HomeআপডেটLocal trains cancelled in...

Local trains cancelled in Sealdah: শুধু শনিবারই ১৩০ লোকাল ট্রেন বাতিল শিয়ালদা লাইনে! কোনগুলি? দেখুন পুরো তালিকা


দমদমে ইন্টারলকিংয়ের কাজের জন্য আগামী শনিবারই (১৬ মার্চ) শিয়ালদা ডিভিশনে ১৩৬টি ট্রেন বাতিল করে দেওয়া হল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে যে শিয়ালদা-নৈহাটি, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-ব্যারাকপুর, শিয়ালদা-হাবড়া, শিয়ালদা-হাসনাবাদ, শিয়ালদা-বারাসত, শিয়ালদা-দত্তপুকুর শাখার লোকাল ট্রেন-সহ সেদিন শিয়ালদা ডিভিশনে মোট ১৩০টি লোকাল ট্রেন বাতিল থাকছে। সবমিলিয়ে শনিবার (১৬ মার্চ) শিয়ালদা ডিভিশনে কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকছে এবং কোন কোন এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে, সেই তালিকা দেখে নিন।

শিয়ালদা-রানাঘাট শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩১৬০১।

২) ডাউন ৩১৬০২।

শিয়ালদা-হাবড়া শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৩৬৫১।

২) আপ ৩৩৬৫৫।

৩) ডাউন ৩৩৬৫২।

৪) ডাউন ৩৩৬৫৬।

শিয়ালদা-হাসনাবাদ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৩৫১৩।

২) আপ ৩৩৫২৭।

৩) ডাউন ৩৩৫৩৪।

৪) ডাউন ৩৩৩২৬।

শিয়ালদা-ডানকুনি শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩২২১১।

২) আপ ৩২২১৫।

৩) আপ ৩২২১৭।

৪) আপ ৩২২১৯।

৫) আপ ৩২২২৩।

৬) আপ ৩২২২৫।

৭) আপ ৩২২২৭।

৮) আপ ৩২২৩১।

৯) আপ ৩২২৩৫।

১০) আপ ৩২২৩৭।

১১) আপ ৩২২৩৯।

১২) আপ ৩২২৪৩।

১৩) আপ ৩২২৪৭।

১৪) ডাউন ৩২২১২।

১৫) ডাউন ৩২২১৬।

১৬) ডাউন ৩২২১৮।

১৭) ডাউন ৩২২২০।

১৮) ডাউন ৩২২২৪।

১৯) ডাউন ৩২২২৬।

২০) ডাউন ৩২২২৮।

২১) ডাউন ৩২২৩২।

২২) ডাউন ৩২২৩৬।

২৩) ডাউন ৩২২৩৮।

২৪) ডাউন ৩২২৪০।

২৫) ডাউন ৩২২৪৬।

২৬) ডাউন ৩২২৫০।

শিয়ালদা-মধ্যমগ্রাম শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৩৪২১।

২) ডাউন ৩৩৪২২।

শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৩৪১১।

২) ডাউন ৩৩৪১২।

আরও পড়ুন: Howrah Maidan to Esplanade metro fare: হাওড়া ময়দান থেকে রুবি-দমদম যেতে কত ভাড়া? রইল তালিকা, পুরনো স্মার্টকার্ডে হবে?

