Homeখেলাধুলোভারতের বিরুদ্ধে লজ্জার হার!...

ভারতের বিরুদ্ধে লজ্জার হার! তারপর এ কী বললেন টেম্বা বাভুমা, তুমুল শোরগোল World Cup 2023 South Africa Captain Temba Bavuma Make some Interesting Comments after Big Loss against Indian Team in ICC World Cup 2023 sup tc


রবিবার কলকাতার ইডেন গার্ডেনসে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানে রয়েছে দু’টি দলই। সেই সঙ্গে এই দুই দলে রয়েছে সেরা বোলিং লাইন-আপ। শুধু তা-ই নয়, সেরার সেরা আক্রমণাত্মক ব্যাটারও রয়েছেন উভয় দলে। ফলে মনে করা হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। কিন্তু আদতে তা হয়নি। অন্যান্য দলের মতই প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে ২৪৩ রানের বড় ব্যবধানে একতরফা জয় পায় টিম ইন্ডিয়া। কিন্তু ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমার মন্তব্য নিয়ে তৈরি হয়েছে শোরগোল।

ম্যাচে প্রথমে ব্যাট করে ৩২৬ রান করে ভারতীয় দল। দলের হয়ে সর্বোচ্চ ১০১ রানের স্মরণীয় ইনিংস খেলেন বিরাট কোহলি। ৩৫ তম জন্মদিনে ৪৯ তম ওডিআই শতরান করে সচিন তেন্ডুলকরের সঙ্গে একই আসনে বিরাজমান হন কোহলি। এছাড়া শ্রেয়স আইয়ার করেন ৭৭ রান ও রোহিত শর্মা করেন ৪০ রান। রান তাড়া করতে নেমে ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে মাত্র ৮৩ রানেই শেষ হয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস। রবীন্দ্র জাদেজা ৫টি, মহম্মদ শামি ও কুলদীপ যাদব ২টি করে ও মহম্মদ সিরাজ একটি উইকেট নেন।

সেমিফাইনালের প্রায় দোরগোড়ায় পৌঁছে এত বড় ব্যবধানে হার দক্ষিণ আফ্রিকার জন্য বেশ হতাশার। কিন্তু তা সত্ত্বেও ভেঙে পড়ছেন না দলের অধিনায়ক টেম্বা বাভুমা। বরাবরই তাঁর রসবোধ নিয়ে চর্চা হয়। ম্যাচের পর বাভুমাকে জিজ্ঞাসা করা হয় যে, “ম্যাচে প্রথম ১০ ওভারই কি আপনাদের হতাশার কারণ?” প্রশ্নের জবাবে রসিকতা করে বাভুমা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, “ব্যাট নিয়ে না কি বল নিয়ে?” উপস্থাপক বলেন, “বল নিয়ে?”

এরপর বাভুমা বলেন, “বল করার সময় প্রথম ১০ ওভার ছিল একটা চ্যালেঞ্জ। প্রথম ১০ ওভারেই ভারতীয় দল ৯০ রান তুলে দেয়। এরপর থেকে আমরা ভালই বল করেছি। কারণ রান রেট কমিয়ে আনতে পেরেছিলাম। তবে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল উইকেট ফেলা। আর ভারত সেটাই দেয়নি। আসলে খেলাটা দাঁড় করিয়ে দিয়েছিলেন রোহিত শর্মা। এদিকে কোহলি আর আইয়ারেরও দুর্দান্ত পার্টনারশিপ ছিল। এই পরিস্থিতি অনেক বড় শিক্ষা দিয়েছে। খেলার উইকেট যেমনটা ভেবেছিলাম, তেমনটাই ছিল। কিন্তু আমরাই ভাল ভাবে খেলতে পারিনি।”

আরও পড়ুনঃ  World Cup 2023: পাকিস্তান ও নিউজিল্যান্ডের পয়েন্ট ও রানরেট যদি এক হয়, তাহলে সেমিফাইনালে কে খেলবে ভারতের বিরুদ্ধে

এখানেই শেষ নয়, ম্যাচের পরে এই হতাশাজনক হারের কারণও তুলে ধরেছেন বাভুমা। তবে তাঁর বক্তব্য, কোহলি কিংবা আইয়ার নন, তাঁদের হারের বীজ বপন করে দিয়েছিলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের কথায়, রোহিত শর্মার আগ্রাসী খেলার কারণে রীতিমতো কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলেন তাঁর দলের (দক্ষিণ আফ্রিকা) বোলাররা।

Tags: ICC World Cup 2023, Indian Team, ODI World Cup 2023, South Africa, World cup 2023



খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

- A word from our sponsors -

spot_img

Most Popular

আরও খবর...

