Homeরাশিফলদৈনিক রাশিফলAstro Tips : ফেব্রুয়ারির...

Astro Tips : ফেব্রুয়ারির শেষ দিনে কোন শুভকাজটি করতে পারেন ?

কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।

কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের – কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।

আজ ১৫ ফাল্গুন, ২৮ ফেব্রুয়ারি-

সূর্যোদয়- সকাল ৬টা ০৫ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫ টে ৩৫ মিনিট

বারবেলাদি- ৭:৩২, ৮:৫৮, ১:১৬, ২:৪৩

কালরাত্রি- ৭:৯, ৪:৩৮ 

যাত্রা- নেই

শুভকাজ- দীক্ষা

(তথ্যসূত্র : বেণীমাধব শীল)

একনজরে আজকের রাশিফল-

মেষ : যদি যৌথ উদ্যোগে কোনও কাজ করছেন, তবেসতর্ক থাকুন। কারণ, পার্টনারের সঙ্গে আপনার দ্বন্দ্ব দেখা দিতে পারে। সরকারি চাকরিজীবীদের সময়টা অনুকূলে নাও যেতে পারে। কারণ, অফিস-রাজনীতি। কর্মক্ষেত্রে কোনও বাদানুবাদে জড়াবেন না। ছাত্ররা আত্মবিশ্বাসের অভাবে ভুগবেন। হজমের সমস্যা দেখা দিতে পারে। দুর্বল বোধ করতে পারেন। 

বৃষ : দিনটা খুবই চ্যালেঞ্জিং হতে পারে। সময়টা অনুকূলে নেই। তাই যাঁরা বাড়ি কেনার কথা ভাবছেন, তাঁরা আপাতত অপেক্ষা করুন। কর্মক্ষেত্রে প্রতিযোগীদের থেকে সতর্ক থাকুন। ছাত্রদের মনযোগে সমস্যা হতে পারে। সরকারি কর্মীদের বদলির সম্ভাবনা রয়েছে। বেসরকারি সংস্থায় যাঁরা কাজ করছেন, তাঁরা মিথ্যা অভিযোগ থেকে সতর্ক থাকুন। যাঁদের কোলেস্টেরল বা রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁরা সতর্ক হন।

মিথুন : উৎসাহ বা ক্ষমতার ঘাটতি দেখা দিতে পারে। যাঁরা প্রণয়ের সম্পর্কে রয়েছেন, তাঁরা সময়টা উপভোগ করবেন। ভালবাসার মানুষের সঙ্গে ছোটখাট ভ্রমণের সুযোগও রয়েছে। ছাত্রদের মনযোগের উন্নতি হবে। ভাই-বোনদের সঙ্গে মতপার্থক্য দেখা দিতে পারে। তাঁদের কাছ থেকে প্রাপ্য সম্মান নাও পেতে পারেন। কর্মস্থানে সিনিয়র ও সহকর্মীদের থেকে প্রয়োজনীয় সমর্থন নাও পেতে পারেন। অন্যের মন্তব্য এড়িয়ে যান। উৎসাহিত থাকুন।

কর্কট :  আপনার কোম্পানীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার ব্যক্তিগত অর্থাগমের সুযোগ আছে।  যারা বিদেশে পড়াশোনা করতে প্রত্যাশী তাদের জন্য আজ একটি হতাশাজনক দিন হতে পারে। পেশার ক্ষেত্রে দিনটি খুব উজ্জ্বল বলে মনে হয় না। বন্ধুদের সাথে একটি পরিকল্পনা করতে পারেন। শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত সমস্যা হতে পারে।  ক্রিপ্টোকারেন্সি বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে কারো কারো জন্য ভালো ফল পাওয়া যাবে।

সিংহ: গাড়ি বা  সম্পত্তি কিনতে চান? আর্থিক লক্ষ্যে অবিচল থাকুন।  কর্ম ফলের জন্য তৈরি থাকুন। পরিবারের সঙ্গে মজা করে কাটান। স্বাস্থ্যে নজর দিন। বাবা – মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। 