শিয়ালদা-বারাসত শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৩৪৩৩।

২) আপ ৩৩৪০১।

৩) ডাউন ৩৩৪০২।

৪) ডাউন ৩৩৪৩৬।

৫) ডাউন ৩৩৪৩৮। 

শিয়ালদা-গোবরডাঙা শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৩২৭১।

২) আপ ৩৩৬৮৫।

৩) ডাউন ৩৩৬৮৬।

৪) ডাউন ৩৩৩৮২।

শিয়ালদা-দত্তপুকুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৩৩৫৭।

২) আপ ৩৩৬১৫।

৩) আপ ৩৩৬২১।

৪) আপ ৩৩৬২৩।

৫) ডাউন ৩৩৬১৬।

৬) ডাউন ৩৩৬২০।

৭) ডাউন ৩৩৬২৬।

৮) ডাউন ৩৩৬২৮।

৯) ডাউন ৩৩৬৩০।

শিয়ালদা-ব্যারাকপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩১২১৩।

২) আপ ৩১২২১।

৩) আপ ৩১২২৩।

৪) আপ ৩১২৩৩।

৫) আপ ৩১২৩৭।

৬) আপ ৩১২৬১।

৭) আপ ৩১২৩৯।

৮) ডাউন ৩১২১৪।

৯) ডাউন ৩১২২২।

১০) ডাউন ৩১২৩২।

১১) ডাউন ৩১২৪২।

১২) ডাউন ৩১২৩৬।

১৩) ডাউন ৩১২৩৮।

১৪) ডাউন ৩১২৪০।

শিয়ালদা-নৈহাটি শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩১৪৭১।

২) আপ ৩১৪১৩।

৩) আপ ৩১৪১৫।

৪) আপ ৩১৪১৭।

৫) আপ ৩১৪১৯।

৬) আপ ৩১৪২৩।

৭) আপ ৩১৪২৫।

৮) আপ ৩১৪২৭।

৯) আপ ৩১০৫৩।

১০) আপ ৩১৪২৯।

১১) আপ ৩১৪৩১।

১২) আপ ৩১৪৩৩।

১৩) আপ ৩১৪৩৫।

১৪) আপ ৩১৪৩৭।

১৫) আপ ৩১৪৩৯।

১৬) আপ ৩১৪৪৩।

১৭) ডাউন ৩৪০৫২।

১৮) ডাউন ৩১৪১৬।

১৯) ডাউন ৩১৪১৮।

২০) ডাউন ৩১৪২০।

২১) ডাউন ৩১৪২২।

২২) ডাউন ৩১৪২৪।

২৩) ডাউন ৩১৪২৬।

২৪) ডাউন ৩১৪৩০।

২৫) ডাউন ৩১৪৩২।

২৬) ডাউন ৩১৪৩৪।

২৭) ডাউন ৩১৪৩৬। 

২৮) ডাউন ৩৪০৫৪। 

২৯) ডাউন ৩১৪৩৮।

৩০) ডাউন ৩১৪৪০।

৩১) ডাউন ৩১৪৪২। 

৩১) ডাউন ৩১৪৪৪। 

৩৩) ডাউন ৩১৪৪৬।

৩৪) ডাউন ৩১৪৫০।

আরও পড়ুন: Majherhat Metro timetable and fare: ২৫ মিনিট ছাড়া পরিষেবা, জোকা-মাঝেরহাট লাইনে প্রথম ও শেষ মেট্রো কখন? ভাড়া কত?

দমদম জংশন-ব্যারাকপুর শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৩২৩১।

২) ডাউন ৩৩২৩২।

বিবাদী বাগ-কৃষ্ণনগর শাখায় কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩০১৪৫।

মাঝেরহাট-মধ্যমগ্রাম শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩০৩৫৭।

২) ডাউন ৩০৩৫৮।

মাঝেরহাট-হাবড়া শাখায় কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩০৩৩৩।

দত্তপুকুর-মাঝেরহাট শাখায় কোন ট্রেন বাতিল থাকছে?

১) ডাউন ৩০৩১৪।

মাঝেরহাট-বারাসত শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩০৩১৩।

২) ডাউন ৩০৩১২।

হাসনবাদ-মাঝেরহাট শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩০৩৬১।

২) ডাউন ৩০৩২৪।

শিয়ালদা-বর্ধমান শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩১১৫১।

২) ডাউন ৩১১৫২।

শিয়ালদা-কাটোয়া শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩১১১১।

২) ডাউন ৩১১১২।

শিয়ালদা-বজবজ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৪১১৭।

২) আপ ৩৪১৫৭।

ক্যানিং-বারাসত শাখায় কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৩০৬১।

শিয়ালদা-বনগাঁ শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৩৮৪৩।

২) ডাউন ৩৩৮৫৪।

বারাসত-হাসনাবাদ শাখায় কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩৩৩১১।

হাসনাবাদ-দমদম জংশন শাখায় কোন ট্রেন বাতিল থাকছে?