- A word from our sponsors -

spot_img

সব খবর...

Jadavpur Vidyapith in HS 2024 Result: ফার্স্ট ডিভিশনে ৯৫% পড়ুয়া! উচ্চমাধ্যমিকে সর্বোচ্চ ৪৭৩ উঠল যাদবপুর বিদ্যাপীঠে

কলকাতার অন্যতম প্রথমসারির স্কুল, আর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলেও সেটার প্রমাণ মিলল। এবার যাদবপুর বিদ্যাপীঠের প্রায় ৯৫ শতাংশ পড়ুয়াই ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানিয়েছেন, এবার মোট ২৫৮ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে মাত্র ১৩ জন...

Migrant worker’s son 9th in HS: HS-এ নবম পরিযায়ী শ্রমিকের ছেলে, সুস্থ সমাজ গড়ে তোলাই লক্ষ্য, হতে চান IAS

বাবা পরিযায়ী শ্রমিক। মা অন্যের জমিতে দিনমজুরের কাজ করেন। অভাব অনটনের সংসারেও উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফল করে সকলকে তাক লাগিয়ে দিলেন কালিয়াগঞ্জের প্রত্যন্ত গ্রাম ভেউরের বাসিন্দা প্রীতম্বর বর্মন। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থানে জায়গা করে নিয়েছেন প্রত্যন্ত গ্রামের এই পড়ুয়া। তার মোট প্রাপ্ত...

Love hits border hurdle: প্রেমের টানে বাংলাদেশ থেকে মালবাজারে যুবক, পাচারের সন্দেহে মারধর মেয়ের পরিবারের

প্রেমের টানে বাংলাদেশ থেকে এপার বাংলায় চলে এসেছিল এক যুবক। এখানে আসার পর মালবাজারের বাসিন্দা এক তরুণীকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই যুবক। সেই সময় তাকে ধরে ফেলে পুলিশ। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ওই যুবকের বিরুদ্ধে পাচারের চেষ্টার...

HS 2024 Result Declared: উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হল! কত নম্বর পেয়েছেন? এখানেই দেখে নিন নিজের রেজাল্ট

উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে গেল। এখন সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করছে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ। সেই সাংবাদিক বৈঠক কিছুক্ষণ চলবে। তবে নিজেদের রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কারণ দুপুর ৩ টে থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন...

Coochbehar Sunity Academy: HS মেধা তালিকায় নজর কাড়ল কোচবিহারের সুনীতি একাডেমি, সফলতার মন্ত্রটা জেনে নিন

সুনীতি একাডেমি। ফের মেধাতালিকায় জ্বলজ্বল করছে কোচবিহারের সরকারি এই স্কুলের নাম। অতীতে যে স্কুল নারীশিক্ষায় আলোকবর্তিকাকে তুলে ধরেছিল সেই স্কুল ফের জানিয়ে দিল বাংলার শিক্ষাক্ষেত্রে তার উজ্জ্বল উপস্থিতি। এবারও একাধিক ছাত্রী উচ্চমাধ্যমিকে রাজ্যের মেধাতালিকায় স্থান করে নিয়েছে।স্কুল সূত্রের জানা গিয়েছে এবার সব মিলিয়ে ১২৯জন পরীক্ষা...

Narendrapur Ramakrishna Mission in HS: মাধ্যমিকে ৬, উচ্চমাধ্যমিকে ৬, মেধাতালিকা মানেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের জয়!

মাধ্যমিকে ছিল ছয়জন। উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছয় পড়ুয়া। একজন দ্বিতীয় স্থান অধিকার করেছেন। একজন ষষ্ঠ স্থানে আছে। নবম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র। আর দশম স্থানে আছে আরও দু'জন পড়ুয়া। আর তাঁদের মধ্যে দু'জনের উচ্চমাধ্যমিক স্তরে...

