Homeআপডেটজীবনে ফিরিয়ে আনুন আর্থিক সমৃদ্ধি, শান্তি, ভালোবাসা ~ জেনে...

জীবনে ফিরিয়ে আনুন আর্থিক সমৃদ্ধি, শান্তি, ভালোবাসা ~ জেনে নিন ফেং-শুই এর কিছু পরামর্শ…

দুর্ভাগ্য পিছু ছাড়ছে না আপনার? পুজো পাঠ, তাবিজ কবচে কিছুই হচ্ছে না? কেন জানেন? আপনার ঘরের মধ্যেই লুকিয়ে রয়েছে বাস্তু দোষ৷ যে দোষের প্রকোপে দুর্ভাগ্যের ফেরে আপনি৷ এর সমাধান রয়েছে চিনা বাস্তুশাস্ত্রের এক অতি প্রাচীন পদ্ধতি ফেং সুই-এর কাছে৷

আজ থেকে প্রায় ৩ হাজার বছর আগে চিনে এই শাস্ত্রের জন্ম হয়। অনেকে আবার এ পদ্ধতিকে ৫ হাজার বছরের পুরনো পদ্ধতি বলে দাবি করেন। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, প্রাচীনকালে চিনের রাজপরিবারের বিভিন্ন পরীক্ষাতে ফেং সুই দক্ষতার প্রমাণ দিতে হতো তৎকালীন রাজারা তাদের কর্মচারীদের মধ্যে ফেং সুই মাস্টারদের নিয়োগ করতেন বলে জানা যায়।

সে তো ধরুন গল্পকথা৷ কিন্তু আজকের দিনেও ফেং শুই আপনার জীবনে ভাগ্য ফেরাতে পারে৷ কীভাবে? রইল টিপস

১. ঘরের দেওয়ালের দিকে পিছন করে সব আসবাব রাখবেন না৷ ফেং শুই বিশেষজ্ঞ কারেন রাউচ কার্টার বলছেন কমিউনিকেশন বাড়বে এরকম ভাবে নিজের ঘর সাজান৷ অর্থাৎ মুখোমুখি সাজান আসবাব৷ কিন্তু সব আসবাব দেওয়ালের দিক করে রাখবেন না৷ যাতে মুখোমুখি বসে আপনার অতিথিরা কথা বলতে পারেন৷

২. রান্নাঘর পরিস্কার রাখুন, আর্থিক ভাগ্য ফিরবে আপনার৷ ফেং শুই বলছে অর্থ ঘরে আনতে রান্নাঘর খুবই গুরুত্বপূর্ণ৷ তাই আপনার রান্নাঘর ও ফ্রিজ পরিস্কার রাখুন৷ সতেজ খাবারে পূর্ণ থাকুক ফ্রিজ৷  বিশেষ করে গ্যাস ও তার আশপাশের এলাকা যেন থাকে পরিস্কর৷ গ্যাস ওভেনের প্রতিটি বার্নার সমানভাবে যেন জ্বলে ও খাবার টেবিলের কোণাগুলি ফাঁকা রাখুন৷

৩. জীবনে ভালবাসার অভাব? সমাধান দিচ্ছে ফেং শুই৷ এর মতে প্রতিটি ঘরে একই দেখতে দুটি করে আসবাব রাখুন৷ অন্তত, ঘরের কোণায় থাকুক দুটি চেয়ার, একই দেখতে৷ একাকীত্ব কাটাতে সরিয়ে ফেলুন একটি ছবি বা আর্ট ওয়ার্কের নমুনা৷ দেওয়ালে আসুক জোড়া ছবি বা আর্ট ওয়ার্ক৷ আপনার চারপাশে সবকিছু থাকুক জোড়ায় জোড়ায়।