১) ডাউন ৩৩২৮২।

বালিগঞ্জ-ব্যারাকপুর শাখায় কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩০১১১।

মাঝেরহাট-নৈহাটি শাখায় কোন ট্রেন বাতিল থাকছে?

১) আপ ৩০১২৩।

শনিবার কোন কোন মেল বা এক্সপ্রেস ট্রেন বাতিল থাকছে?

১) ১২৩৮৩/১২৩৮৪ শিয়ালদা-আসানসোল-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস।

২) ১৩১৭৯/১৩১৮০ শিয়ালদা-সিউড়ি-শিয়ালদা মেমু এক্সপ্রেস।

৩) ১৩১৭৭/১৩১৭৮ শিয়ালদা-জঙ্গিপুর রোড-শিয়ালদা এক্সপ্রেস।

আরও পড়ুন: Kolkata metro fare list from Ruby: রুবি থেকে ৩২ মেট্রো স্টেশনে যেতে পারবেন! কোথায় কত ভাড়া লাগবে? দেখুন পুরো তালিকা



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’, দিল্লিতে আইপিএলের ম্যাচে উঠল স্লোগান

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

তিন নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যাগরিষ্ঠতা হারাল হরিয়ানার বিজেপি সরকার

ডেস্ক: তিন জন নির্দল বিধায়ক সমর্থন তুলে নেওয়ার পর হরিয়ানায় নবাব সিং সাইনির নেতৃত্বাধীন বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাল। ওই তিন বিধায়ক ঘোষণা করেছেন চলতি সাধারণ নির্বাচনে তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন। ওই তিন নির্দল বিধায়ক হলেন পুন্দ্রির বিধায়ক রণধীর গোলান, নিলোখেরির বিধায়ক ধর্মপাল গোন্ডার এবং দাদরির বিধায়ক...

Uchha Madhyamik 2024 Result: কবে উচ্চমাধ্যমিকের মার্কশিট পাবেন? HT বাংলায় দেখুন রেজাল্ট! লাগবে না ৫ সেকেন্ডও

আজ উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টফিকেট পাবেন না পরীক্ষার্থীরা। ছুটির দিনে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হলেও আজ পরীক্ষার্থীদের মার্কশিট এবং সার্টফিকেট প্রদান করা হবে। আগামী শুক্রবার নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট এবং সার্টফিকেট তুলে দেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে কোন বিষয়ে কত...

WBCHSE HS 2024 Result: একটু পরেই উচ্চমাধ্যমিক ফলপ্রকাশ হবে, কীভাবে নিজের রেজাল্ট দেখবেন? জানুন এখানে

উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের সকালটা চলে এল। আর কয়েক ঘণ্টার অপেক্ষা পরেই ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হবে। রীতি মেনে প্রথমে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। দুপুর ১ টায় সেই সাংবাদিক বৈঠক হবে। তারপর দুপুর ৩ টে থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা...

‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’, দিল্লিতে আইপিএলের ম্যাচে উঠল স্লোগান

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে আইপিএল ম্যাচ চলাকালীন অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে বেশ কয়েকজন দর্শক স্লোগান দিলেন। হুলুদ জার্সি পরে স্লোগন দিতে দেখা গেল আম আদমি পার্টির সর্মথকদের। ‘জিতেগা দিল্লি, জিতেগা কেজরিওয়াল’ এই ছিল তাদের মূল স্লোগান। জার্সির সামনে দিল্লির মুখ্যমন্ত্রীর...

HS 2024 Result Today: রাত পেরোলেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ! HT বাংলায় এক ক্লিকেই দেখুন রেজাল্ট

শুধুমাত্র এই রাতটার ফুরোনোর অপেক্ষা, তারপরই উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। তবে রাত পেরিয়ে সকাল হলেই যে রেজাল্ট ঘোষণা করা হবে, তা নয়। উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে পড়ুয়াদের। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ (বুধবার) দুপুর ১ টায় আনুষ্ঠানিকভাবে...

