Homeব্লগবাজিহারিয়ে যাওয়া সুর ...

হারিয়ে যাওয়া সুর ~ অবন্তিকা সান্যাল

হারিয়ে যাওয়া সুর

অবন্তিকা সান্যাল

 

ছেলেবেলার বেড়ে ওঠা পাড়ার গলিটাতে সবার বাড়িতেই একটা দুটো ক’রে বাচ্চা থাকতো। বেহিসেবি সন্ধ্যে গুলোয় কিম্বা ছুটির দিনের সকালে কাঁচা হাতে হারমোনিয়াম বাজিয়ে তারস্বরে সারেগামা ছিল অতিসাধারণ নিত্যনৈমিত্তিক ব্যপার। কখনো সখনো কান পাতলে একজন মাস্টারমশাইয়ের গলাও পাওয়া যেত। মনে হত সব বাড়ির মাস্টারমশাইয়ের গলার স্বর যেন এক আমার দেখা দেখি,  আমাদের ওপর তলার ডোনাও গান শেখা শুরু করল ওদের কলকারখানার  ব্যবসার বাড়িতে দুম করে ঢুকে পড়ল একটা হারমোনিয়াম জন্ম থেকে ব্রংকাইটিসে ভোগা ঘড়ঘড়ে কফওয়ালা গলায় ডোনাও শুরু করলো গলা সাধা

নীচের একতলার তেলুগু ভাই বোনেরা প্রতিদিন সন্ধ্যে হলেই একটা মাঝারি হোমিওপ্যাথির বাক্সর মত হারমোনিয়ামে সা-পা টিপে ভজন করত আমিও  কচি অবস্থায় ফ্রক পরে ওদের ঘরর বসে ঘন্টা নাড়তাম আমি বয়সের তুলনায় বেশ পাকাপোক্ত গান করতাম খুব ছোটবয়স থেকেই বড়দের মত কায়দা করে হারমোনিয়াম বাজাতে পারতাম আমার মাস্টারমশাই সেই জন্যে মায়ের সঙ্গে কথা বলে একজন তবলচি ঠিক করে দিয়েছিলেন, যাতে তালিমটা আরো ভালো হয়এরই মধ্যে একদিন মা আর গানের মাস্টারমশাই, যাকে আমি গানের কাকু বলেই সারা জীবন ডেকেছি,আড়ালে শিখিয়ে দিয়েছিল, সেই তবলা বাজাবার ভদ্রলোকটিকে তবলচি বলতে নেই, তাতে নাকি তাঁর অসম্মান হয়মুখস্থ করিয়ে দিয়েছিল সেদিন, তাঁকে তবলিয়া বলে সম্বোধন করতে হয় সর্বসম্মূখেতার কিছুদিন পরপরই আমাদের বাড়িতে তবলা এলোপ্রতি বিকেলবেলায় আমার যে কটা খেলার সঙ্গি ছিল সবাই হুড়মুড় করে এক বিকেলে তবলা বাঁয়া দেখতে এলোতাদের মধ্যে ওই নীচের তেলুগু বাড়ির একটা ট্যাঁরা ছেলে ছিলনাম ভরতসে আনাড়ি হাতে চাঁটি মেরে নতুন তবলাতে আমাদের মধ্যে  এককথায় হইচই ফেলে দিলসেই থেকে প্রতিদিন বিকেলে সব হুড়োরদল এসে হাজির হত আমাদের বাড়িতেকার বাড়ির দুধের ডাবু হাতা দিয়ে বাঁয়ায় দুম দুম করে ঠেঙিয়ে ভরত হয়ে উঠল আমাদের দলের ড্রামারকুকুর তাড়ানো চিৎকার করে চলত আমাদের সংগীতের মহাসভাসে এক মস্ত অধ্যায়