Image result for feng shui wall colour

Image result for feng shui wall colour

৪. অর্থকে স্বাগত জানান ঘরে লাল, পার্পল বা সবুজ রং করিয়ে৷ ফেং শুই বলছে রংএর প্রভাব প্রত্যেক মানুষের জীবনে অপরিসীম৷ তাই সৌভাগ্যও আসে সেই রং-এর হাত ধরেই।

৫. হাসিখুশি মুখের ছবি লাগান ঘরে৷ বিশেষত, বাড়ির মানুষদের, আপনার প্রিয়জনের ছবি ঘরের দেওয়ালে লাগিয়ে রাখুন৷ এতে স্ট্রেস কমবে, সুস্থ পরিবেশ বজায় থাকবে বাড়িতে৷ বিশেষত শোওয়ার ঘরে  থাকুক দম্পতির ছবি।

Image result for feng shui front door

৬. ঘরের সদর দরজা এমনভাবে বানান, যা আকর্ষণ করে অতিথিকে৷ সুন্দর পরিচ্ছন্ন থাকুক দরজার চারপাশ৷ বাড়ি বরাবর সোজা রাখুন সদর দরজাকে৷ ওয়েলকাম ম্যাট বা সদর দরজার সামনে রাখা পাপোশ হবে উজ্জ্বল রং-এর।

৭. বাড়ির পরিবেশে সুস্থ আবহাওয়া ফিরিয়ে আনতে খাবার টেবিল রাখুন গোলাকা৷ তার চারপাশে সাজিয়ে রাখুন চেয়ার গুলিকে৷ ফেং শুই বলছে এমনভাবে খাবার টেবিল সাজানো হোক, যাতে প্রত্যেকে প্রত্যেকের মুখ দেখতে পায়

৮. বাগান হোক পরিচ্ছন্ন৷ আগাছা সরিয়ে সেখানে রাখুন গাছ ও জলের ফোয়ারা৷ পজিটিভ এনার্জিকে ডেকে আনে গাছ ও জল৷ ফুল সৌভাগ্যের প্রতীক৷ তাই বাগানে প্রচুর ফুল গাছ লাগাতে পারেন ।

৯. মূল শোওয়ার ঘর খুব না বড় হলেও তা আরামদায়ক হিসেবে তৈরি করুন৷ বাড়ির প্রতিটি ঘর আরামদায়ক হলে তা সৌভাগ্যকে ডেকে আনে

Image result for feng shui fountain front door

১০. ফাউন্টেন আপনার ভাগ্য ফিরিয়ে আনার ক্ষেত্রে বিশেষ উপযোগী৷ বাড়ির সদরদরজার সামনে একটি ফাউন্টেন রাখুন৷ তাহলেই তা আপনার সৌভাগ্যের কারণ হতে পারে৷ কিন্তু সেই ফাউন্টেনের জল প্রতিদিন বদলানোর বিশেষ প্রয়োজন৷ আরও যদি ভাগ্য ফেরাতে চান তাহলে ওই ফাউন্টেনের মধ্যে রাখুন তিনটি চকচকে মুদ্রা।

Image result for feng shui gold fish

১১. বাড়িতে অ্যাকিউরিয়ামের মধ্যে গোল্ডফিশ রাখুন৷ তাহলেই দেখবেন আপনি আর্থিক ক্ষেত্রে কতটা সৌভাগ্যশালী৷ বাড়ির সদর দরজার সামনে কিংবা বাড়ির বাঁদিকে গোল্ডফিস সহ অ্যাকিউরিয়াম রাখুন, যা আপনার জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনতে সক্ষম৷ যদি জীবনে কোনও কঠিন সময়ের মধ্যে দিয়ে যান, কিংবা আপনার স্বাস্থ যদি ভালো না থাকে তবে গোল্ডফিসের পাশাপাশি ওই  অ্যাকিউরিয়ামে আরও আটটি কালো মাছ রাখুন।

Related image

১২. বাড়ির শোওয়ার ঘরে এমন কিছু রাখুন, যা আপনাকে মজা দেবে৷ কোনও মজাদার ছবি বা ভাস্কর্য, অথবা ঘরের একটা কোণ একটু অন্যরকম করে সাজিয়ে দেখতে পারেন।

Related image

১৩. ঘরে কোনও জলের ছবি রাখবেন না৷ এমন কোনও ছবি যেখানে দেখা যাচ্ছে জল পড়ছে বা বয়ে যাচ্ছে৷ ফেং শুই বলে এমন ছবির অর্থ আপনার হাত থেকে টাকা পয়সা চলে যাচ্ছে৷ বা অতিরিক্ত খরচের অর্থ বহন করে এইসব ছবি।

Image result for feng shui water photos of sword

১৪.  তলোয়ার বা ধারালো কোনও বস্তু দেওয়ালে টাঙিয়ে রাখবেন না৷ কোণাকুণি রাখা তরোয়ালের কোনও ছবিও রাখবেন না ঘরে৷ বাড়িতে অশান্তি  বয়ে  আনে এই ধরণের ছবি।

Image result for well maintained almirah

১৫. আপনার আলমারির জিনিসপত্র যেন গোছানো থাকে৷ পাশাপাশি শোওয়ার ঘর কোনও আবর্জনা বা বাজে জিনিসে ভরিয়ে তুলবেন না৷ বাস্তু অনুযায়ী আপনি যে বিছানায় ঘুমোন তার নিচে কোনও জিনিস না রাখলেই ভালো।

১৬. ঘরের দক্ষিণ-পূর্ব দিকের সঙ্গে ধন-সম্পত্তির যোগ থাকে, তাই এই দিক নিয়েও একটু যত্নবান হওয়া প্রয়োজন৷ ফেং সুই এর  সঙ্গে  যুক্ত  কিছু  জিনিস  এখানেও  রাখুন, ইতিবাচক ফল পেতে পারেন।

Image result for scraps at household

১৭. ভাঙাচোরা, অ-দরকারী জিনিসপত্র সরিয়ে ফেলুন।কারণ ঘর নোংরার  পাশাপাশি যতবার এসব ভাঙাচোরার  দিকে নজর যাবে,  নেতিবাচক  শক্তি  প্রভাব ফেলবে  আপনার উপর।

Image result for feng shui office door
১৮. অফিসে কাজ করার সময় চোখের সামনে দরজা থাকলে ভালো হয়। আরামদায়ক অনুভুতি তৈরি হবে।

Related image

১৯. মোমবাতির একটি ক্যান্ডেল স্টিক রাখুন বেডরুমে৷ এতে ঘরের সৌন্দর্য যেমন বাড়বে তেমনই সঙ্গীনির সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। এছাড়াও রাখুন ফুলদানি৷ বেডরুমে একটি বিশাল লম্বা জানলা রাখুন৷ তার সামনে রাখুন দুটি চেয়ার৷ যেখানে আপনারা আপনাদের অবসর সময়ে  বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করুন।

 

 

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

Madhyamik Result Success story: আদিবাসী গ্রাম থেকে প্রথম মাধ্যমিক উত্তীর্ণ হল গৌরী

শত প্রতিবন্ধকতা অগ্রাহ্য করে আদিবাসী গ্রামের প্রথম শিক্ষার্থী...

Landy Párraga: কাল হল ইনস্টাগ্রাম স্টোরি! এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা বিখ্যাত মডেলের দেহ

  Landy Párraga: ইনস্টাগ্রামে স্টোরি দেওয়াই হল কাল! প্রকাশ্য দিবালোকে গুলিতে...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Kestopur Canal: ছুটির দিন সকালে কেষ্টপুর খালে চলছিল আবর্জনা পরিষ্কারের কাজ, তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা

সাত সকালে খাল পরিষ্কারের সময় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার কেষ্টপুরে। স্থানীয়রা জানিয়েছেন, মাঝবয়সী ওই যুবকের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। তবে যুবককে চিনতে পারেননি কেউ। খবর পেয়ে বাগুইআটি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।আরও পড়ুন: ভিডিয়ো...

