। ৯৯ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে সে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের( আবাসিক) ছাত্র সে। বারাসত কে এস রোড বরিশাল কলোনির বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরেই সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে...

‘‌আগামীদিনে তোমরা আরও সফল হবে’‌, উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই শুভেচ্ছা মমতার

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। এই আবহে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বছর উচ্চমাধ্যমিক পাশের হারে এগিয়ে ছেলেরা। ছেলেদের পাশের হার ৯২.৩২ শতাংশ। মেয়েদের...

HS 1st Avik Das: ‘মুখস্থ করে কিছু হবে না!’ উচ্চমাধ্যমিকে কীভাবে সফল? রহস্য জানালেন ফার্স্ট বয় অভীক

অভীক দাস। এবার রাজ্য়ের মধ্য়ে উচ্চমাধ্যমিকে সবার সেরা সে। একেবারে ফার্স্ট হয়েছে অভীক। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। মানে শতাংশের হিসাবে সে ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। কিন্তু অনেকেরই আগ্রহ রয়েছে এই যে মেধাতালিকায় যে সমস্ত ছাত্রছাত্রীরা স্থান পায় তারা কীভাবে পড়াশোনা করেন?সেই রহস্যটাই জানিয়েছে উচ্চমাধ্য়মিকের ফার্স্ট...

Check HS Result 2024 Online: অনলাইনে বেরোল উচ্চমাধ্যমিকের রেজাল্ট! এখান থেকেই এক ক্লিকে দেখে নিন নিজের নম্বর

কাঁটায়-কাঁটায় দুপুর ৩ টে বেজেছে- ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এতদিন ধরে যে মুহূর্তের অপেক্ষায় ছিলেন পড়ুয়ারা, সেটা এসে গিয়েছে। এখন থেকে অনলাইনে 'হিন্দুস্তান টাইমস বাংলা'-য় এসে সরাসরি উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। যাঁরা উচ্চমাধ্যমিকের রেজাল্টের জন্য 'হিন্দুস্তান টাইমস বাংলা'-য় আগেভাগেই নাম নথিভুক্ত...

HS Result 2024: উচ্চমাধ্যমিকে রাজ্য় প্রথম আলিপুরদুয়ারের অভীক, বই-প্রেমেই বাজিমাত, ভবিষ্যতে কী হবে?

উচ্চমাধ্যমিকে প্রথম অভীক দাস। মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও উত্তরবঙ্গের জয়জয়কার। অভীক আলিপুর ম্যাক উইলিয়াম হাই স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।অভীকের বাবা বলেন, ছেলেকে সেভাবে সময় দিতে পারিনি। কয়েকজন গৃহশিক্ষক ছিলেন। নিট, জয়েন্টের জন্য় প্রস্তুতি নিয়েছে। অনেক রেফারেন্স বই পড়ত। গবেষণা করতে চায়। বিজ্ঞানী হতে...

বুধবার থেকে বাংলাদেশ সফরে ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা

ডেস্ক: ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা আজ বুধবার বাংলাদেশ সফরে যাচ্ছেন। দুটি দেশের পারস্পরিক সম্পর্ক ঝালিয়ে নেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। এ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফর নিয়ে তিনি কথাবার্তা বলবেন। বিদেশসচিবের ঘনিষ্ঠদের সূত্রে এই খবর জানা গিয়েছে।   দু’ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন...

বিশ্ববিদ্যালয়গুলির স্বশাসন বনাম সরকারের নির্দেশিকা নিয়ে জট, গুঞ্জন শুরু সর্বত্র

একের পর এক মামলা চলছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নানা বিষয় নিয়ে আইনি লড়াই চলছে আদালতে। এই মামলার খরচ কীভাবে করা হবে সেটা নিয়ে এবার কার্যত নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা দফতর। ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের যে কোনও মামলা লড়ার ক্ষেত্রে সরকারি আইনজীবী প্যানেল...

HS Exam 2025 Full Routine: ২০২৫ সালেই ‘শেষ’ উচ্চমাধ্যমিক! আগামী বছর কবে কোন পরীক্ষা? দেখে নিন পুরো রুটিন

আগামী বছর উচ্চমাধ্যমিকের মাধ্যমে একটা যুগের অবসান হতে চলেছে। কারণ এখন যেভাবে উচ্চমাধ্যমিক হয়, সেরকমভাবে পশ্চিমবঙ্গের শেষ দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে ২০২৫ সালে। ২০২৬ সাল থেকে সেমেস্টার প্রক্রিয়ার মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। এবার যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে, তারা নয়া সেমেস্টার ব্যবস্থার আওতায় একাদশ...

বুধবার থেকে বাংলাদেশ সফরে ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা

ডেস্ক: ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা আজ বুধবার বাংলাদেশ সফরে যাচ্ছেন। দুটি দেশের পারস্পরিক সম্পর্ক ঝালিয়ে নেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। এ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফর নিয়ে তিনি কথাবার্তা বলবেন। বিদেশসচিবের ঘনিষ্ঠদের সূত্রে এই খবর জানা গিয়েছে।   দু’ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন...