Homeঘুরে আসিনিজেকে খুঁজে পাওয়ার টানে...

নিজেকে খুঁজে পাওয়ার টানে চলুন ঘুরে আসি ডালহৌসি………

                  ” নিত্য কাজের মাঝে একটু অবসর , আর তাই শান্তির নীড়ে নিজেকে খুঁজে পাওয়ার টানে ,

                      কলকাতা নয় , প্রাকৃতিক অবয়বে চলুন ঘুরে আসি আসল ডালহৌসি “

মনোরমের পরিসর যদি পাহাড় হয় তবে কি মনন শূণ্য ঘেরা আবেগের সাথে একীকরণের ভূমিকা নেবে না? নাকি জীবনের নিত্য ঘটে যাওয়া কাজের সাথে অভিজ্ঞতা আর সৌন্দর্য ফিরে মন ফকিরার টানে বাউল হবে না , এমন আবার হয় নাকি ? মনের চলন তাই বাস্তবের নিত্য গণ্ডী জীবন ছেড়ে আনন্দ আর নিজেকে খুঁজে পাওয়ার আলিঙ্গনে একবার ফিরে চাওয়া।

Image result for dalhousie places to visit

  • ইতিহাস

সেই ১৮৫৪ সাল , সময় বলছে ব্রিটিশের করায়ত্ব আমার দেশ ।মহাবিদ্রোহের প্রেক্ষাপট গড়ে উঠেছে ।তবে সেনাবাহিনীর নিত্য সংঘাত জীবনের একটি স্বস্থি আর মনের আরোগ্য সেটা তো বিলাসিতা হতে পারে না ! তাই সরকারি পদাধিকারীদের একটা গ্রষ্মকালীন স্বস্তির প্রয়োজন , এটা কিন্তু অমূলক নয় ।আর তার জন্য এই পওন। তবে সেই অবকাশ কি জনসাধারণ পাবে না ?  নিশ্চই , তবে সেটা সময়ের মধ্যে বাঁধা । আসলে মনোরম পরিসরে স্বস্তি একটু অনন্য ইতিহাসের একপ্রেক্ষিত হবে না সেটা বলে বাহুল্য মাত্র হবে ,তবেই তার সার্থকতা ।Related image

  • সৌন্দর্য

এককথায় ডালহৌসি হিমাচল প্রদেশের একটি পাহাড়ী স্টেশন। ডালহৌসি, ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত একটি শান্ত শহর এবং অপেক্ষাকৃত এক শান্ত অবকাশ অন্বেষণকারী স্থান হিসাবে পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়।  পশ্চিম হিমাচল প্রদেশের চাম্বা জেলায় অবস্থিত। এটি পাঁচটি পাহাড় , কালাঘাট , পট্রেন তেরা ,বাকরোটা , ভঙ্গোরার উপর নির্মিত। । তাহলে পাহাড়ের ঘেরা জীবনের সেই ভালোর জগতে একবার ঘুরে আসি সৌন্দর্যের বাহারে।

Related image

  • বিস্তৃতি

সমুদ্রপৃষ্ঠ থেকে ৬০০০ – ৯০০০ উঁচুতে যার স্থিতি ,, তুষরাবৃত পর্বত শৃঙ্গের  বেষ্টন,

তার অবয়ব সাথী হতে ক্ষতি কি ? কারণপ্রকৃতির সুরাবেশ হয়ত আদ্য , মধ্য , অন্ততেই অবস্থান করছে ।

তাই  শান্তিতে পেতে এ এক অনবদ্য ফুলেল আহ্বান।

কিন্তু এই ফুলেল অনুভূতি পেতে গেলে   একবার জেনে নি তবে কি ভাবে যাবো , তাই না ?

Related image

  • পর্যটন:

মে থেকে সেপ্টম্বর পর্যন্ত এর আতিথ্য গ্রহন যথার্থ ।স্কটিশ ও ভিক্টোরিয়ান স্থাপত্যে বাংলো ও গির্জা এই শহরের বিশেষ দ্রষ্টব্যের নিদর্শন । স্থানটি  কিন্তু অর্থনৈতিক ক্ষেতে বেশেষ করে পর্যটনের জন্য বিখ্যাত ।এখানে পরিসংখ্যান বলছে যে অনেক হোটেল , বাংলো , স্বাধীন  ভিলা  জনসাধারণের জন্য যথাযথ । বেশ কিছু হটেল বর্তমানে গড়ে উঠেছে । তবে আর দেরী কিসের , একবার ঘুরে আসাই যায় ।স্থান্টিতে ৬০০ বেশী হটেলে বিদ্যমান ।পরিসংখ্যান বলছে প্রতিটি  বছর ৫০০০, ৬০০০ কর্মের প্রাথমিক সংস্থান দিচ্ছে ,সেটাই বা কম কি , তাই না ? বিষ শতকের GDP বলছে ১১০%।