তারপর খানিকটা বড় লামবাবা বাড়ি কিনে চলে এলো পাশের গলিতেক্লাস নাইনে উঠেছি তখনকেতাদুরস্ত স্কুলে পড়লেও অতবড় মেয়ে!  ধিঙিপনা করে এর ওর বাড়ি খেলতে যাবে কারো বাড়িতেই সহ্য হত নারবিবারের মাংসর গন্ধের মত সেই গান গাওয়া, সারেগামা করা ছেলেপুলে গুলো সব যেন উবে গেলোনতুন গলিটা বরাবরই আমার কাছে পর, কারণ এখানে কোনো শিশু নেই, সবাই মস্তবড়োনানাবিধ সমস্যা পিতৃপুরুষের দ্বারা ঘাড়ে চাপিয়ে দেওয়া কোটি টাকার সম্পত্তির জোয়াল টানতে টানতে এই গলির মানুষগুলো কেমন ক্লান্ত, প্রাণহীণতবু এরই মাঝে সামনের রায়বাড়ির একটা ছোট্ট মেয়ে তিতলি রোজ নিয়ম করে গলা সাধতোতার মায়ের সঙ্গে গলা মিলিয়ে রবিঠাকুরের গান গাইত, বিশেষ রে ওই গানটা, ‘তোমারি গেহে পালিছে স্নেহে…..’। আর যেমনি আমি আমাদের বাড়ি থেকে সা বলা শুরু করতাম মেয়েটি চুপ করে যেতআমি প্রথম প্রথম একটু অবাক হতামভাবতাম ওর বুঝি রেওয়াজ শেষওমা ! তার পর পরই  যেমনি আমি একমিনিট দুমিনিট করে বিশ্রাম নিতাম গানের ফাঁকে, সেই তিতলি জোর দিয়ে গান ধরত।  আমি দুষ্টুমি করে ইচ্ছে করে থেমে দেখতাম কি হয় এবারএক সেকেন্ড যেত না, সেই তিতলি আবার গান শুরু করততারপর দিনে দিনে আমার গানের বহর বাড়তে থাকলোএকটু একটু করে এদিক ওদিক ডাককত জলসা, অনুষ্ঠান, টিভি, আরো কত হইচইদিনের চব্বিশ ঘন্টার  বোধয় আট ন’ ঘন্টা শুধু আমাদের বাড়ি থেকে গানের আওয়াজ যেত পাড়ায় ছড়িয়েকত অচেনা প্রতিবেশী মা বাবার সঙ্গে এসে আলাপ করে গেছে আমাদের বাড়িতে গানের অমন চল দেখেসেসব কত না কথাসময়ের সঙ্গে সঙ্গে আমিও যেন কোন কুক্ষণে আইন পড়ার জালে জড়িয়ে পড়লামতবুও গান চললো একই ভাবেতারপর আরো পড়া, আরো পড়া আরো পড়া……বাঙালি বাড়ির হেন চল যে কত গুণের কবরস্থান, সে শুধু মাত্র অন্তর জানেমানুষ সব জেনে শুনেও কখনো কখনো চোখ বুজে পথ চলেআমিও সেই রকমই বোধহয়কোন অজান্তেই একদিন টের পেলাম সেই ছোট্ট তিতলির গান বন্ধ হয়ে গেছেবিকেল গড়িয়ে সন্ধ্যে নামে, সন্ধ্যে ফুরিয়ে রাত কিন্তু গান আর ভেসে আসেনাউপলব্ধি হল, আমি এখন রোজ কোর্টে যাই, প্র‍্যাক্টিস করি আর সেই ছোট মেয়েটি এখন কলেজের গন্ডি পেরোচ্ছেবিশ্বাসের হাতে গড়া আমার ঐতিহাসিক স্কেল চেঞ্জিং হারমোনিয়াম টা এখন একটা সাজানো বাক্সে বন্দিআরেকটা হারমোনিয়াম যেটা দিয়ে আমার গানের হাতেখড়ি, সেইটা ঠাকুমা বালিগঞ্জ স্টেশন এলাকার একটা দোকান থেকে কিনে দিয়েছিল টাকা জমিয়ে, সেটাও ধুলোর প্রেলেপে রূপ বদল করেছে

আজ যখন নানা কাজের ব্যস্ততার মধ্যেও সকালে খবরের কাগজটা নেড়ে চেড়ে দেখছি, ইংরিজি দৈনিকে বিশ্ব সঙ্গিত দিবসের জন্যে নানা অনুষ্ঠানের বিজ্ঞাপন, হঠাৎ কানে এলো বেসুরো হারমোনিয়ামের আওয়াজভুলভাল রীডে হাত পড়ে গেলে যেমনটা হয় ঠিক তেমনএকটু ভালো করে কান পাতলামমনে হচ্ছে যেন আমাদের বাড়ির কোনো আনাচে কানাচে বাজছে শব্দটাকাগজটা বারান্দায় ফেলে উঠে গেলাম ঘরের দিকেএইত্তো, আরো কাছে আসছে সুরটাবসবার ঘরের দরজা পেরিয়ে লম্বা বারান্দাকিন্ত বাঁদিকে তো রান্না ঘরওখান থেকে সুরটা আসছে না তো।  আরো একটু এগিয়ে গেলাম সিঁড়ির কোল্যাপ্সেবল গেটের কাছেসুরটা আরো যেন তীব্র লাগছেখালি পায়ে নেমে গেলামএবার ঠিক ধরে ফেলছি মনে হচ্ছে সেই আনাড়ি সুরটাকেআরো একটু নেমেই দেড় তলার ঘরের ভেজানো দরজাটা খুলেই দেখি আমাদের ঠিকে কাজের মেয়ে কল্পনা অতি যত্নে আমার বাজনা গুলো মুছে দিচ্ছে আর কৌতুহলের বশে  বেলোটা টেনে একটা একটা রে রীডে আঙুল বুলিয়ে চলেছেএতগুলো দিন পরে ওই আনাড়ি আঙুলের সুর বা বেসুর সে যাই হোক না কেন, তাতেই যেন উদযাপিত হচ্ছে পৃথিবীর সংগীতের মহাদিন, ক্যানিং পারের এক নিরক্ষরের হাত ধরেবিনা নোটিশে নতুন করে জেগে উঠেছে,  সেজে উঠেছে আমার সবচেয়ে প্রিয় ঘরখানাওই ধুলো পড়া যন্ত্রের মধ্যেই যেন আবার ফিরে এসেছে আমার পুরোনো পাড়ার হারিয়ে যাওয়া হুড়োর দল, বাঁয়া  পেটানো ভরত, উবে যাওয়া ডোনা, আলেখ্য আর নতুন পাড়ার সেই ছোট্ট তিতলি