কন্যা : গড়িমসি করবেন না। আপনার সিদ্ধান্ত নেওয়া ক্ষমতার জন্য আপনার ব্যবসা বা কেরিয়ারে লাভ হবে। দাম্পত্যজীবনে সমস্যা থাকলে মিটে যেতে পারে। সঙ্গীর খোঁজ থাকলে সফল হবেন। কাজ ও বাড়ির মধ্যে ভারসাম্য বজায় রাখুন। নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখুন। 

তুলা : সাফল্য চাইলে নিজেকে আরও বেশি করে কাজ করতে হবে। অল্প কদিনের মধ্যেই কেরিয়ারে বদল আসার সম্ভাবনা রয়েছে। নতুন করে শুরু করলে, ঠিকমতো পরিকল্পনা করলে এবং সেটা মেনে চললে আর্থিক পরিস্থিতির দ্রুত উন্নতি ঘটবে। কোথাও বিনিয়োগের আগে অগ্র-পশ্চাৎ বিবেচনা করে নেবেন। হাতের কাজ সময়ে শেষ করতে কোনও সমস্যা হবে না। ব্যবসা থাকলে কর্মীদের উপর নজর রাখুন। পরিবার ও বন্ধুদের থেকে সাহায্য পাবেন। সন্তানের দিকে খেয়াল রাখুন। কোনওরকম ঝামেলা-ঝঞ্ঝাট থেকে দূরে থাকবেন। কোনও খরচ করার আগে ভাল করে ভেবে দেখবেন।

বৃশ্চিক : অর্থাগমের নতুন রাস্তার খোঁজ পেতে পারেন। ব্যবসা বৃদ্ধির সুযোগ রয়েছে, ঋণ পেতে পারেন। টাকা জমানোর ব্যাপারেও পদক্ষেপ করুন। কাজের জায়গায় কিছু সমস্যা হতে পারে। এমন কোনও মন্তব্য করবেন না যাতে আপনি অফিস পলিটিক্সের মধ্যে জড়িয়ে যান। বাবা-মা সবসময় পাশে থাকবেন। সঙ্গীর খোঁজে থাকলে আপাতত ধৈর্য্য ধরুন। বিয়ের পরিকল্পনা আপাতত স্থগিত করতে হতে পারে।  পেটের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি মন্দ নয়। কর্মক্ষেত্রে কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না। আপনি নতুন বাড়ি, যানবাহন বা দোকান ইত্যাদি কিনতে পারেন ।  পরিবারের সদস্যরা আজ আপনাকে হিংসা করবে। ছাত্ররা আজ তাদের শিক্ষকদের পূর্ণ সাহায্য পাবে।

মকর রাশি

মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভাল। সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন। তবে কোনও বড় কাজে হাত দেবেন না,  বাধা আসতে পারে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে আপনার বিরোধ থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যারা চাকরি খুঁজছেন তারা আজ কিছু ভালো খবর পেতে পারেন।

কুম্ভ  রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি পরোপকারের কাজে সক্রিয় অংশ নেওয়ার জন্য একটি দিন হবে। আপনি কোনও কাজের বিষয়ে কোনও বন্ধুর সঙ্গে কথা বলতে পারেন ।  আজ কোনও নতুন কাজ শুরু করা আপনার পক্ষে ভাল হবে। আপনার কোনও কাজ আগামীর জন্য ফেলে রাখবেন না,  সমস্যা দেখা দিতে পারে। শিক্ষার্থীরা  শিক্ষকদের কাছ থেকে  সমস্যার সমাধান পেতে পারেন। 

মীন- প্রেমে সাবধান। ভেস্তে যেতে পারে ভ্রমণের পরিকল্পনা। কর্মস্থানে তর্ক এড়িয়ে চলুন। ব্যবসায় সাফল্য আসবে। দাম্পত্যে সুখের দিন ফিরবে। বাড়তি কথা থেকে বিরত থাকুন, না হলে সমস্যায় পড়বেন।

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

‘‌আগামীদিনে তোমরা আরও সফল হবে’‌, উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই শুভেচ্ছা মমতার

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহল...

