Homeঅজানা পৃথিবীর বিস্ময়কর ও...

অজানা পৃথিবীর বিস্ময়কর ও সুন্দর ১০টি স্থান, দেখুন আমাদের পাতায়…..

The Giant’s Causeway, Northern Ireland

প্রায় ষাট মিলিয়ন বছর আগে অ্যানট্রিম আগ্নেয়গিরি অঞ্চলের মধ্যভাগে অবস্থিত ছিল। স্কটল্যান্ডের দ্বীপপুঞ্জ, আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডের পূর্ব-উপকূলে আগ্নেয়গিরি অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। তরল লাভার পাতলা পাতগুলো এই অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং শীতল হওয়ার সঙ্গে সঙ্গে ওই তরল লাভা ঘন হয়ে সংকুচিত হয়ে পড়ে এবং এই সংকোচনগত ভগ্নাংশগুলো তৈরি হয়। লাভা শীতল হওয়ার মাত্রা একই রকম থাকায় সরলভাবে সংকোচনগত ফাটল সৃষ্টি হয় এবং শীতল হওয়ার মাত্রা যথারীতি চলতে থাকলে অনেক ষড়ভুজাকৃতি স্তম্ভ তৈরি হবে। যেহেতু লাভা শীতল হয়ে গভীরতর দিকে বিস্তৃত হয়। অতএব এই ষড়ভুজাকৃতির ফাটলগুলোও নিচের দিকে বিস্তৃত হয় এবং এভাবেই বিরাট আকারের স্তম্ভের সৃষ্টি হয়।

3. থর’স ওয়েল, ওরিগন, যুক্তরাষ্ট্র:

Thor’s Well, Oregon, USA

কঠিন আবহাওয়ায় থর’স ওয়েলকে স্পাউটিং হর্ন বলা হয়ে থাকে। বিশাল গর্তের ভিতরে প্রচন্ড শক্তিতে জল প্রবেশ করে। কেপ পারপেটুয়া স্কেনিক এরিয়া থেকে দেখতে অনেকটা ক্যাপ্টেন কুক ট্রেল মনে হয়। তাই আপনাকে দূর থেকেই দেখতে হবে এই স্থানটি। ভয়ানক স্থানটির থেকে জোয়ারের সময় বা শীতের ঝড়ের সময় দূরে থাকাই ভাল।

4. পামুক্কালে, তুরস্ক:Pamukkale, Turkey

পামুক্কালের বিস্তীর্ণ ভূমি ট্র্যাভারটাইন দ্বারা নির্মিত। ট্র্যাভারটাইন এক ধরনের পাললিক শিলা যা উষ্ণ জলধারার জল জমা হয়ে তৈরি করে। পামুক্কালেতে ১৭টি উষ্ণ জলধারা রয়েছে যেগুলোতে তাপমাত্রা ৩৫°সে. থেকে ১০০°সে. পর্যন্ত এখানে থাকে। এসব জলধারা থেকে আগত জল ট্র্যাভারটাইন ভূমির ৩২০ মিটার অবধি প্রবাহিত হয় এবং ৬০ থেকে ৭০ মিটার প্রস্থ ও ২৪০ দৈর্ঘ্যবিশিষ্ট এলাকায় ক্যালসিয়াম কার্বনেটের স্তর জমা করে। যখন সর্বোচ্চ পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট ধারণ করে ভূপৃষ্ঠে পৌছায়, তখন কার্বন ডাই অক্সাইড তার থেকে নির্গত হয় এবং ক্যালসিয়াম কার্বনেট জমা পড়ে থাকে। এই জমা হওয়ার প্রক্রিয়া ততক্ষণই প্রবাহিত হতে থাকে, যতক্ষণ না পর্যন্ত জলেতে বিদ্যমান কার্বন ডাইঅক্সাইড বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাথে সঠিক সাম্যাবস্থায় পৌঁছায়। এই জমা হওয়া ক্যালসিয়াম কার্বনেট ধীরে ধীরে শক্ত হয়ে ট্র্যাভারটাইনে পরিণত হয়। এই প্রক্রিয়া আবহাওয়ার অবস্থা, পরিবেষ্টনকারী তাপমাত্রা, জলধারার প্রকৃতির উপর নির্ভর করে। ১৯৮৮ সালে   ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।

5.লেক হিলিয়ার, অস্ট্রেলিয়া:Lake Hillier, Western Australia
লেক হিলিয়ার ১৮০২ সালে আবিষ্কৃত পশ্চিম অস্ট্রেলিয়ার দ্বীপে অবস্থিত। দৈর্ঘ্য মাত্র ২০০০ ফিট। আর প্রস্ত ১২০০ ফিট। ধারণা করা হয়, এর জলের রঙিন হওয়ার পেছনেও রয়েছে এক প্রকার ব্যাকটেরিয়ার ভূমিকা। নাম হল হোলোব্যাকটেরিয়া। যার রঙ হল গোলাপী।
6. বাদাব-ই-সুরাট, ইরান:Badab-e-Surt, Iran

হাজার বছর ধরে তৈরি হওয়া প্রকৃতির এই স্থান অনন্য এক প্রাকৃতিক কীর্তি। ট্রাভেরটাইন এক ধরনের চুনাপাথর যা ক্যালসিয়াম জমা হয়ে তৈরি হয়। এখানে দুটি উষ্ণ প্রসবন রয়েছে, যার দুটিতে ভিন্ন ধাতব ধর্ম রয়েছে। স্থানটিতে হাল্কা লাল রঙ্গের উপত্যকা তৈরি হয়েছে এবং উপরের দিকে লৌহ আকরিক লক্ষ্য করা যায়।

7.তিয়ানজি মাউন্টেন, চিন : The Tianzi mountains, China

জেমস ক্যামেরুনের এভাটার সিনেমাটা নিশ্চয়ই দেখেছেন? এই পাহাড়গুলো সেই মুভিতেই দেখা গেছে। যদিও প্রথমে সবাই ভেবেছিলো সেগুলো ভিজ্যুয়াল এফেক্ট দিয়ে তৈরি করা কিন্তু সত্যি এই পাহাড়গুলোর খোঁজ পাওয়া যায় চিনে। এগুলো এতো খাড়া আর এতো সরু যে, এখানে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়। হাজার হাজার বছর ধরে এই পাহাড়গুলো এভাবেই প্রকৃতির বুকে দাঁড়িয়ে রয়েছে।

 8. সোকোত্রা দ্বীপপুঞ্জ, ইয়েমেন:Socotra Island, Yemen

ইয়েমেনের ড্রাগন ব্লাড ট্রি এক বিস্ময়কর গাছ। উদ্ভিদবিজ্ঞানে তার পরিচয় ড্র্যাকেইনা সিনাবারি। ইয়েমেনের সোকোত্রা দ্বীপপুঞ্জ ছাড়া এই গাছ বিশ্বের আর কোথাও জন্মায় না। বিজ্ঞানীদের মতে, বর্তমান গাছগুলি আসলে প্রাগৈতিহাসিক অরণ্যের অবশিষ্টাংশ। প্রায় সাড়ে তিন কোটি বছর আগে মূল আরব ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সোকোত্রা দ্বীপপুঞ্জ। এই কারণে চারটি দ্বীপে বিবর্তনের প্রভাব পড়েনি। প্রকৃতির খেয়ালে তাই এখানে পরিবর্তনের ছাপ পড়েনি। তার জেরেই এখনও টিকে রয়েছে অতি প্রাচীন হরেক রকম প্রজাতির গাছ।

 9. চকলেট হিলস, ফিলিপাইন : Chocolate Hills of Bohol Island, the Philippines

ফিলিপাইনের বোহো দ্বীপে অবস্থিত এই পাহাড়গুলোর নাম চকলেট হিলস। সারা বছর পাহাড়গুলো সবুজ বর্ণের থাকলেও গ্রীষ্মসহ যে কোন শুষ্ক মৌসুমে-এর লতাপাতাগুলো ব্রাউন বা বাদামী রঙ ধারণ করে, ফলে দূর থেকে দেখলে মনে হয় আপনি কিটক্যাট চকলেটের জগতে চলে এসেছেন। যাবেন নাকি…

10. হ্যান্ড অব দ্য ডেসার্ট, চিলি:

চিলির অ্যাটাকামা মরুভূমি পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল হিসেবে খ্যাত। এই মরুভূমির এক খাঁ খাঁ প্রান্তরে হঠাৎই চোখে পড়তে পারে এক দানবীয় হাত। মরুর বালি ফুঁড়ে উঠে আসা হাতটি যেন থামতে বলছে কাউকে। আচমকা দেখলে মনে হতেই পারে, কোনো ফিউচারিস্টিক সিনেমার সেট-এ প্রবেশ করতে হয়েছে। কিন্তু এই হাতটি একান্তভাবেই সত্য। ‘মানও দেল দেসিয়ার্তো’ বা ‘হ্যান্ড অব দ্য ডেসার্ট’ আসলে ৩৬ ফুট উঁচু একটি ভাস্কর্য। চিলির প্রখ্যাত ভাস্কর মারিও ইররাজাবাল ১৯৯২ সালে এটিকে তৈরি করেন। দেখতে যত বিদঘুটেই হোক না কেন, কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য বা চমক তৈরির অভিপ্রায় ইররাজাবালের ছিল না। তিনি এই ভাস্কর্যটি তৈরি করেন একেবারেই এক দার্শনিক ভাবনা থেকে।