************************

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Israel vs Palestine conflict: ফিলিস্তিনিদের পাশে ইউরোপীয় ইউনিয়ন, বড় বিপদে ইসরায়েল!

  Israel vs Palestine conflict: রাফায় হামলা বন্ধ না করলে বিপদে পড়বে ইসরায়েল। বড় হুমকি ইউরোপীয় ইউনিয়নের। বুঝতে পারছেন , ইউরোপের দেশগুলো যদি ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে, তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে নেতানিয়াহুর দেশ? মধ্যপ্রাচ্যের পাশাপাশি তাহলে কি পশ্চিমা দুনিয়ার চক্ষুশূল হয়ে যাচ্ছে ইসরায়েল? সম্পর্কে ভাঙন ধরেছিল...

Sandeshkhali update: হাইকোর্টে আরেকটা চড় খেল মমতার পুলিশ, সন্দেশখালির BJP নেত্রী মাম্পি দাসকে পত্রপাঠ জামিন দিল আদালত

সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পির গ্রেফতারি মামলায় ফের একবার কলকাতা হাইকোর্টের চড় খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শুক্রবার বিজেপি নেত্রীকে পত্রপাঠ জামিন দিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত আইন সম্পর্কে পুলিশের জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে যে জামিন অযোগ্য ধারায় মাম্পি দাসকে গ্রেফতার করা...

CBI Raid: লোকসভা ভোটের মধ্যেই কাঁথিতে ২ তৃণমূল নেতাদের বাড়িতে কাকভোরে পৌঁছল সিবিআই

লোকসভা নির্বাচনের মধ্যেই ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে পূর্ব মেদিনীপুরে ২ তৃণমূল নেতার বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার কাকভোরে মারিশদা থানা এলাকার ২ তৃণমূল নেতার বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা তবে ২ জনের কারও দেখাই পাননি তাঁরা।আরও পড়ুন: শ্রমিকের কাজ করতে মুসলমানরা যখন BJPশাসিত...

BITM: মেট্রো রেলের বিবর্তনের ইতিহাস নিয়ে গ্যালারি এবার বিড়লা মিউজিয়ামে, কবে চালু ?

ড়কলকাতার লাইফ লাইন হিসাবে পরিচিত মেট্রো রেল। এখন তা হাওড়া জেলার সঙ্গে কলকাতার সংযোগকারী অন্যতম পরিবহণ মাধ্যমও বটে। সেই মেট্রো রেলে কী ভাবে শহরের বুকে ছড়িয়ে পড়ল, কেমন করেই বা সে গঙ্গার নিচ দিয়ে চলাচল করে, এ সব তথ্য এবার জানা যাবে বিড়লা শিল্প...

Shahjahan Sheikh case update: এবার ১৪ কোটি বাজেয়াপ্ত ED-র,শাহজাহানের ঘাঁটিতে অস্থায়ী ক্যাম্প, অভিযোগ শুনবে CBI

তহবিল তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ-তে এর আগে ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি । এবার ১৪ কোটি টাকা বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা। এর মধ্যে টাকা এবং সম্পত্তিও রয়েছে। এরই মধ্যে আবার শাহজাহান ও তার বাহিনীর জমি দখল সংক্রান্ত অভিযোগ শুনতে সন্দেশখালিতে অস্থায়ী...

বাংলাদেশি অনুপ্রবেশ: অসমের মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে উঠছে প্রশ্ন, এত দিন ক্ষমতায় থেকে তিনি কী করলেন

ডেস্ক: ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, গত ৪০ বছরে অসমে সোয়া কোটি বাংলাদেশি অনুপ্রবেশ করেছে। হিমন্তের এই বক্তব্যকে ঘিরে তাঁর রাজ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, এই প্রবণতা রুখতে তাঁর সরকার কী করল। অসমে তিন দফার ভোট শেষ হয়েছে ৭...