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭%  

ডেস্ক: মোটামুটি শান্তিপূর্ণ ভাবে শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ পর্ব। মঙ্গলবার ভোট পড়ার হার ৬২.৮৭ শতাংশ। এ দিনের ভোটের পর দেশের ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে  ভোটগ্রহণ সম্পূর্ণ হল। লোকসভার ২৮২টি আসনে ভোট নেওয়া হল। এ দিন সবচেয়ে বেশি ভোট পড়েছে অসমে। সে...

ICSE-ISC Result 2024: আইসিএসই, আইএসসিতে নজর কাড়ল শিলিগুড়ি-জলপাইগুড়ি, বিহার থেকে বাংলায় পড়তে এসে ফাটাফাটি রেজাল্ট

ISCE -তে ভালো রেজাল্ট হল শিলিগুড়িতে। শিলিগুড়ির সেন্ট মাইকেলস স্কুলের দুই ছাত্র মানব মোতানি ও বিবেক আগরওয়াল নজরকাড়া রেজাল্ট করেছে। দুজনেই ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। তারাই দার্জিলিং জেলার সম্ভাব্য প্রথম হিসাবে মনে করা হচ্ছে। তবে তারা দুজনেই আদপে বাংলার বাসিন্দা নন। তাঁরা শিলিগুড়ির স্কুলের বোর্ডিংয়ে থাকত।...

Abhijit Ganguly: আমার নামে সুপ্রিম কোর্টে বলতে গেছিল, দুই গালে থাবড়া খেয়ে এসেছে: অভিজিৎ গাঙ্গুলি

সুপ্রিম কোর্টে SSC মামলার শুনানিতে তাঁর নাম ওঠায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের কথা বলে হাইকোর্টের রায়কে পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করার চেষ্টা করেছিলেন কয়েকজন আইনজীবী। সেজন্য প্রধান বিচারপতি ডিওয়াই...

Sheikh Shahjahan: ‘কিচ্ছু হবে না, ছাড়ো!’ পুলিশ ভ্য়ানে আগের মেজাজে শাহজাহান, উঠল জয় বাংলা স্লোগান

শেখ শাহাজাহান। মঙ্গলবার প্রিজন ভ্য়ানের জানালায় আবার সেই শাহজাহানকেই দেখা গেল আগের মেজাজে। এদিন আদালত চত্বরেই তিনি আত্মীয় পরিজনদের সঙ্গে কথাবার্তা বলেন। কার্যত কিছুটা হলেও ফের সেই আগের মেজাজে দেখা যায় শেখ শাহজাহানকে। প্রিজন ভ্য়ানের জানালা দিয়ে আত্মীয়দের দিকে হাত বাড়়িয়ে দেন শেখ শাহজাহান। আত্মীয় স্বজনরা...

HS 2024 Result Declaration: আগামিকাল উচ্চমাধ্যমিকের রেজাল্ট! অনলাইনে কখন ও কোথায় দেখবেন? কীভাবে দেখতে হবে?

আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তারপর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, আজ (বুধবার) দুপুর ১ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। তারপর দুপুর ৩ টে থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। পড়ুয়ারা ‘হিন্দুস্তান টাইমস বাংলা’ থেকে...

Modi on sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে ‘চোখে জল এসেছিল’ মোদীর, রেখার প্রশংসা, চুপ থাকলেন ভিডিয়ো নিয়ে

সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রের ভুয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে সন্দেশখালির ঘটনা নিয়ে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, বাংলায় পরিবর্তনের ক্ষেত্রে প্রস্তুত। শুধু সময়ের অপেক্ষা। আর এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন নারীরা। বাংলায় নারীদের উৎপীড়নের জবাব নারীরাই...

WB HS Vocational Result 2024: কীভাবে দেখবেন ভোকেশনাল রেজাল্ট, ডাউনলোড করার পদ্ধতিটা জানুন

ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিকাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল এইচএস ভোকেশনাল রেজাল্ট প্রকাশিত করা হয়েছে।  কীভাবে WB HS Vocational Result 2024 অনলাইন কীভাবে দেখবেন সেটা জেনে নিন। sctvesd.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে হবে। মোবাইল অ্যাপের মাধ্য়মেও রেজাল্ট দেখা যাবে।...