Madhyamik Result Success story: আদিবাসী গ্রাম থেকে প্রথম মাধ্যমিক উত্তীর্ণ হল গৌরী

শত প্রতিবন্ধকতা অগ্রাহ্য করে আদিবাসী গ্রামের প্রথম শিক্ষার্থী হিসেবে গৌরী হেমব্রম মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হল। এই খবরই এখন সংবাদ শিরোনামে। এর আগে এই গ্রামের কোন ছেলেমেয়েই মাধ্যমিক পরীক্ষার গণ্ডি টপকাতে পারেনি, তাই গ্রামবাসীরাও উচ্ছ্বসিত গৌরীর সাফল্যে। বহু পড়ুয়ার কাছে গৌরী এখন অনুপ্রেরণা। শান্তিনিকেতন থানার...

Bihar Weird Wedding: শাশুড়ির প্রেমে হাবুডুবু খাচ্ছিল জামাই, ফষ্টিনষ্টি ধরা পড়তেই শ্বশুর যা করল

  Bihar Weird Wedding: বৌ মারা যেতেই শাশুড়ির প্রেমে হাবুডুবু খাচ্ছে জামাই। শাশুড়ি-জামাইয়ের রাসলীলা দেখে তাজ্জব গোটা দেশ। শাশুড়িকে ভালবেসে দুনিয়া উজাড় করে দিতেও রাজি তিনি। ওদিকে জামাইয়ের ডাক ফেরাতে পারেননি শাশুড়িও। ঘটনা শুনলেই কানে হাত চাপা দিচ্ছেন আম জনতা। নাহ্, কোনও সিনেমা নয়। বাস্তবেই ঘটেছে এমন...

Landy Párraga: কাল হল ইনস্টাগ্রাম স্টোরি! এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা বিখ্যাত মডেলের দেহ

  Landy Párraga: ইনস্টাগ্রামে স্টোরি দেওয়াই হল কাল! প্রকাশ্য দিবালোকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হল মডেল সুন্দরীর দেহ। মুহুর্তের মধ্যেই শেষ হয়ে গেল তরতাজা একটা প্রাণ! দিনের আলোতেই চলল এলোপাথাড়ি গুলি। সাবেক সুন্দরীর ভয়ঙ্কর পরিণতি দেখে শিউরে উঠছে মানুষ। ইনস্টাগ্রামে একটি পোস্ট করায় খুন হতে হল এই...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

মিস ইউনিভার্স বুয়েনেস আইরেস ২০২৪ হলেন ষাট বছর বয়সী আলেকজান্দ্রা মারিসা রদ্রিগেজ। সৌন্দর্যের সমস্ত স্টিরিওটাইপ ধারণাগুলোকে ভেঙে দিয়েছেন তিনি। ইতিহাস তৈরি করেছেন পেশায় আইনজীবী ও সাংবাদিক রদ্রিগেজ। ষাট বছর বয়সে তিনিই প্রথম মহিলা যিনি এই পুরস্কার পেলেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বয়সসীমা অপসারণের পরই তাঁর এই জয়...

WB governor molestation case: তদন্ত করা যাবে না, বললেন রাজ্যপাল, পুলিশের কাছে মুখ খুলতে বারণ রাজভবন কর্মীদের

সাংবিধানিক রক্ষাকবচ আছে, তাই আমার বিরুদ্ধে তদন্ত করা যাবে না। নেওয়া যাবে না কোনও ব্যবস্থা। হুংকার দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি জানিয়েছেন যে সংবিধান তাঁকে রক্ষাকবচ দিয়েছে। তাই তিনি যতদিন রাজ্যপালের কুর্সিতে বসে আছেন, ততদিন তাঁর বিরুদ্ধে কোনও তদন্ত করতে পারবে না...