Santanu Thakur: অসমের ডিটেনশন ক্যাম্পের ভুয়ো ছবি বানিয়ে পোস্টার ছাপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

CAA নিয়ে তৃণমূলের অপপ্রচারের অভিযোগে ফের একবার সরব হলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তাঁর দাবি, সম্প্রতি তৃণমূলের তরফে প্রচারিত একটি পোস্টারে অসমের ডিটেশন ক্যাম্পে বন্দি এমন সব মানুষের ছবি দেখানো হয়েছে যারা আসলে অসমের বাসিন্দাই নন। তৃণমূলের...

BSF Firing: গরুপাচারের জন্য কাঁটাতারের বেড়া কাটার চেষ্টা, BSFএর গুলিতে নিহত ২ বাংলাদেশি

দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ার ভারত - বাংলাদেশ সীমান্ত থেকে ২ বাংলাদেশির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কাঁটাতারের বেড়া কেটে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে অনুমান। বুধবার সকালে ফাঁসিদেওয়ার ভারত -বাংলাদেশ সীমান্তের ফকিরপাড়া এলাকায় সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে দুই বাংলাদেশির মৃত্যুর...

Sandeshkhali latest Update: মাঝরাতে রেপ? কিছুই হয়নি, মিথ্যে বুঝিয়ে সই করিয়েছিল, সন্দেশখালিকাণ্ডে বিস্ফোরক মহিলা

সন্দেশখালিকাণ্ড কি বুমেরাং হয়ে ফিরছে বিজেপির দিকে? যেভাবে একের পর এক অভিযোগ সামনে আসছে তাতে ক্রমেই অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের। সন্দেশখালির এক মহিলা সংবাদমাধ্য়মের ক্যামেরার সামনে দাবি করেছেন, ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগে সই করিয়ে নেওয়া হয়েছে। ধর্ষণের সাজানো কথা বলানো হয়েছিল। সবটাই ভুল বুঝিয়ে করানো হয়েছিল।...

Kolkata Municipal Corporation: ১০০ মিমি বৃষ্টি হলেও দ্রুত নামবে জল, কত সময় লাগবে? জানিয়ে দিল কলকাতা পুরসভা

বর্ষা এলেই জলমগ্ন হয়ে ওঠে কলকাতার বিভিন্ন প্রান্ত। কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর অবধি জল জমে। অনেক ক্ষেত্রেই আবার কয়েকদিন ধরে জল জমে থাকতে দেখা যায়। তবে এবার আর তা হবে না। এবার ১০০ মিলিমিটার অবধি বৃষ্টি হলেও ৭ থেকে ৮ ঘণ্টার মধ্যে...

HS 10th rank: মাধ্যমিকের পর HS-এও দশম হলেন তমলুকের তন্নিষ্ঠা, স্বপ্ন ইঞ্জিনিয়ার হওয়া

মাধ্যমিকে দশম হয়েছিলেন। উচ্চমাধ্যমিকেও সেই স্থান ধরে রাখলেন তমলুকের বাসিন্দা তন্নিষ্ঠা দাস। উচ্চমাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৭। তমলুকের বাসিন্দা হলেও মাধ্যমিকের পরে কলকাতার স্কুলে ভরতি হয়েছিলেন তন্নিষ্ঠা। কলকাতা থেকে পড়াশোনা করেই উচ্চমাধ্যমিকে দশম হয়েছে। তাঁর সাফল্যে বেজায় খুশি তাঁর পরিবারের সদস্যরা। একইসঙ্গে ভবিষ্যতে তিনি...

‘‌আমি নৃত্য শিল্পী হতে চাই’, চেনা ছকের বাইরে গিয়ে জানালেন পঞ্চম স্থানের সুস্বাতী

ভাল ফল বা র‌্যাঙ্ক করলেই ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হবে তার কোনও মানে নেই। আজ এই বিষয়টি বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠল উচ্চমাধ্যমিক ফলপ্রকাশের পর। কারণ বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ হতেই দেখা যায়, পঞ্চম স্থান অধিকার করেছে বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী সুস্বাতী কুণ্ডু। মেধাতালিকায়...