
খেলার মাঠ ফের সাক্ষী থাকল এক মর্মান্তিক ঘটনার। ক্রিকেট মাঠ ফের সাক্ষী থাকল দুর্ঘটনার। ওয়ার্ম আপ করতে গিয়ে ফুটবল খেলার সময় এই বিপত্তি। বছর 21’র ক্রিকেটার অনিকেতের জীবনে নেমে এল অন্ধকার। অনুশীলন করতে করতেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন ক্রিকেটার অনিকেত শর্মা। পাইকপাড়া ক্লাবে ঘটনাটি ঘটেছে। খবর, ফুটবল খেলা শুরুর আগে কোচ অনিকেত ও তাঁর সঙ্গীদের ওয়ার্ম আপ করতে বলেছিলেন।ওয়ার্ম আপ করতে গিয়েই হঠাৎই মাঠের মধ্যে পড়ে যান অনিকেত। তাঁকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে চিকিৎসকদের অভিমত।
Facebook Comments