পশ্চিমবঙ্গ পুলিশের শেষ পর্যন্ত ফেলুদার শরণাপন্ন, লক্ষ্য ভুয়ো কল নিয়ে সচেতনতা

গোটা দক্ষিণ এশিয়ার সঙ্গে সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও তাপপ্রবাহ ক্রমবর্ধমান। এরই মাঝে বিদ্যুৎ পরিষেবা নিয়ে নাজেহাল হচ্ছে সাধারণ মানুষ! না বিদ্যুৎ চলে যাওয়ার সমস্যা নয়, আপনার নম্বরে ফোন করে বলা হচ্ছে, আপনার বিদ্যুতের বিল এখনই পেমেন্ট করুন, নতুবা লাইন কেটে দেওয়া হবে। কিংবা সরকারি মোড়কে...

ভারতের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রথম মুখোমুখি হতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নয়াদিল্লি: জুলাইয়ের প্রথম দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। ভারতে এখন লোকসভা ভোট চলছে। ফলাফল আগামী ৪ জুন। নয়াদিল্লিতে গঠিত হবে নতুন সরকার। তার পরপরই নয়াদিল্লি আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই একই সময়ে চিন সফরেও যাবেন হাসিনা। ওয়াকিবহাল মহলের মতে, ঢাকা ও...

এ বার সমুদ্র তোলপাড় করবে চিন! বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ নিয়ে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ বেজিংয়ের

সমুদ্রের বুক চিরে ভয়ঙ্কর যুদ্ধ! বুধবার নিজেদের তৃতীয় বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’-এর প্রথম পরীক্ষামূলক প্রয়োগ করল চিন। আমেরিকার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, বেজিং নিজের নৌবাহিনীর শক্তি বাড়াতে এই যুদ্ধজাহাজ পরীক্ষা করেছে। বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ ফুজিয়ানকে চিনের সবচেয়ে উন্নত এবং বৃহত্তম বিমানবাহী রণতরী হিসেবে বিবেচনা করা হয়। বলে রাখা ভালো,...

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

ছয় দিন ধরে নিখোঁজ ‘তারক মেহতা কা উল্টা চশমা’ খ্যাত অভিনেতা গুরুচরণ সিং, যিনি রোশন সিং সোধির ভূমিকায় অভিনয় করেছিলেন।গুরুচরণ সিংয়ের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি অপহরণের মামলা দায়ের করেছে। ৫০ বছর বয়সি অভিনেতাকে খুঁজে বের করতে বেশ কয়েকটি দল গঠন করা হয়েছে। সূত্রের খবর, প্রাথমিক তদন্তে...

লোডশেডিং–ভোল্টেজ সমস্যায় জেরবার শহরের বাসিন্দারা, উদ্যোগ নিলেন মেয়র

রাজ্যজুড়ে তীব্র দাবদাহে পুড়ছে মানুষজন। এই আবহে গত ১৫ দিনের রোজই কোনও না কোনও সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। দক্ষিণ কলকাতা থেকে শহরতলির বেশ কিছু এলাকার মানুষ এই সমস্যায় পড়েছেন। এমনকী দেখা গেল, বিদ্যুৎ আছে। অথচ ভোল্টেজ কমে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হচ্ছে। তার...

Vulture: বিষক্রিয়ায় অসুস্থ হওয়া ১৫টি বিপন্ন প্রজাতির শকুনকে উদ্ধার করল বন দফতর

এক সময় গ্রামেগঞ্জে অবাধে বিচরণ করে বেড়াত শকুন। তবে গত দু’দশকের মধ্যে ভারতে শকুনের সংখ্যা প্রায় ৯০ শতাংশেরও বেশি কমে গিয়েছে। আর হোয়াইট ব্যাকড, স্লেন্ডার বিলড, লং বিলড প্রজাতির শকুন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুনও কমে গিয়েছে। এই অবস্থায় সঙ্কটাপূর্ণ এই...