HS Result 2024: উচ্চমাধ্যমিকে রাজ্য় প্রথম আলিপুরদুয়ারের অভীক, বই-প্রেমেই বাজিমাত, ভবিষ্যতে কী হবে?

উচ্চমাধ্যমিকে প্রথম অভীক দাস। মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও উত্তরবঙ্গের...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

‘‌আগামীদিনে তোমরা আরও সফল হবে’‌, উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই শুভেচ্ছা মমতার

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। এই আবহে সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বছর উচ্চমাধ্যমিক পাশের হারে এগিয়ে ছেলেরা। ছেলেদের পাশের হার ৯২.৩২ শতাংশ। মেয়েদের...

HS 1st Avik Das: ‘মুখস্থ করে কিছু হবে না!’ উচ্চমাধ্যমিকে কীভাবে সফল? রহস্য জানালেন ফার্স্ট বয় অভীক

অভীক দাস। এবার রাজ্য়ের মধ্য়ে উচ্চমাধ্যমিকে সবার সেরা সে। একেবারে ফার্স্ট হয়েছে অভীক। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। মানে শতাংশের হিসাবে সে ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। কিন্তু অনেকেরই আগ্রহ রয়েছে এই যে মেধাতালিকায় যে সমস্ত ছাত্রছাত্রীরা স্থান পায় তারা কীভাবে পড়াশোনা করেন?সেই রহস্যটাই জানিয়েছে উচ্চমাধ্য়মিকের ফার্স্ট...

Check HS Result 2024 Online: অনলাইনে বেরোল উচ্চমাধ্যমিকের রেজাল্ট! এখান থেকেই এক ক্লিকে দেখে নিন নিজের নম্বর

কাঁটায়-কাঁটায় দুপুর ৩ টে বেজেছে- ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। এতদিন ধরে যে মুহূর্তের অপেক্ষায় ছিলেন পড়ুয়ারা, সেটা এসে গিয়েছে। এখন থেকে অনলাইনে 'হিন্দুস্তান টাইমস বাংলা'-য় এসে সরাসরি উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন। যাঁরা উচ্চমাধ্যমিকের রেজাল্টের জন্য 'হিন্দুস্তান টাইমস বাংলা'-য় আগেভাগেই নাম নথিভুক্ত...

HS Result 2024: উচ্চমাধ্যমিকে রাজ্য় প্রথম আলিপুরদুয়ারের অভীক, বই-প্রেমেই বাজিমাত, ভবিষ্যতে কী হবে?

উচ্চমাধ্যমিকে প্রথম অভীক দাস। মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও উত্তরবঙ্গের জয়জয়কার। অভীক আলিপুর ম্যাক উইলিয়াম হাই স্কুলের ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।অভীকের বাবা বলেন, ছেলেকে সেভাবে সময় দিতে পারিনি। কয়েকজন গৃহশিক্ষক ছিলেন। নিট, জয়েন্টের জন্য় প্রস্তুতি নিয়েছে। অনেক রেফারেন্স বই পড়ত। গবেষণা করতে চায়। বিজ্ঞানী হতে...

বুধবার থেকে বাংলাদেশ সফরে ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা

ডেস্ক: ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা আজ বুধবার বাংলাদেশ সফরে যাচ্ছেন। দুটি দেশের পারস্পরিক সম্পর্ক ঝালিয়ে নেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। এ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফর নিয়ে তিনি কথাবার্তা বলবেন। বিদেশসচিবের ঘনিষ্ঠদের সূত্রে এই খবর জানা গিয়েছে।   দু’ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন...

বিশ্ববিদ্যালয়গুলির স্বশাসন বনাম সরকারের নির্দেশিকা নিয়ে জট, গুঞ্জন শুরু সর্বত্র

একের পর এক মামলা চলছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নানা বিষয় নিয়ে আইনি লড়াই চলছে আদালতে। এই মামলার খরচ কীভাবে করা হবে সেটা নিয়ে এবার কার্যত নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা দফতর। ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের যে কোনও মামলা লড়ার ক্ষেত্রে সরকারি আইনজীবী প্যানেল...