Fact Check: ‘তৃণমূল কর্মী ও কুকুরের প্রবেশ নিষেধ’, সত্যিই কি এমন আছে বাড়িতে? জানুন সত্যিটা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ছবি পোস্ট করে নেটিজেনদের অনেকে দাবি করেন, ওই ছবিতে একটি বাড়ির গেটে থাকা ব্যানারে তৃণমূল (TMC) কর্মীদের কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে এবং তাদের প্রবেশ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে।বুম দেখে ব্যানারের লেখাটি ডিজিটাল উপায়ে সম্পাদনা করে বদলে ফেলা হয়েছে।...

জুলাইয়ের মধ্যে প্রথম এলসিএ মার্ক-১এ যুদ্ধবিমান পাবে ভারতীয় বায়ুসেনা, আরও অর্ডার পাচ্ছে হ্যাল

নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনা এই বছরের জুলাইয়ের মধ্যে দেশের প্রথম এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমান পাবে বলে আশা করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতীয় বায়ুসেনার কাছে এই বিমানটি হস্তান্তরের আশা করা হয়েছিল, কিন্তু প্রযুক্তিগত কারণে এটি কিছুটা বিলম্বিত হয়ে যায়। জুলাইয়ের মধ্যে হস্তান্তরের আশা ভারতীয় বায়ুসেনা এবং পাবলিক সেক্টর...

মুম্বই হোর্ডিং বিপর্যয়: অবৈধ বিলবোর্ডের মালিক উদয়পুরে গ্রেফতার

ডেস্ক: মুম্বইয়ের অবৈধ বিলবোর্ডের মালিক ভবেশ ভিড়ে ধরা পড়লেন। তাঁরই কোম্পানি ইগো মিডিয়া প্রাইভেট লিমিটেডের বিশাল অবৈধ বিলবোর্ড ভেঙে পড়ে মুম্বইয়ের প্রাণ হারান ১৬ জন। মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা বৃহস্পতিবার উদয়পুরে ভবেশ ভিড়েকে গ্রেফতার করে। তাঁকে মুম্বই নিয়ে আসা হচ্ছে। গত সোমবার প্রবল ঝড়ে ঘাটকোপারে...

Adhir Chowdhury meets Mukul Roy: দাদা কেমন আছেন? মুকুল রায়ের সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী

মুকুল রায়কে দেখতে কাঁচরাপাড়ার বাড়িতে হাজির কংগ্রেস নেতা অধীর চৌধুরী। বৃহস্পতিবার অধীর চৌধুরী গিয়েছিলেন ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের প্রচারে। আর সেখানে এসে একবার কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে ঘুরে গেলেন অধীর। তবে সূত্রের খবর এদিন এটা ছিল নেহাতই বর্ষীয়ান নেতার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার জন্য...

Israel vs Palestine conflict: ফিলিস্তিন পাবে বড় মর্যাদা, স্বাধীন রাষ্ট্র গঠনে তৎপর আরব বিশ্ব! ইসরায়েলের সর্বনাশ

  Israel vs Palestine conflict: ফিলিস্তিনের ভাগ্য ফিরতে হয়ত আর বেশি দেরি নেই। আরব দেশগুলো জোট বাঁধছে ফিলিস্তিনের হয়ে। গাজা ইস্যুকে কেন্দ্র করে ইসরায়েল হারাতে চলেছে বড় সাপোর্ট। একদিকে গাজায় যেমন ফিলিস্তিনিরা তাদের সর্বস্ব হারাচ্ছে, আবার ঘুরপথে এই গাজাই ফিলিস্তিনকে এনে দিতে পারে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা। কথাটা...

Malda News: খুব সাবধান! বাজ পড়ে ১১জনের মৃত্যু, ভয়াবহ কাণ্ড মালদায়, ঘরে ঘরে কান্নার রোল!

একজন দুজন নয়, একেবারে ১১জনের মৃত্যু বজ্রপাতে। মালদায় একেবারে মর্মান্তিক ঘটনা। একের পর এক ব্যক্তির মৃত্যু বজ্রাঘাতে।  বৃহস্পতিবার দুপুরে আচমকাই ঝড় বৃষ্টি শুরু হয় মালদায়। এদিকে মালদা মানেই আমের জেলা। আর ঝড় বৃষ্টি মানেই আম পড়ে টপাটপ।সেই ঝড় বৃষ্টির মধ্য়েই আম কুড়োতে গিয়েছিল কয়েকজন। কিন্তু...