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Afghanistan flash floods: মরু দেশ আফগানিস্তান বৃষ্টি হরপা বান, ভেসে যাচ্ছে সব

  Afghanistan flash floods: পাহাড় মরুভুমির দেশ আফগানিস্তান। সেখানে হঠাৎ করেই...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Afghanistan flash floods: মরু দেশ আফগানিস্তান বৃষ্টি হরপা বান, ভেসে যাচ্ছে সব

  Afghanistan flash floods: পাহাড় মরুভুমির দেশ আফগানিস্তান। সেখানে হঠাৎ করেই প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে চতুর্দিক। আফগানিস্তানে হঠাৎ করেই হড়পা বান। এক দিনের অতিবৃষ্টিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ জন। জলের তোড়ে ভেসে গেছে হাজার হাজার বাড়ি। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজার হাজার আফগান।এককথায় আফগানিস্তানে চলছে মৃত্যু...

জলঙ্গির জলে ভেসে উঠল বিশালাকার কুমির! আতঙ্কে নদীতে নামা বন্ধ করলেন স্থানীয়রা

নদীতে স্নান করার সময় হঠাৎই জলে ভেসে উঠল একটি বৃহদাকারী প্রাণী। পরে জানা যায়, আসলে প্রাণীটি অন্য কিছু নয়, সেটি হল আস্ত একটি কুমির। আর তারপরেই আতঙ্কে কার্যত নদীতে নামা বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। নদিয়ার মায়াপুরের তারিণীপুর ঘাটে এই কুমির দেখতে পাওয়া যায়। তা...

চা–বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগাল বন দফতর, চিতা বাঘের খোঁজে চলছে জোর তল্লাশি

আজ, রবিবার চিতা বাঘের খোঁজে এবার চা–বাগানে ট্র্যাপ ক্যামেরা লাগালো বন দফতর। এই ঘটনা নিয়ে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে। সেই আতঙ্ক কাটাতে ড্রোন ক্যামেরায় চলল জোরদার তল্লাশি। কারণ চিতা বাঘের আতঙ্কে ঘুম উড়ে গিয়েছে বানারহাট ব্লকের লক্ষ্মীপাড়া চা–বাগানের শ্রমিকদের। এখানে চিতা বাঘের পায়ের ছাপ...

BSF: লোকসভা নির্বাচনের চতুর্থ দফার এক দিন আগে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করল বিএসএফ

    BSF: আগামী ১৩ মে দেশে অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচনের চতুর্থ পর্ব। আর তার আগে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। এদিন ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ বাংলাদেশীদের একটি বিশাল অনুপ্রবেশ বানচাল করল বিএসএফ। উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত এলাকায় মোতায়েন করা ৬৮তম কোরের বিএসএফ জওয়ানরা ১১ ও ১২ মে...

Suryakant Mishra: বিধানসভা ভোটের আগেই সরকার পড়ে যাবে, শুভেন্দুর সুরেই তোপ সূর্যকান্তের, পালটা দিল TMC

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বরাবরই দাবি করে আসছেন বিধানসভা ভোটের আগেই সরকার পড়ে যাবে। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। আর এবার সেই পথেই হেঁটে তৃণমূল সরকার পড়ে যাওয়ার সময় বেঁধে দিলেন সিপিএমের...

Israel-Hamas War: হামাসের হয়ে কথা বলছে যুক্তরাষ্ট্র? বেঁকে দাঁড়াল ইসরায়েলের বিরুদ্ধে

  Israel-Hamas War: নেতানিয়াহুর হুমকি, ইসরায়েল প্রয়োজনে একা দাঁড়াবে। লড়াই করবে সামর্থ্যের শেষটুকু দিয়ে । দরকার নেই যুক্তরাষ্ট্রকে। আর এভাবেই একা হয়ে যাচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সুর কিন্তু খারাপ। গাজায় হামাসের কাছে হেরে যেতে পারে ইসরায়েল। ওয়াশিংটন হঠাৎ হামাসের হয়ে কথা বলছে কেন ? যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে...

পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের নতুন গন্তব্য সাংলাফু লেক

ডেস্ক: পর্যটকদের জন্য এক নতুন গন্তব্যের দরজা খুলে দিল সিকিম। উত্তর সিকিমের ‘সাংলাফু চো’ বা সাংলাফু লেক। লাচুং থেকে জিরো পয়েন্ট তথা ইউমেসামডং হয়ে যেতে হয় এই গন্তব্যে। সমুদ্রতল থেকে ৫০৮০ মিটার অর্থাৎ প্রায় ১৬৬৭০ ফুট উঁচুতে অবস্থিত এই লেক জিরো পয়েন্ট থেকে ৫ কিমি...

প্রধানমন্ত্রী-রাহুল গান্ধী মুখোমুখি বিতর্ক নিয়ে চর্চা তুঙ্গে! মোদী রাজি কি না জানা না গেলেও কটাক্ষের বন্যা বইয়ে দিচ্ছে বিজেপি

নয়াদিল্লি: লোকসভা নির্বাচন নিয়ে দেশ জুড়ে উত্তেজনা। এরই মধ্যে দুই অবসরপ্রাপ্ত বিচারপতি এবং একজন প্রাক্তন সংবাদপত্র সম্পাদক রাহুল গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি প্রকাশ্য বিতর্কের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছেন। শনিবার কংগ্রেস নেতা সেই আমন্ত্রণ গ্রহণ করে চ্যালেঞ্জও জানান মোদীকে। তবে এ ব্যাপারে রাহুলকে কটাক্ষ...

Sandeshkhali new sting video: সন্দেশখালির জন্য কত মদ, টাকা, অস্ত্র লাগবে? হিসাব ‘গঙ্গাধরের’, সামনে নয়া ভিডিয়ো

প্রথম পর্বের আটদিনের মাথায় সন্দেশখালির স্টিং অপারেশনের দ্বিতীয় ভিডিয়ো প্রকাশ্যে এল। 'উইলিয়ামস' নামে একটি ইউটিউব অ্যাকাউন্ট থেকে ওই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) আপলোড করা হয়েছে। প্রথম পর্বের মতোই ওই ভিডিয়োয় স্যান্ডো গেঞ্জি পরা এক ব্যক্তিকে দেখা গিয়েছে। যিনি সন্দেশখালি-২ ব্লকের বিজেপির...

Anubrata Mondal: অনুব্রতের বাড়ির ছাদে উড়ছে ‘জয় শ্রীরাম’ লেখা গেরুয়া পতাকা, লাগাল কে? কেউ জানে না

তিহাড় জেলে বন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা। এরই মধ্যে তাঁর বোলপুরের বাড়িতে ছাদের মাথায় 'জয় শ্রীরাম' লেখা গেরুয়া ধ্বজা উড়তে দেখা গেল। যা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হল বিতর্ক। বিরোধীদের দাবি, তলায় তলায় বিজেপির সঙ্গে আঁতাত হয়েছে তৃণমূলের। এই পতাকা...

Khejuri BJP joining: ভোটের আগে সভাপতির দলবদল, খেজুরি ২ পঞ্চায়েত সমিতি TMCর হাতছাড়া বলে দাবি BJPর

লোকসভা নির্বাচনের চলাকালীন পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বড়সড় ধাক্কা খেল তৃণমূল। পঞ্চায়েত সমিতির দলবদলু সভাপতি আচমকা তৃণমূল ছেড়ে বিজেপিতে ফেরায় শাসকদলের হাতছাড়া হল খেজুরি ২ নম্বর সমিতি। এর আগে সমিতির বোর্ড গঠনের মুহূর্তে তৃণমূলে যোগ দিয়ে সভাপতি পদে বসেছিলেন বিজেপির টিকিটে জয়ী উদয়শংকর মাইতি। তার...

HS result 2024: HS-এ ৬ নম্বরের জন্য মেলেনি স্টার, ‘কাউকে মুখ দেখাতে পারছি না’ লিখে নিখোঁজ ছাত্রী

আশানুরূপ হয়নি উচ্চমাধ্যমিকের ফল। সেই কষ্টে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন ছাত্রী। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন ওই ছাত্রী। ইতিমধ্যেই থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ছাত্রীর পরিবারের সদস্যরা। কিন্তু, এখনও পর্যন্ত তার কোনও হদিশ মেলেনি। এই অবস্থায় পুলিশের...