 

Related image

  • আকর্ষণীয় স্থান:

ডালহৌসিতে অনেক আকর্ষণীয় স্থান আছে , যেমন , অ্যালার কাছাকাছি স্থান ,  আলুর ক্ষেত্র হিসাবে বিখ্যাত । উল্লেখ্য যে , কেরলানু এক বিশিষ্ট ব্যক্তিত্বের জীবনের সাথে যুক্ত । শোনা যায় নেতাজী  নিজে  যখন যক্ষ্মায় ভুগছিলেন , তখন বসন্তের এমন হাওয়াবদল  আর কেরলানুর জলে আপন সজীবতা ফিরে পান । আর উল্লেখ্য বলতে , দীনকণ্ড পিক ,  বাক্রোটা পাহাড় , গ্রাম লোহালী ,সদর বাজার , টিবেটান মার্কেট, দিনকণদ শিখর ,ফোলানি দেবীর মন্দির  ইত্যাদি

কিন্তু, যাবেন কি করে ?

Image result for dalhousie

  • পৌঁছানোর উপায় :

Image result for dalhousie airport

বিমান মাধ্যমে…

যদিও একথা সত্য যে ডালহৌসিতে নিজস্ব কোন বিমানবন্দর নেই ।কিন্তু ডালহৌসি থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত একটি শহরে আছে যা নিউ দিল্লীর সাথে কেবলমাত্র যুক্ত। দ্বিতীয় নিকটতম বন্দর গাগাল  এয়ারপোর্ট যা কংগোরা জেলায় অবস্থিত ।এটি ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত ।

Image result for dalhousie rail

রেল মাধ্যমে…

ডালহৌসির নিকটতম রেলওয়ে স্টেশন হল পাঠানকোট। পাঠানকোট জংশন, ভারতের প্রায় সমস্ত প্রধান শহরগুলির সঙ্গে ডালহৌসিকে সংযুক্ত করে রেখেছে এবং এটি ডালহৌসি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে অবস্থিত। শহর থেকে গাড়ির মাধ্যমে রেলওয়ে স্টেশনে পৌঁছাতে প্রায় দুই ঘন্টা সময় লাগে।

Image result for dalhousie bus

সড়ক মাধ্যমে…

বাসে যেতে হলে দিল্লী থেকে প্রায় ৫৯০ কিলোমিটার বজাবেবহুল বাসে গেলে আমাদের সেই স্বর্গভূমি ।এছাড়া বেসরকারী সংস্থা ট্রান্সপোর্ট বেশ কিছু বাসের ব্যবস্থা করেছে ।ডালহৌসি, সু-পরিচর্যিত সড়কের মাধ্যমে এই অঞ্চলের সমগ্র প্রধান শহরগুলির সাথে সু-সংযুক্ত রয়েছে, বিশেষ করে পাঞ্জাব ও হরিয়ানার সঙ্গে। এখানে বেশ কিছু সংখ্যক বাস রয়েছে যেগুলি কাছাকাছি সমস্ত প্রধান শহরগুলির মধ্যে যাতায়াত করে।

Related image

  • ডালহৌসি ভ্রমণে যাওয়ার সময় কি ধরণের পোশাক নিয়ে যাওয়া উচিত?
    গ্রীষ্মকালে এই শহর পরিভ্রমণে গেলে, যেহেতু রাত্রিতে ঠান্ডা থাকতে পারে, তাই ভ্রমণার্থীদের হালকা পশমী পোশাক বহন করা উচিত। শীতের সময়ে গেলে বেশ ঠান্ডা পেতে পারেন এবং সেইজন্য এইসময় ভারী পশমী পোশাক নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

Related image

  • ডালহৌসি-তে খাওয়ার কি রয়েছে?
    ডালহৌসি-তে রেস্তোঁরার প্রধান খাবার হল মোমো (ডাম্পলিংস)। বার্গারের জন্য, কোয়্যালিটি রেস্তোঁরার দিকে এগিয়ে যান এবং বেশ কিছু অদ্ভূত খাবারের স্বাদ নিতে চাইলে নাপোলিতে আসুন। একদিকে চৌগান রেস্তোঁরা ছাম্বার বিশিষ্ট খাবার পরিবেশন করে, অন্যদিকে ক্যাফে ডালহৌসি-র খাদ্য-তালিকায় প্রায় প্রতিটি ভারতীয় ও চীনা খাবারের সু-বন্দোবস্ত রয়েছে।

Image result for dalhousie

  • সংস্কৃতিতে স্থানের ঐশ্বর্য

প্রবেশ পথেই ইতিহাস । রাজবংশ নাড়া দিচ্ছে স্থানের আদি নামের প্রকরণে । আর সংস্কৃতি ? সে তো চলছে ,যেমন করে ভারতে শিল্প সমন্বয়ন ঘটেছিল সংস্কৃতির টানে , অনুরূপে আলাপ সমাকর্ষণে। প্রকৃতি যখন প্রাচীনত্বের কথা মনে করিয়ে দেয় তখন সেই উপজাতি মানুষগুলিকেও তার অনঙ্গ ভাবের অংশী করবে না তা কি কখনও হয় ? তারা যে তাদের প্রতীকী । আর সংকেত কি তার বহির্দেশের অবয়বের অংশী হতে পারে ? না প্রকৃতির সাথে নাড়ী অনুভূতিত টান গ্রহণ করব সেই স্বার্থেই তো আলাপ করছি আজ । জনমানবের সাথে ঐতিহাসিক মন্দির গুলির ভগ্নাংশ সেই অতীতচারী করে, এখানেই হয়ত লালিত্যের ভাবার্থ আর সার্থক পরিণমন ।

 

 

 

 

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Iran-Saudi Arabia: ইরানের ঘোর শত্রু সৌদি আরব, দায়ী কী ইসরায়েল?

  Iran-Saudi Arabia: সৌদি আরব আর ইরান, একে অপরকে যেন সহ্য...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Admission stopped in class 11: প্যানেল বাতিল হওয়ায় একাদশ-দ্বাদশের শিক্ষক নেই, ভরতি বন্ধ রাখল বীরভূমের স্কুল

২০১৬ সালের প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতার হাইকোর্ট। যার ফলে চাকরি যেতে বসেছে ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। এর ফলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে প্রায় ১২ শতাংশ শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। সেই সঙ্গে কয়েক হাজার শিক্ষা কর্মীরও চাকরি গিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানির...

Iran-Saudi Arabia: ইরানের ঘোর শত্রু সৌদি আরব, দায়ী কী ইসরায়েল?

  Iran-Saudi Arabia: সৌদি আরব আর ইরান, একে অপরকে যেন সহ্য করতে পারে না। চীনের মধ্যস্থতা ক্ষতের মলম লাগলেও, দুই দেশ আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য মাঝেমধ্যেই নেমে পরে তীব্র লড়াইয়ে। প্রায় কয়েক দশক কেটে গিয়েছে, কিন্তু দুই দেশের শত্রুতা কমেনি। সাম্প্রতিক সময় ইসরায়েল আর হামাস দ্বন্দ্বকে কেন্দ্র...

Deer horns: ১০ বছর ধরে সংগ্রহ করা হরিণের ৬২টি শিং পুড়িয়ে নষ্ট করল বন বিভাগ, কারণ জানেন?

বন্যপ্রাণীর দেহ অথবা দেহাংশ বিশেষ করে দাঁত, শিং প্রভৃতি পাচার রুখতে বিশেষভাবে সক্রিয় রয়েছে বনদফতর। সাধারণত জঙ্গলে বিভিন্ন সময়ে বিভিন্ন বন্য প্রাণীর দেহাংশ উদ্ধার হয়ে থাকে। বিশেষ করে হরিণের শিং, হাতির দাঁত- এগুলি কখনও প্রাকৃতিক নিয়মে খসে পড়ে আবার কখনও দুই প্রাণীর মধ্যে সংঘর্ষে...

Rain and storm effect in South Bengal: ৭৭ কিমিতে ঝড়, বৃষ্টিতে ৮.১ ডিগ্রি তাপমাত্রা কমল কলকাতার, তবে দক্ষিণবঙ্গে মৃত ৬

স্বস্তির বৃষ্টিতে মারাত্মক গরম থেকে কিছুটা রেহাই পেয়েছে দক্ষিণবঙ্গ। অস্বস্তিকর গরমের পরিবর্তে রাতটা কিছুটা স্বস্তিদায়ক হয়ে ওঠে। শুধু তাই নয়, কলকাতার সর্বনিম্ন একলপ্তে প্রায় আট ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। অন্যান্য জেলায় পারদ পতন হয়েছে। কিন্তু সেই স্বস্তির মধ্যেই ঝড় এবং বজ্রপাতের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন...

মঙ্গলবার তৃতীয় দফার ভোটে কাদের ভাগ্য নির্ধারিত হবে, দেখে নিন   

ডেস্ক: মঙ্গলবার লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটে যে সব কেন্দ্রের দিকে নজর থাকবে তার মধ্যে রয়েছে গুজরাতের গান্ধীনগর, মধ্যপ্রদেশের গুনা ও বিদিশা, কর্নাটকের ধারওয়াড়, হাবেরি ও শিমোগা, উত্তরপ্রদেশের মৈনপুরী, মহারাষ্ট্রের বরামতী এবং অসমের ধুবড়ি। গান্ধীনগরে অমিত শাহ                    প্রথমেই নাম করতে হয় গান্ধীনগরের। এই কেন্দ্র থেকে লড়ছেন...

Hiran Chatterjee: BJP কর্মীর মুক্তির দাবিতে থানার সামনেই বিক্ষোভ, পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন হিরণ

এক বিজেপি কর্মীকে মিথ্যাভাবে ফাঁসানোর অভিযোগ তুলে থানার সামনে ধরনায় বসলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আরও অভিযোগ, তিনি একটি এফআইআর দায়ের করতে গিয়েছিলেন কিন্তু, পুলিশ এফআইআর গ্রহণ করেনি। এই ঘটনাকে কেন্দ্র করে থানার ভিতরেই এক পুলিশ আধিকারিকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী।...

Kolkata Rain: ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, হল যানজট, তার ছিঁড়ে ট্রেন বন্ধ কর্ড লাইনে, ফুটপাতে মর্মান্তিক মৃত্যু

একেবারে ঝমঝম করে বৃষ্টি। গরমে ক্লান্ত শহরবাসীর কাছে স্বস্তি নিয়ে এল এই বৃষ্টি। মোটামুটি ৭টা থেকে বৃষ্টি শুরু হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি চলছে। সেই সঙ্গে হাওয়ার দাপট। সঙ্গে বজ্র বিদ্যুতের ঝলকানি। তবে প্রচন্ড গরমের মধ্য়ে এই বৃষ্টি যেমন স্বস্তি এনে দিয়েছে, তেমনি  দুঃখের...

Meme on Mamata Banerjee: মমতাকে নিয়ে মিম বানানোর জের, কড়া কলকাতা পুলিশ, ‘কে এটা বানিয়েছেন নাম-ঠিকানা বলুন’

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিম বানানোর জের। কলকাতা পুলিশ এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে। কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে যারা এই কাজ করেছেন তাদের পরিচিতি ও ঠিকানা জানাতে হবে। কলকাতা পুলিশ একটি টুইটের জবাবে বলেছে, আপনাদের নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনি অবিলম্বে আপনার নাম আর বাড়ির...

BJP candidate injured: প্রচারের সময় টোটো উলটে আহত বিজেপি প্রার্থী, ভর্তি করা হল হাসপাতালে

নিয়ম ভেঙে ছাদ খোলা টোটোয় করে প্রচার করতে গিয়ে আহত হলেন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণোদয় পালচৌধুরী। সোমবার বিকেলে এই ঘটনায় প্রার্থীর কাঁধে ও বুকে চোট লেগেছে বলে জানা গিয়েছে। তাঁকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে। ওদিকে এই ঘটনাতেও তৃণমূলের দিকে দায় ঠেলেছে বিজেপি।আরও পড়ুন:...

শিশুদের উন্নয়নে এগিয়ে এলেন করিনা কপূর, ইউনিসেফের জাতীয় দূত হলেন অভিনেত্রী

কলকাতা: রুপোলি পর্দার জনপ্রিয় বলিউড অভিনেত্রী করিনা কপূর খান ভারতবর্ষের শিশুদের বিকাশের জন্য এগিয়ে এলেন। সম্প্রতি, এই তারকার সাফল্যের মুকুটে যুক্ত হল নয়া পালক। সারা দেশের শিশুদের উন্নয়নের জন্য ভারতের জাতীয় দূত (National Ambassador) হিসাবে তিনি ইউনিসেফের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবেন। এই দেশে ইউনিসেফের কাজকর্মের...

Rain in Kolkata: অবশেষে স্বস্তির বৃষ্টি, ভিজল কলকাতা, প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি

একেই বলে স্বস্তির বৃষ্টি। প্রতিটি ফোঁটা যেন এনে দিল অপার শান্তি। ভিজল কলকাতা। খবরটি "খবর ২৪ ঘন্টা" অ্যাপে পড়ুন

CV Ananda Bose: মমতা একজন নোংরা রাজনীতিবিদ, ঈশ্বরের পক্ষেও ওকে বাঁচানো কঠিন: সিভি আনন্দ বোস

শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর কেরল থেকে কলকাতা ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সন্ধ্যায় দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন নোংরা রাজনীতিবিদ। আমার দফতরে দিদিগিরি বরদাস্ত করব না।আরও পড়ুন: আমাদের আন্দোলন...