HS Exam 2025 Full Routine: ২০২৫ সালেই ‘শেষ’ উচ্চমাধ্যমিক! আগামী বছর কবে কোন পরীক্ষা? দেখে নিন পুরো রুটিন

আগামী বছর উচ্চমাধ্যমিকের মাধ্যমে একটা যুগের অবসান হতে চলেছে। কারণ এখন যেভাবে উচ্চমাধ্যমিক হয়, সেরকমভাবে পশ্চিমবঙ্গের শেষ দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা হবে ২০২৫ সালে। ২০২৬ সাল থেকে সেমেস্টার প্রক্রিয়ার মাধ্যমে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। এবার যারা মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে, তারা নয়া সেমেস্টার ব্যবস্থার আওতায় একাদশ...

বুধবার থেকে বাংলাদেশ সফরে ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা

ডেস্ক: ভারতের বিদেশসচিব বিনয় কোয়াত্রা আজ বুধবার বাংলাদেশ সফরে যাচ্ছেন। দুটি দেশের পারস্পরিক সম্পর্ক ঝালিয়ে নেওয়াই এই সফরের মূল উদ্দেশ্য। এ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য ভারত সফর নিয়ে তিনি কথাবার্তা বলবেন। বিদেশসচিবের ঘনিষ্ঠদের সূত্রে এই খবর জানা গিয়েছে।   দু’ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন...

HS 2024 Result Scrutiny and Review: ৪ গুণ টাকা দিলে ৭ দিনে উচ্চমাধ্যমিকের স্ক্রুটিনি-রিভিউয়ের রেজাল্ট, কীভাবে আবেদন?

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরে অনেকেই উত্তরপত্রে স্ক্রুটিনি বা রিভিউ করতে চান। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আবার সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউ প্রক্রিয়ার পাশাপাশি ‘তৎকাল স্ক্রুটিনি’ এবং ‘তৎকাল রিভিউ’ প্রক্রিয়া শুরু করা হয়েছে। সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউ প্রক্রিয়ার ক্ষেত্রে সংশোধিত রেজাল্ট আসতে যতদিন সময় লাগবে, তার...

আরিবাকে খুন করে অনুতপ্ত নয় শাকিব, পুলিশের জেরায় নতুন তথ্য উঠে এসেছে

কাফের সামনে গৃহবধূর খুন হওয়ার ঘটনা নিশ্চয়ই সকলের মনে আছে। বিবাহবিচ্ছেদ হওয়ার ৬ মাস পরও শান্তি ছিল না প্রাক্তন স্বামী তথা খুনের মূল অভিযুক্ত ইরতিখ শাকিবের। গত সোমবার রাতে কড়েয়া থানা এলাকার একটি কাফের সামনে খুন হন শাকিবের প্রাক্তন স্ত্রী আরিবা ইকবাল। খুন করেন...

HS 2024 Topper List: প্রথম আলিপুরদুয়ারের ছেলে, দ্বিতীয় রামকৃষ্ণ মিশনের- উচ্চমাধ্যমিকে প্রথম তিনে কারা

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। এখনও ফলপ্রকাশ প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হয়নি। আপাতত সাংবাদিক বৈঠক করে ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা ঘোষণা করছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সংসদের তরফে জানানো হয়েছে, এবার ৬৯ তম দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হল। এবার পাশের হার...

Compensation for death due to tiger attack: বাঘের হানায় মৃত্যুর পর কেটেছে তিন বছর, ২ মৎসজীবীর পরিবারকে টাকা দিতে বলল HC

বাঘের হানায় মৃত্যু হয়েছিল দুই মৎস্যজীবীর। অথচ ক্ষতিপূরণের জন্য সরকারের বিভিন্ন দফতরে ছোটাছুটি করেও তা পাননি পরিবারের সদস্যরা। সেই সংক্রান্ত মামলায় ওই দুই মৎসজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য দুই সপ্তাহের মধ্যে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ...